ধানের শীষ কাটা পোকার ঔষধ,কারণ, লক্ষণ, প্রতিকার

আপনি কি আপনার ধান ক্ষেতে শীষ কাটা পোকার আক্রমণ নিয়ে আতঙ্কে রয়েছেন। অথবা ধানের শীষ কাটা পোকা আপনার ফসল নষ্ট করছে। আপনি অনেক চেষ্টা করার পরেও এই সমস্যা সমাধান করতে পারছেন না। অথবা ধানের শীষ কাটা পোকার ঔষধ সম্পর্কে আপনার কোন ধারণা নেই। তাহলে আজকের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আজকের এই আর্টিকেলে ধানের শীষ কাটা পোকার ঔষধ এবং এর ব্যবহার বিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ধানের শীষ কাটা পোকার ঔষধ ছাড়াও এই আর্টিকেলে ধানের শীষ কাটা পোকার আক্রমণের কারণ, লক্ষণ এবং প্রতিকার ইত্যাদি গুরুত্বপূর্ণ টপিকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি এইসব গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে বিস্তারিত জানতে চান,তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আশা করি আপনি আপনার সমস্যা সমাধান পেয়ে যাবেন। “ ইনশাআল্লাহ”
সূচিপত্রঃধানের শীষ কাটা পোকার ঔষধ,কারণ, লক্ষণ, প্রতিকার
.

শীষ কাটা রোগের লক্ষণ

  • শীষ কাটা রোগ বা লেদা পোকা দ্বারা ধান গাছ আক্রান্ত হলে,পাতার কিনারা,শীর্ষ এমনকি মাঝে মাঝে পুরো পাতায় খেয়ে ফেলে।
  • ধানের শীষের গোড়া থেকে কেটে দেয়।
  • অনেক সময় ফসলের উপরের পৃষ্ঠে দাগ যুক্ত ঘাসের ন্যায় সবুজ পোকা দেখা যায়। আর এই পোকাটি লেদা পোকা নামে পরিচিত।

শীষ কাটা রোগের উপসর্গ

শীষ কাটা রোগ বা পোকার আক্রমণের লক্ষণ হিসেবে দেখা যায়, আক্রমণকারী পোকা পাতার কিনারা, শীর্ষ এবং মাঝে মাঝে পুরো পাতায় খেয়ে ফেলে, শুধুমাত্র পাতার মধ্যশিরা ব্যতীত। আক্রমণের জটিল পর্যায়ে চলে গেলে বয়স্ক পোকা পুরো পাতা এমন কি পুরো ধান গাছের আগা থেকে গোড়া পর্যন্ত খেয়ে ফেলে।
মাইথিম্না সেপারাটা ধানের শীষের গোড়া কেটে দেয় এর ফলে অবশিষ্ট যা থাকে তা বেঁকে পড়ে যায়। ফসলের উপরের অংশে দাগ যুক্ত ঘাসের নেয় সবুজ পোকা দেখা যায়। এতে জমির প্রায় একাংশ ক্ষতিগ্রস্ত হয়।এই প্রকার প্রাদুর্ভাব বৃদ্ধি পেলে, অন্যান্য জমিতে আক্রমণ দেখা যায়।

কারণ লেদা পোকা গুলো দল বেঁধে এক জমি থেকে অন্য জমিতে যায়।তাই এই পোকা নিয়ন্ত্রণে প্রয়োজন হলে ধানের শীষ কাটা পোকার ঔষধ ব্যবহার করতে হবে।নিচে ধানের শীষ কাটা পোকার আক্রমণ নিয়ন্ত্রণের বেশ কিছু উপায় তুলে ধরা হয়েছে।

শীষ কাটা বা লেদা পোকার আক্রমণ নিয়ন্ত্রণের উপায়

সাধারণত শীষ কাটা পোকার আক্রমণ দুইভাবে নিয়ন্ত্রণ করা যায়।সেগুলো হলো
  • জৈব নিয়ন্ত্রণ
  • রাসায়নিক নিয়ন্ত্রণ

