ওয়াইফাই ব্লক থেকে আনব্লক করুন মাত্র ২ মিনিটে
আপনি কি আপনার ওয়াইফাই নিয়ে খুব চিন্তিত রয়েছেন, অথবা আপনার ডিভাইসের ওয়াইফাই কানেকশন নিয়ে চিন্তিত রয়েছেন,চিন্তার কিছু নেয়। আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন আজকের আর্টিকেলে কিভাবে ওয়াইফাই থেকে ব্লক করা ডিভাইসকে আনব্লক করা যায়, এবং ওয়াইফাই থেকে ব্লক করা ডিভাইসকে আনব্লক করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে
এছাড়াও আপনার যদি বাসা বাড়িতে একটি ওয়াইফাই থাকে, তাহলে কিভাবে তা চোরদের হাত থেকে রক্ষা করবেন, তার বেশ কিছু টেকনিক ও টিপস আর্টিকেলে বিস্তারিত ভাবে বলা রয়েছে। আপনি এইসব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন।আশা করি,আপনি ওয়াইফাই সংক্রান্ত সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন ।ইনশাআল্লাহ তাহলে আর দেরি না করে মূল বিষয়ক আলোচনা করা যাক।
সূচিপত্রঃওয়াইফাই ব্লক থেকে আনব্লক করুন মাত্র ২ দুই মিনিটে
.
ভূমিকা
বর্তমান যুগ অনলাইনের যুগ,তাই ছোট বড় প্রায় সবাই অনলাইনে প্রতি আসক্ত।কেউ গেম খেলতে, কেউ ফেসবুকে সংবাদ পড়তে,আবার কেউ ইউটিউবে বিনোদন ও আনন্দের জন্য ব্যবহার করে থাকে।এর জন্য তাদের প্রয়োজন হয় একটি নেটওয়ার্ক কানেকশনের। অনেকে এই ইন্টারনেট কানেকশন সরাসরি মোবাইলের সিম থেকে নিয়ে থাকেন,আবার কেউ ওয়াইফাই ব্যবহার করে থাকেন।
আরোপড়ুনঃ মাউস এর দাম ২০২৪ - কোন মাউস ভালো
যদি বাংলাদেশের কথা বলি, তাহলে বাংলাদেশে খুব কম ইন্টারনেট ইউজার রয়েছে যারা ওয়াইফাই ব্যবহার করে না। তবে বেশিরভাগ ইন্টারনেট ইউজাররাই ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকে। এদের মধ্যে কেউ নিজস্ব ওয়াইফাই ব্যবহার করে, আবার কেউ অন্যের ওয়াইফাই চুরি করে ব্যবহার করে।
তবে আপনি যখন অন্যের ওয়াইফাই চুরি করে ব্যবহার করবেন, ঠিক সে সময়ে উক্ত ওয়াইফাইয়ের এডমিন যদি চুরি করে আপনার ওয়াইফাই ব্যবহারের কথা জানতে পারে, তাহলে অবশ্যই আপনাকে ওয়াইফাই থেকে ব্লক করে দিবে। কারণ প্রত্যেক ওয়াইফাই এডমিনেরা চাই তাদের ওয়াইফাইয়ের সিকিউরিটি এবং প্রাইভেসি বজায় থাকে।
এজন্য আপনি যদি চুরি করে তাদের ওয়াইফাই ব্যবহার করেন, তাহলে আপনার মোবাইল বা ডিভাইসকে ব্লক করে দিবে এটাই স্বাভাবিক। তবে কিভাবে আপনার মোবাইল ওয়াইফাই ব্লক থেকে আনব্লক করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ওয়াইফাই ব্লক থেকে আনব্লক করার জন্য করণীয়
ওয়াইফাই ব্লক থেকে আনব্লক করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলের ডেভেলপার অপশন চালু করবেন। ডেভেলপার অপশন চালু করার জন্য মোবাইলের সেটিংস এ প্রবেশ করতে হবে, এরপর সেটিংস থেকে WIFI ENHANCED MAC RANDOMIZATION অপশনটি চালু করতে হবে। এরপর আপনি আপনার মোবাইল থেকে উক্ত ওয়াইফাই কে ফরগেট করে আবার পুনরায় পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করুন। ইনশাল্লাহ আপনার মোবাইল ওয়াইফাই এর সাথে কানেক্ট হয়ে যাবে।
