ট্রিগভে হাভডেন লি - জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিগভে হাভডেন লি এর পরিচয়
আপনি কি জাতিসংঘের প্রথম মহাসচিব কে, সে সম্পর্কে সঠিক তথ্য জানেন না। কিন্তু জাতিসংঘের প্রথম মহাসচিব কে ,সে সম্পর্কে জানা আপনার একান্ত প্রয়োজন। এজন্য পরীক্ষা সহ বিভিন্ন সমস্যারসম্মুখীন হচ্ছেন। তাহলে চিন্তার কিছু নেই আজকের এই আর্টিকেলে জাতিসংঘের প্রথম মহাসচিব কে এবং কত সালে দায়িত্ব গ্রহণ করেন, সে সম্পর্কে আলোচনা করা হবে।
এছাড়াও এই আর্টিকালে জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিগভে হাভডেন লি নরওয়ে এর পরিচয়, লি য়ের জন্ম, মৃত্যু, রাজনৈতিক ও পারিবারিক জীবন ,ব্যাক্তিগত জীবন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি উক্ত আলোচনা কৃত তথ্য জানতে চান তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
সূচিপত্রঃ জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিগভে হাভডেন লি এর পরিচয়
.
ভূমিকা
জাতিসংঘের সর্বপ্রথম স্থায়ী মহাসচিব ও হলেন ট্রিগভে হাভডেন লি। তিনি একজন নরওয়ের নাগরিক।তিনি পাঁচ বছর জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জাতিসংঘের মুখ্য পাত্র হিসেবে কাজ করেন।
ট্রিগভে হাভডেন লি হৃদরোগে আক্রান্ত হয়ে নরওয়েতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে ট্রিগভে হাভডেন লির বয়স ছিল ৭২ বছর। এছাড়াও জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিগভে হাভডেন লি এর পরিচয় সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে।
জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিগভে হাভডেন লি এর পরিচয়
১৯৪৫ সালে বিশ্বে শান্তি ও শৃঙ্খলা স্থাপন এবং নিরাপত্তার নির্ধারণ ও ভবিষ্যৎ প্রজন্মকে যুদ্ধের হাত থেকে মুক্ত রাখার জন্য, ১৯৪৫ সালে বিশ্ব শান্তি সংস্থা জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়। এই সংস্থাটি প্রতিষ্ঠা করার সময় এর সদস্য সংখ্যা ছিল ৫২ টি । তবে বর্তমানে এর সদস্য সংখ্যা হল ১৯৩ টি।বিশ্ব শান্তি সংস্থা বা জাতিসংঘের সর্বোচ্চ পদ হলো মহাপরিচালক বা মহাসচিব।
জাতিসংঘের স্থায়ী প্রথম মহাপরিচালক ট্রিগভে হাভডেন লি দায়িত্ব পালন করেন ১৯৪৬ সালের ২ এপ্রিল।এবং তিনি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৫২ সাল পর্যন্ত।এছাড়াও তিনি জাতিসংঘের মুখ্য পাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। ট্রিগভে হাভডেন লি জন্মগ্রহণ করেন ১৮৯৮ সালে এবং তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ১৯৬৮ সালে। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর।
ট্রিগভে হাভডেন লি এর প্রাথমিক জীবন
জাতিসংঘের মহাসচিব হলো ট্রিগভে হাভডেন লি তিনি মূলত একজন নরওয়ের নাগরিক তিনি জাতিসংঘের মহাপরিচালক।ট্রিগভে হাভডেন লি এর বাবা মা যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। তবে পরবর্তী সময়ে তারা যুক্তরাষ্ট্র ছেড়ে অসলোতে চলে যান।