জৈব নিয়ন্ত্রণ

শীষ কাটা রোগ বা লেদা পোকার আক্রমণ থেকে আপনার জমিকে মুক্ত রাখার জন্য, বেশ কিছু জৈবিক উপায় অবলম্বন করা যায়। এবং এসব জৈবিক উপায় ধান ক্ষেতে শীষ কাটা পোকার আক্রমণ অনেকাংশে কমিয়ে দেয়। নিচে সেগুলো পয়েন্ট আকারে উল্লেখ করা হলোঃ
  • বোলতার কিছু আক্রমনাত্মক স্টেইন কোটেশিয়া রুফিত্রাস এবং ইয়োপ্টেরোমালাস প্যারনারে আপনার শীষ কাটা পোকা দ্বারা আক্রান্ত জমিতে প্রয়োগ করুন।
  • এ পোকা ধানের মাইথিম্না সেপারাটার ভেতরে ডিম পাড়ে।এবং এই ডিম থেকে তারা তাদের বংশ বৃদ্ধি ঘটায়,ও ধান গাছকে মেরে ফেলে।জমিতে পানির মাত্রা বাড়িয়ে দিয়ে ডিম গুলো নষ্ট করা যায়।
  • আবার এই পোকা দ্বারা আক্রান্ত জমি ভাসিয়ে পানি সেচ দেওয়ার মাধ্যমে, শীষ কাটা পোকার আক্রমণ কমানো যায়।
  • ধান খেতে হাঁস ছেড়ে দিলেও ধান ক্ষেতের প্রায় ৫০ শতাংশ লেদা পোকার আক্রমণ থেকে আপনার ধানক্ষেত কে মুক্ত করা সম্ভব।

রাসায়নিক নিয়ন্ত্রণ

যতটুকু সম্ভব সমন্বিত বালাই ব্যবস্থাপনা কে দৈনিক নিয়ন্ত্রণের মাধ্যমে, সব সময় প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে।এই পোকা যাতে এক ধান ক্ষেত থেকে অন্য ধান খেতে যেতে না পারে সেজন্য জমির চারপাশে সাইপারমেথ্রিন সংগৃহীত উপাদানের বালাইনাশক ছিটিয়ে দিতে হবে।

উপরোক্ত পদ্ধতি অবলম্বন করার পরেও যদি ধান ক্ষেতে এই পোকার উপদ্রব না কমে, তাহলে ধানের শীষ কাটা পোকার ঔষধ,রাসায়নিক বালাইনাশক স্প্রে প্রয়োগ করতে হবে। প্রতি লিটার পানিতে ১ মি.লি করে সাইপারমেথ্রিন প্রয়োগের পরামর্শ দেওয়া হয়। অবশ্যই এটি দিনের শেষ মুহূর্তে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করে।

শীষ কাটা রোগ হওয়ার কারণ

মাইথিম্না সেপারাটা নামক ধান গাছের শীষ কাটা লেদা পোকা ধানক্ষেতের ক্ষতি সাধন করে।বয়স্ক পোকার সামনের দিকে ডানা গাড় ধূসর , লালচে হলুদ বা ধ্বসা হলুদ বর্ণের হয়। এবং অসংখ্য কালো দাগ দেখা যায়। স্ত্রী লেদা পোকা পাতার খালি জায়গায় বা কালো কাঁটা দিয়ে আবৃত অংশে, সবুজ সাদা থেকে সাদা বর্ণের গোলাকার ডিম পাড়ে।ফসলের উপরের অংশের দাগ যুক্ত সবুজ ক্রীড়া পোকা দেখা দেয়।

সাধারণত এটি গ্রীষ্মকালের শেষে বর্ষাকালে ডিম পেড়ে থাকে। বর্ষাকালে এই পোকার ডিম পাড়ার সময় এবং ডিম ফুটানোর হার বৃদ্ধি পাই। নাইট্রোজেন সার ফসলের বৃদ্ধিতে অন্যতম অবদান রাখে।ধানের শীষ কাটা লেদা পোকা এই সারের কারণে পর্যাপ্ত পরিমাণ খাবার খেয়ে টিকে থাকে। ধান জাতীয় ফসলের বিকল্প ফসলের মধ্যে গম, ভুট্টা, বার্লিি, আখ,মিষ্টি আলু, তামাক, সরিষা ইত্যাদি ফসলেও এই পোকার আক্রমণ দেখা দেয়।