আমাদের সমাজে ওয়াইফাই ব্যবহার করেনা এরকম লোক খুব কম রয়েছে। আমরা কম বেশি প্রত্যেকেই ওয়াইফাই ব্যবহার করে থাকি।তবে আমাদের ওয়াইফাই নিয়ে নিত্য নতুন সমস্যার সৃষ্টি হয়ে থাকে। কেউ বিনা অনুমতিতে ওয়াইফাই ব্যবহার করে, আবার কেউ wi-fi এর বিল না দিয়ে ওয়াইফাই চালায়, এ সমস্যা সমাধান করার জন্য আমরা অনেকেই ওয়াইফাই থেকে উক্ত মোবাইল গুলোকে ব্লক করে দিই।
অনেক সময় আমাদের মনে হয় তাদের ব্লক করা উচিত নয় অথবা তারা পুনরায় ওয়াইফাইয়ের বিল দিতে চাই। যার কারণে আমরা পরবর্তীতে তাদের আনব্লক করার চেষ্টা করে থাকি। এক্ষেত্রে মূল সমস্যা হলো ওয়াইফাই ব্লক থেকে কিভাবে আনব্লক করতে হয় সেটা আমরা অনেকেই জানি না।
তাই কাউকে ব্লক করার প্রথমে আপনাকে জানতে হবে কিভাবে আনব্লক করা যায়,সেটা আপনার ওয়াইফাই থেকে হোক বা অন্য কোন ওয়াইফাই থেকেই হোক। চলুন সে বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
কিভাবে ওয়াইফাই ব্লক করা যায়
আমরা সাধারণত কোন ডিভাইসকে চিনতে তার নাম ব্যবহার করে থাকি, কিন্তু কোন মেশিন মানুষের ভাষা বুঝতে পারে না।তারা বেশ কিছু অ্যালগরিদমের মাধ্যমে কোন ওয়েবসাইট কে চিনে থাকে সাধারণত এই অ্যালগরিদম কে কতগুলো সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। আর এ সংখ্যাটি আইপি অ্যাড্রেস বা ম্যাক এড্রেস হিসেবে আমাদের কাছে পরিচিত।বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে এর সংখ্যা বিভিন্ন রকম হতে পারে। যেমনঃ মোবাইল ফোনে সাধারণত ১২ সংখ্যার ম্যাক এড্রেস থাকে।
আপনি যখন কারো ওয়াইফাই কানেক্ট করবেন, তখন উক্ত ওয়াইফাই এর এডমিন প্যানেলে আপনার মোবাইলের ম্যাক এড্রেস টি দেখা যাবে এবং উক্ত রাউটারের এডমিন চাইলেই ডিভাইসের ম্যাক এড্রেস দেখে আপনার ডিভাইসকে ব্লক করতে পারে। আবার যখন ইচ্ছা রাউটার বা ওয়াইফাই এর এডমিন কোন কারনে খুশি হয়ে ম্যাক এড্রেস ব্লক অপশন থেকে ডিলিট করে দিয়ে আপনাকে আনব্লক করে দিতে পারেন।
ওয়াইফাই ব্লক থেকে আনব্লক করার উপায়
আপনি যখন কারো ওয়াইফাই চুরি করে চালাবেন বা কারো থেকে ওয়াইফাই চালানো অনুমতি না নিয়ে চালাবেন, তখন তো আপনাকে কেউ খুশি হয়ে আনব্লক করে দিবে না। সে সময় আপনাকেই আপনার ডিভাইস ওয়াইফাই থেকে আনব্লক করতে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কিভাবে আপনার মোবাইল দিয়ে অন্যের রাউটারে ব্লক থেকে আনব্লক করা যায়।এটা কি আদৌ সম্ভব?
হ্যাঁ এটা সম্ভব । দেখুন আপনার মোবাইলের ম্যাক এড্রেস কে উক্ত রাউটার থেকে ব্লক করা হয়েছে। আপনি যদি আপনার ডিভাইসকে উক্ত ওয়াইফাই ব্লক থেকে আনব্লক করতে চান, তাহলে আপনার ডিভাইসে ম্যাক এড্রেস পরিবর্তন করতে হবে। যা মোবাইলের ডেভেলপার অপশনের মাধ্যমে করা সম্ভব। তবে এক্ষেত্রে আপনাকে উক্ত ওয়াইফাই এর পাসওয়ার্ড জানতে হবে, কেননা আপনি যখন আপনার ডিভাইসের ম্যাক এড্রেস পরিবর্তন করবেন তখন আপনার ডিভাইসে ম্যাক এড্রেস পরিবর্তনের কারণে আপনাকে নতুন করে ওয়াইফাই এর পাসওয়ার্ড দিতে হবে।
আমাদের প্রত্যেকের মোবাইলে একটি সেটিংস রয়েছে, এর কাজ হলো মোবাইলের ম্যাক এড্রেস বারবার পরিবর্তন করা। যাকে wifi enhanced mac randomization নামে মোবাইল সেটিংসে চিহ্নিত করা হয়েছে। চলুন কিভাবে wifi enhanced mac randomization অপশনটি চালু করব এবং কোথায় পাবো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যায়।