ট্রিগভে হাভডেন লি ও তার মা হুলডা এবং তার ছয় বছর বয়সী বোনের সাথে খারাপ পরিস্থিতিতে বড় হয়েছেন। লি এর মা গ্রোরুডেতে এক বেডিং হাউসে কফি চালান।এর কারণে ট্রিগভে হাভডেন লি কে অত্যন্ত খারাপ পরিবেশ ও পরিস্থিতিতে বড় হতে হয়েছে।
ট্রিগভে হাভডেন লি নরওয়ে এর শিক্ষা জীবন
ট্রিগভে হাভডেন লি নরওয়ে এর শিক্ষা জীবন অত্যান্ত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। তিনি ১৯ সালে আসলো বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে আইন বিষয়ে ডিগ্রী পান। এবং এর পরপরই ট্রিগভে হাভডেন লি কে দলের জাতীয় সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
ট্রিগভে হাভডেন লি নরওয়ে রাজনৈতিক জীবন
ট্রিগভে হাভডেন লি নরওয়ে রাজনৈতিক জীবন শুরু হয় ১৯১১ সালে। ১৯১১ সালে তিনি লেবার দলে যোগদান করেন। এবং স্থানীয় রাজনীতিতে পা রাখেন ১৯২২ সাল থেকে ১৯২৩ সাল পর্যন্ত। এবং তিনি ১৯৩৭ সালে। আখের ব্রুস থেকে নরওয়ে সংসদে নির্বাচিত হন। ১৯৩৫ সালে লেবার পার্টির সরকার গঠন হলে ট্রিগভে হাভডেন লি বিচারমন্ত্রী হিসাবে নিযুক্ত হন।
ট্রিগভে হাভডেন লি নরওয়ে এর ব্যক্তিগত জীবন
ট্রিগভে হাভডেন লি জন্মগ্রহণ করেন ১৬ ই জুলাই ১৮৯৬ সালে, এবং মৃত্যুবরণ করেন ৩০ শে ডিসেম্বর ১৯৬৮ সালে।তিনি নরওয়ের গেলওয়েতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।ট্রিগভে হাভডেন লি জন্মগ্রহণ করেন আমেরিকাতে। কিন্তু কিছু দুরবস্থা বা খারাপ পরিস্থিতির কারণে তারা আমেরিকা ছেড়ে, আসলোতে চলে যায়।
আরোপড়ুনঃ জাতিসংঘের বর্তমান মহাসচিব কে ২০২৪
ট্রিগভে হাভডেন লি নরওয়ে তিনি একজন নরওয়ের নাগরিক।তিনি জাতিসংঘের জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৪৬ সালের ২ এ ফেব্রুয়ারি। এবং জাতিসংঘের মহাসচিব পদে বহাল থাকেন ১৯৫২ সালের ১০ নভেম্বর পর্যন্ত।
ট্রিগভে হাভডেন লি এর জাতিসংঘে কর্মজীবন
লি জাতিসংঘের মহাসচিব হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছেন। এর মধ্যে রয়েছে যুদ্ধ বিরতি, শান্তি মিশন, কূটনীতি ও আরো বেশ কিছু সমাজতান্ত্রিক ও রাজনৈতিক অভিযান। ট্রিগভে হাভডেন লি নরওয়ে এর কাজগুলো নিচে পয়েন্ট আকারে দেওয়া হলো।
- ১৯৪৮ সালে ফিলিস্তানের প্রাক্তন ব্রিটিশ ম্যান্ডেড এবং ইউএনটিসিএস এর যুদ্ধবিরতি বা বন্ধের মধ্যস্থতাকারীদের সহায়তা করার জন্য, জাতিসংঘের গার্ড ফোর্স এর ৫০ জন সদস্যকে প্রেরণ করেন। যা জাতিসংঘ কর্তৃক প্রথম শান্তিরক্ষা অভিযান ছিলো।
- জাতিসংঘের মহাসচিব হিসাবে লি, ইরানে সোভিয়েত বাহিনীর প্রত্যাহার এবং কাশ্মীরের লড়াই যুদ্ধ ও বিরতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
- ১৯৫০ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কর্তৃক দক্ষিণ কোরিয়া আক্রমণের পর দেশটির প্রতিরক্ষার জন্য সমর্থন ও পর্যাপ্ত সহায়তা সংগ্রহ করেন। এবং এই কাজের ফলে ট্রিগভে হাভডেন লি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ক্রোধে পড়েন।
