রবি নাম্বার কিভাবে দেখে-রবি সিমের নাম্বার দেখার উপায়
রবি নাম্বার কিভাবে দেখে আপনি কি জানেন? অথবা আপনি কি রবি সিমের নাম্বার দেখার উপায় জানতে চান? তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। এই আর্টিকেলে রবি সিমের নাম্বার দেখার কোড ও নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি আপনার রবি সিমের নাম্বার না জানার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন,তাহলে আজকের এই পোস্টটি ভালো ভাবে পড়ুন।
আজকের এই আর্টিকেলে রবি নাম্বার কিভাবে দেখে-রবি সিমের নাম্বার দেখার উপায়, ছাড়া ও রবি সিমের যাবতীয় কোড সম্পর্কে বলা হয়েছে। আপনি যদি এসব বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হন। তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।আশা করি আপনি আপনার কাঙ্খিত তথ্য পেয়ে যাবেন।
সূচিপত্রঃরবি নাম্বার কিভাবে দেখে-রবি সিমের নাম্বার দেখার উপায়
.
ভূমিকা
রবি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি টেলিকম কোম্পানি।এ কোম্পানিতে প্রতিনিয়ত বিপুল সংখ্যক গ্রাহক রবি সিম ব্যবহার করছে।বাংলাদেশের অন্যান্য সকল সিম 4G হলেও বর্তমানে আমাদের দেশে রবি সিম 4.5G হিসাবে স্বীকৃতি লাভ করেছে।এই খ্যাতি বা স্বীকৃতির প্রধান কারণ হলো রবি সিমের বেশ কয়েকটি সুবিধা ও নেটওয়ার্ক স্পিড।
বর্তমান সময়ে প্রতিটি সিম কোম্পানি তাদের গ্রাহক সেবা বৃদ্ধির লক্ষ্যে নতুন নতুন কোড প্রকাশ করেছে। ঠিক একই রূপে রবি সিমের গ্রাহক সেবা বৃদ্ধির লক্ষ্যে, রবি কোম্পানি নতুন নতুন কোড এবং অফার প্রদান করেছে।
আরো পড়ুনঃ আবারো বাড়লো সোনার দাম ! আপনি যদি সোনা ক্রয় করতে চান, তাহলে জেনে নিন আজকের সোনার দাম কত ২০২৪
আজকের আর্টিকেলে আমরা সেসব বিষয়ে সংক্ষিপ্ত আকারে জানবো। আজকের আর্টিকেলের মূল বিষয় হলো রবি সিমের নাম্বার কিভাবে দেখে-রবি সিমের নাম্বার দেখার উপায়। চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।
রবি নাম্বার কিভাবে দেখে-রবি সিমের নাম্বার দেখার নিয়ম
খুব সহজে রবি নাম্বার কিভাবে দেখে, এখন সে সম্পর্কে আপনাদের জানাবো। আপনারা শুধুমাত্র এক নয়, একাধিক পদ্ধতিতে আপনার রবি সিমের নাম্বার দেখতে পারবেন।বর্তমান সময়ে বিশ্বের প্রায় সকল সিম কোম্পানিগুলো তাদের গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে নাম্বার চেক কোডটি সহজ থেকে সহজতর করে দিয়েছে।
ঠিক একই ভাবে রবি সিম অপারেটর তাদের গ্রাহকদের জন্য নাম্বার চেক কোড কে পূর্বের নাম্বার চেক কোড এর তুলনায় অনেক সহজ করেছে।বর্তমানে আমাদের দেশে রবি সিমের নাম্বার দেখার নিয়ম সর্বমোট তিনটি রয়েছে। এই তিনটি উপায় এর মাধ্যমে খুব সহজে রবি সিমের নাম্বার চেক করা যায়। নিচে উপায় গুলো পয়েন্ট আকারে উল্লেখ করা হলো।
- নতুন ইউএস এস ডি কোড ব্যবহার করে রবি সিমের নাম্বার দেখা
- পুরাতন বা পূর্বের ইউ এস এস ডি কোড ব্যবহার করে রবি সিমের নাম্বার দেখা
- এবং সর্বশেষ পদ্ধতি হল অ্যাপস এর মাধ্যমে রবি সিমের নাম্বার দেখা অর্থাৎ অ্যাপস এর লগইন করে নাম্বার দেখা।
রবি সিমের নাম্বার দেখার কোড কত
প্রতিটি মোবাইল অপারেটর বা গ্রাহক ইউএসএসডি কোড ব্যবহারের মাধ্যমে সিম এর নাম্বার দেখার জন্য প্রবল আগ্রহী হয়ে থাকে। ঠিক একই রকম ভাবে, রবি সিমের গ্রাহকরা ইউএসএসডি কোড ব্যবহার করে রবি নাম্বার কিভাবে দেখে তা জানতে চান।
নতুন ইউএস এস ডি কোড ব্যবহার করে রবি সিমের নাম্বার দেখা
খুব সহজে রবি সিমের নাম্বার দেখার নতুন কোড হলো -*2#।আপনি যদি আপনার রবি সিমের নাম্বার খুব সহজে বের করতে চান। তাহলে এই কোডটি আপনার জন্য, আপনার ফোনের ডায়াল অপশনে যাওয়ার পর উপরে উল্লেখিত রবি সিমের ডায়াল কোডে (*2#) ডায়াল করলে,