wifi enhanced mac randomization অপশনটি মোবাইলের ডেভেলপার অপশনে থাকে, আপনারা সকলেই অবগত আছেন যে মোবাইলে ডেভেলপার অপশন মোবাইলের সেটিংসে পাওয়া যায়। অনেকেই মনে করেন, ডেভলপার অপশনের কাজ শুধুমাত্র মোবাইলের ম্যাক এড্রেস পরিবর্তন করা। তবে এটি সম্পূর্ণ ভুল।
মোবাইলের ডেভলপার অপশনের কাজ
মোবাইলের ডেভলপার অপশনের কাজ বিভিন্ন রকম রয়েছে, এদের মধ্যে একটি হলো wifi enhanced mac randomization বা ম্যাক এড্রেস পরিবর্তন করা।আপনার মোবাইলের ম্যাক এড্রেস পরিবর্তনের জন্য প্রথমে আপনি মোবাইলের ডেভেলপার অপশন চালু করবেন। আর যাদের মোবাইলে এই অপশনটি চালু করা রয়েছে তারা ডেভেলপার অপশন খুঁজে বের করবেন।
এরপর ডেভেলপার অপশনে ক্লিক করবেন তবে বেশিরভাগ লোকের ডেভেলপার অপশন চালু হবে না। এক্ষেত্রে তারা ডেভেলপার অপশনের বিল্ড নাম্বার খুঁজে বের করবেন এবং বিল্ড নাম্বারে ৭ থেকে ৮ বার ক্লিক করবেন। এরপর দেখবেন আপনার মোবাইলে ডেভেলপার অপশন চালু হয়ে যাবে।
এরপর আপনি ডেভেলপার অপশনে প্রবেশ করবেন, ডেভেলপার অপশনে প্রবেশ করার পর নিচের দিকে crawl করবেন যতক্ষণ না আপনি wifi enhanced mac randomization অপশনটি দেখতে পাচ্ছেন, এরপর আপনার সামনে wifi enhanced mac randomization অপশনটি আসলে আপনি সেখানে প্রবেশ করবেন। এবং wifi enhanced mac randomization অপশনটি বন্ধ থাকলে তা চালু করে দিবেন।
এরপর আপনি আপনার মোবাইলে ওয়াইফাই সেটিংসে মধ্যে গিয়ে আপনাকে যে ওয়াইফাই থেকে ব্লক করা হয়েছে সে ওয়াইফাই কে ফরগেট করে দিবেন, এবং নতুন করে পাসওয়ার্ড দিয়ে পুনরায় কানেক্ট করবেন। আশা করি, আপনার ডিভাইসটি উক্ত ওয়াইফের সাথে কানেক্ট হয়ে যাবে।
ওয়াইফাই ব্লক থেকে আনব্লক করুন মাত্র ২ দুই মিনিটে আর্টিকেল সম্পর্কে লেখকের মন্তব্য
বর্তমান যুগ আধুনিক যুগ, বর্তমান যুগের প্রায় প্রতিনিয়ত সবকিছুই আপডেট হচ্ছে। এবং এক এক সময় এক এক পদ্ধতি আবিষ্কৃত হচ্ছে।পাশাপাশি ওয়াইফাই এর ক্ষেত্রেও কোম্পানিগুলো আপডেট করছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি উন্নত সিকিউরিটি সিস্টেম ও প্রাইভেসি সহকারে লেটেস্ট ওয়াইফাই তৈরি করার চেষ্টা করছে।
এরকম প্রচেষ্টার ফলে এমন একটা সময় আসবে যখন ওয়াইফাই তৈরি করা কোম্পানি এই দুর্বল সিস্টেম রাখবে না। যার কারণে এই পদ্ধতিটি ভবিষ্যৎ প্রজন্মে কাজ নাও করতে পারে।বর্তমান সময়ে এটি ১০০% কাজ করবে, আজকের এই আর্টিকেলে মূল আলোচনার বিষয় ছিলঃ ওয়াইফাই ব্লক থেকে আনব্লক করার জন্য করণীয়, আপনি যদি সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে থাকেন।
তাহলে আশা করি, আপনি ওয়াইফাই ব্লক থেকে আনব্লক করুন মাত্র ২ দুই মিনিটে আর্টিকেলটি থেকে উপকৃত হয়েছেন। ওয়াইফাই ব্লক থেকে আনব্লক করার জন্য করণীয় এই আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। এবং এরকম নিত্য নতুন আপডেট কনটেন্ট পেতে আমার ওয়েবসাইটকে নিয়মিত ভিজিট করুন। এছাড়াও আরো বেশ কিছু টপিকে আর্টিকেল আপলোড করে থাকি যা সম্পূর্ণ কপিরাইট মুক্ত।
সলভ্ এ টু জেড এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url