- এছাড়াও তিনি ফ্রান্সিসকো ফ্রাঙ্কো সরকারের বিরোধীতার কারণে তিনি জাতিসংঘের স্পেনের প্রবেশের বিরোধিতা করেছিলেন।
- গণপ্রজাতন্ত্রী সরকার চীন বা চীনকে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত করার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। কারণ গণপ্রজাতন্ত্রী সরকার ব্যবস্থা একমাত্র সরকার ব্যবস্থা। যারা সদস্য পদের বাধ্যবাধকতা সম্পূর্ণ পালন করতে পারে বা পালন করতে বাধ্য।
বিভিন্ন সময়ে জাতিসংঘের দায়িত্ব প্রাপ্ত মহাসচিব এর তালিকা
ক্রমসংখ্যা মহাসচিবের নাম দায়িত্ব গ্রহণের সময় দায়িত্ব ত্যাগের সময় দেশের নাম
- শূন্যতম - গ্লাডউইন জেব - ১৯৪৫ সালের ২৪ অক্টোবর - ১৯৪৬ সালের ২রা ফেব্রু: - যুক্তরাজ্য
- প্রথম - ট্রিগভে হাভডেন লি - ১৯৪৬ সালের ২রা ফেব্রু: - ১৯৫২ সালের ১০ নভেম্বর - নরওয়ে
- দ্বিতীয় - দ্যাগ হ্যামারশোল্ড - ১৯৫৩ সালের ১০ এপ্রিল - ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর - সুইডেন
- তৃতীয় - ইউ থান্ট - ১৯৬১ সালের ৩০ নভেম্বর - ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর - মায়ানমার
- চতুর্থ - কার্ট ওয়াল্ডহেইম - ১৯৭২ সালের ১ জানুয়ারি - ১৯৮১ সালের ৩১শে ডিসেম্বর - অস্ট্রিয়া
- পঞ্চম - হাভিয়ের পেরেজ ডে - ১৯৮২ সালের ১ জানুয়ারি - ১৯৯১ সালের ৩১শে ডিসেম্বর - পেরু
- ষষ্ঠ - বুত্রোস বুত্রোস গালি - ১৯৯২ সালের ১ জানুয়ারি - ১৯৯৬ সালের ৩১শে ডিসেম্বর - মিশর
- সপ্তম - কফি আনান - ১৯৯৭ সালের ১ জানুয়ারি - ২০০৬ সালের ৩১শে ডিসেম্বর - ঘানা
- অষ্টম - বান কি মুন - ২০০৭ সালের ১ জানুয়ারি - ২০১৬ সালের ৩১ শে ডিসেম্বর - দক্ষিণকোরিয়া
- নবম - আন্তোনিও গুতেরেস - ২০১৭ সালের ১ জানুয়ারি - বর্তমান কার্যরত - পর্তুগাল
লেখকের মন্তব্য
জাতিসংঘের সর্বোচ্চ পদ হলো মহাসচিব বা মহাপরিচালক। ১৯৪৫ সাল থেকে ১৯৪৬ সাল পর্যন্ত জাতিসংঘের অস্থায়ী মহাসচিবের দায়িত্ব পালন করেন গ্লাডউইন জেব। তার দায়িত্ব কাল ছিল ২৪ অক্টোবর ১৯৪৫ থেকে ২ এ ফেব্রুয়ারি ১৯৪৬ সাল পর্যন্ত।
তবে তিনি জাতিসংঘের স্থায়ী মহাসচিব হিসাবে স্বীকৃতি লাভ করেন। জাতিসংঘের প্রথম মহাসচিব হিসাবে স্বীকৃতি প্রদান করা হয় ট্রিগভে হাভডেন লি কে। তিনি জাতিসংঘের মহাসচিব এর দায়িত্ব পালন করেন ২ রা ফেব্রুয়ারি ১৯৪৬ থেকে ১০ই নভেম্বর ১৯৫২ সাল পর্যন্ত। জাতিসংঘের প্রথম মহাসচিব কে?
এই সম্পর্কে আপনাদের মনে যে প্রশ্ন ছিল আশা করি আপনি তার উত্তর পেয়েছেন।আপনি যদি আমাদের আর্টিকেলটি পড়ে উপকৃত হন, অথবা নতুন নতুন বিষয়ের আর্টিকেল পড়তে আগ্রহী হন। তাহলে অবশ্যই আমার ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন। আমরা প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ে আর্টিকেল পাবলিশ করে থাকি ধন্যবাদ।
সলভ্ এ টু জেড এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url