আরো পড়ুনঃ আপনি কি গেম খেলতে ইচ্ছুক?আপনি যদি ফ্রিতে গেম খেলে টাকা ইনকাম করতে চান তাহলে এখানে ক্লিক করুন
আপনি আপনার রবি সিমের নাম্বারটি পেয়ে যাবেন।উপরোক্ত পদ্ধতি হলো নতুন ইউএসএসডি কোড ব্যবহার করে রবি সিমের নাম্বার দেখার কোড।
পূর্বের ইউ এস এস ডি কোড ব্যবহার করে রবি সিমের নাম্বার দেখা
এখন আপনাদের জানাবো পুরাতন ইউএসএসডি কোড ব্যবহার করে রবি সিমের নাম্বার দেখার উপায়।পূর্বের রবি সিমের নাম্বার দেখার ইউ এস এস ডি কোড হলো *140*2*4#।নতুন ইউ এস এস টি কোড এর অনুরূপ পূর্বের কোডটিও একই নিয়মে আপনি আপনার মোবাইলে গিয়ে উক্ত কোডটি ডায়াল করলে, আপনি আপনার রবি সিমের নাম্বার টি পেয়ে যাবেন।
তবে এই পদ্ধতির তুলনায় নতুন ইউএসএসডি কোডের মাধ্যমে নাম্বার দেখা অনেক সহজ । তাই বর্তমান সময়ের বিপুল সংখ্যক সিম অপারেটর গ্রাহক তাদের রবি সিমের নাম্বার দেখার জন্য নতুন ইউএসএসডি কোড ব্যবহার করছেন।
অ্যাপস এর মাধ্যমে রবি সিমের নাম্বার চেক
বর্তমান সময়ে আমরা প্রায় সবাই নেট কানেকশনের সাথে যুক্ত। আমরা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন অ্যাপস ব্যবহার করে থাকি, যা ধীরে ধীরে আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। বর্তমানে সকল সিম অপারেটরদের নিজ মালিকাধীন অ্যাপস রয়েছে।অন্যান্য সিম অপারেটরের মতো রবি সিম অপারেটরের নিজস্ব অ্যাপ সিস্টেম চালু রয়েছে।
বর্তমান সময়ে রবি সিমের গ্রাহকদের তৃপ্তি ও উন্নত সার্ভিস এর কথা চিন্তা করে, এই অ্যাপস টিতে আরো অনেক সুযোগ-সুবিধা যোগ করা হয়েছে। এখন রবি অ্যাপস লগইন সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ এটি লগইন করতে কোন এমবির প্রয়োজন হয় না।শুধু আপনার মোবাইল ফোনের ডাটা সিস্টেম অন করে, রবি অ্যাপস এর ভেতরে ঢুকলেই আপনি আপনার মোবাইলে ব্যবহৃত রবি সিমের নাম্বারটি পেয়ে যাবেন বা দেখতে পাবেন।আশা করি রবি নাম্বার কিভাবে দেখে-রবি সিমের নাম্বার দেখার উপায় সম্পর্কে আপনার একটি সুস্পষ্ট ধারণা পেয়েছেন।
রবি সিমের সকল কোড সমূহ
রবি সিমের নাম্বার দেখার কোড-*2#
রবি সিমের ব্যালেন্স চেক করার কোড-*222#
রবি সিমের মিনিট ব্যালেন্স চেক কোড-*3#
রবি সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড-*123*007#
আপনার মোবাইল ব্যবহার করার সময় বা সেই দিনের অফার দেখার কোড-*999#
আশা করি উপরোক্ত ছক বা তালিকা আপনার উপকারে আসবে।
রবি নাম্বার কিভাবে দেখে-রবি সিমের নাম্বার দেখার উপায় সম্পর্কে লেখকের মন্তব্যঃ
বর্তমানে আমরা প্রায় সকলেই স্মার্টফোন ব্যবহার করে থাকি। সেজন্য রবি সিমের নাম্বার দেখার জন্য রবি অ্যাপস ব্যবহার করা উত্তম। কারণ এতে বারবার কোড লেখে ডায়াল করার মত ঝামেলার সম্মুখীন হতে হয় না। এছাড়াও এই পদ্ধতিতে বেশ কিছু সুবিধা পরিলক্ষিত হয়। যেমন
- আপনার সিমের ব্যালেন্সে কত টাকা আছে।
- আপনার জন্য রবি সিম থেকে কি কি অফার বরাদ্দ রয়েছে।
- এছাড়াও খুব অল্প টাকায় আপনি এই আজ থেকে আপনার পছন্দমত অফার নিতে পারেন।
এগুলো ছাড়াও আরো বেশ কিছু সুবিধা রয়েছে। তবে যাদের কাছে স্মার্টফোন নেই তারা নতুন ইউ এস এস ডি কোডের মাধ্যমে নাম্বার দেখতে পারেন।উপরোক্ত আর্টিকেলটি যদি আপনি সম্পূর্ণ পড়ে থাকেন তাহলে আশা করি রবি নাম্বার কিভাবে দেখে-রবি সিমের নাম্বার দেখার উপায় সম্পর্কে আপনি আপনার কাঙ্খিত তথ্য খুঁজে পেয়েছেন।এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরো নতুন নতুন কনটেন্ট পেতে আমাদের ওয়েবসাইটে এসে নিয়মিতভিজিট করতে পারেন।
সলভ্ এ টু জেড এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url