শীষ কাটা রোগ প্রতিরোধে করণীয় কি বা প্রতিরোধমূলক ব্যবস্থা।

  • আপনার ধান ক্ষেতে ধান উৎপাদনের জন্য অধিক কুসি প্রদান করে এমন জাত নির্বাচন করুন।
  • মাইথিম্না সেপারেট বা শীষ কাটা পোকার আক্রমণের লক্ষণ সনাক্ত করতে নিয়মিত ধানক্ষেত তদারকি করুন।
  • ধান গাছে লেদা পোকার ডিম দেখার সাথে সাথে হাত দিয়ে তুলে ফেলে ধ্বংস করে দিন।
  • আপনার ধান ক্ষেতে আগাছা নিয়ন্ত্রণ করুন। কারণ এরা বিকল্প আবাসস্থল হিসাবে বিবেচিত হয় যেমন( ঘাস)।ধানের শীষ কাটা পোকার ঔষধ
  • সঠিক মাত্রায় নাইট্রোজেন স্যার ব্যবহার করুন। কারণ নাইট্রোজেন সারের অধিক ব্যবহার পোকার সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে।
  • ধানের শীষ কাটা পোকা যাতে আশেপাশের ধান ক্ষেতে ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
  • বিভিন্ন ছোট ছোট গর্ত যতদূর সম্ভব বন্ধ করে দিতে হবে। কারণ এসব গর্ত এক ধান ক্ষেত থেকে আরেক ধান ক্ষেতে পোকা চলাচলের পথ হিসাবে ব্যবহৃত হয়।
  • এই পোকা দ্বারা আক্রান্ত ধানক্ষেত বা গাছের শাখা কেটে ঘিরে দিন। যাতে ক্রীড়া পোকা অন্যত্র ছড়াতে না পারে।
  • বীজতলা ভাসিয়ে ক্রীড়া পোকাকে ডুবিয়ে মারুন, অথবা ধানের গোড়ার কাছ থোর হতে শীর্ষ দেশে চলে যেতে বাধ্য করুন। যাতে খুব সহজে এদের উপর ধানের শীষ কাটা পোকার ঔষধ বা কীটনাশক স্পে করা যায়।
  • অনাবাসিক ফসলের সাথে আপনার শস্য আবর্তন করুন। যদিও গম. ভুট্টা, হাইব্রিড ঘাস চাষ পরিহার করা পরামর্শ রয়েছে ।

ধানের শীষ কাটা পোকার ঔষধ,কারণ, লক্ষণ, প্রতিকার সম্পর্কে লেখকের মন্তব্য

ধানের শীষ কাটা রোগ কৃষকদের কাছে একটি মারাত্মক আতঙ্কের নাম। এ রোগটি সাধারণত লেদা পোকার আক্রমণের ফলে হয়ে থাকে। এতে ধান খেতের প্রায় একাংশ ফসল নষ্ট হয়। ধানের শীষ কাটা পোকার উপদ্রব সাধারণত বৃষ্টি কালীন সময়ে বৃদ্ধি পায়। যদিও অন্যান্য সময়ে ও এই পোকার উপদ্রব দেখা যায় তবে তা সামান্য।

শুধুমাত্র বৃষ্টির পানির কারণে এই প্রকার আক্রমণ বৃদ্ধি পায় না অতিরিক্ত নাইট্রোজেন সার জমিতে প্রয়োগের মাধ্যমে ও এ রোগ ব্যাপক বিস্তার লাভ করে।তাই ধানের শীষ কাটা পোকার হাত থেকে ধান ক্ষেত মুক্ত রাখতে হলে, অবশ্যই অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার পরিহার করতে হবে। এবং প্রয়োজনে ধানের শীষ কাটা পোকার ঔষধ প্রয়োগ করতে হবে।

আজকের আর্টিকেলের এর মূল আলোচনার বিষয় ছিল ধানের শীষ কাটা পোকার ঔষধ, প্রতিকার ও প্রতিরোধে করণীয় কি সে সম্পর্কে। একজন আধুনিক কৃষকের ধানের শীষ কাটা পোকা সম্পর্কে যতটুকু জানা প্রয়োজন তার সবটুকুই এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে।

আপনি যদি সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে থাকেন, তাহলে আশা করি ধানের শীষ কাটা পোকা সম্পর্কে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়েছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম গুরুত্বপূর্ণ তথ্য পূর্ণ আর্টিকেল পড়তে নিয়মিত আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সলভ্ এ টু জেড এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url