কিভাবে ওয়াইফাই ব্লক করা যায়-মাত্র ২ মিনিটে ওয়াইফাই ব্লক করুন

আপনার ওয়াইফাই কি অন্য কেউ চুরি করে ব্যবহার করছে ।আপনার ওয়াইফাই কি নিরাপদ নয়। কিভাবে এই সমস্যার সমাধান করবেন তা নিয়ে কি আপনি চিন্তিত। আপনি অনেক খোঁজাখুঁজির পরও আপনার কাঙ্খিত তথ্য খুঁজে পাচ্ছেন না।তাহলে চিন্তার কিছুই নেই।
আমরা আজকের এই আর্টিকেলে বলবো কিভাবে আপনি আপনার ওয়াইফাই হ্যাক হওয়ার হাত থেকে বাঁচাবেন বা কিভাবে ওয়াইফাই ব্লক করা যায় ।সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাকে পুরো আর্টিকেলটি পড়তে হবে।

এছাড়াও এই আর্টিকেলে বলা হয়েছে কিভাবে আপনি অন্য কারো ডিভাইসকে ব্লক থেকে আনব্লক করবেন ওয়াইফাই সম্পর্কে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এ আর্টিকেলে তুলে ধরা হয়েছে সেই তথ্যগুলো জানতে হলে অবশ্যই পুরো আর্টিকেলটি পড়ার অনুরোধ রইলো।
সূচিপত্রঃ কিভাবে ওয়াইফাই ব্লক করা যায়
.

ভূমিকা

বর্তমান সময় দেশের প্রায় সকল জায়গায় কম বেশি ওয়াইফাই ব্যবহার করতে দেখা যায় ।আমাদের গ্রামে গঞ্জে ওয়াইফাই নিজে ব্যবহার করার পাশাপাশি প্রতিবেশীরাও অনেক সময় ব্যবহার করে থাকে। তখন দেখা যায় অনেকে আবার বিরক্তও করে। তখন এই বিরক্তি থেকে মুক্তির জন্য ওয়াইফাই থেকে বিরক্তি কর ডিভাইস ব্লক করতে হয়।

কারণ তাদের বিরক্তি এতটাই বেড়ে যায় যে ব্লক করা ছাড়া আর কোন উপায় থাকে না। সুতরাং তাদের ব্লক করার পরে আপনার ওয়াইফাই ডিভাইসে আর কোনো ডিস্টার্ব থাকবে না বা করতে পারবে না। কিন্তু কিভাবে ওয়াইফাই ব্লক করা যায় সে সম্পর্কে অনেকেই জানেন না। তাই একেবারে বেসিক লেভেল থেকে আলোচনা করা যাক।

Wifi কতজন চালাই কিভাবে দেখব

এখন দেশের প্রায় প্রতিটি অঞ্চলে ওয়াইফাই-এর দেখা পাওয়া যায়। এই ওয়াইফাই গুলো ওয়াইফাই এর মালিক ছাড়াও আরো অনেকে ব্যবহার করে থাকে যেমন পাড়া-প্রতিবেশী , বন্ধু-বান্ধব , কলিগ। এদের মধ্যে কেউ আবার বৈধ ভাবে ব্যবহার করে আবার কেউ অবৈধভাবে ব্যবহার করে থাকে। এজন্য অনেক সময় ওয়াইফাই এর মালিক কে হ্যারাসমেন্টের শিকার হতে হয়।
তাই এই সমস্যা সমাধানের জন্য আপনাকে নির্ধারণ করতে হবে কতজন আপনার ওয়াইফাই ব্যবহার করে। এর জন্য প্রথমে আপনার রাউটারের অপারেটিং সিস্টেমে প্রবেশ করতে হবে। এই অপারেটিং সিস্টেম এর কাজ হল বিভিন্ন ডাটার হিসাব পরিচালনা সংরক্ষণ ও নিরাপত্তা প্রদান করা। আপনার প্রয়োজনীয় তথ্য এখান থেকে পাওয়া যাবে। যেমন আপনার রাউটারে কতজন লগইন করে ইন্টারনেট ব্যবহার করছে তা জানা যাবে।

এর জন্য প্রথমে আপনাকে আপনার রাউটারে প্রবেশ করতে হবে। আপনার ওয়াইফাই রাউটার প্রবেশের জন্য দরকার হবে ইউজার নেম ও পাসওয়ার্ড। আর এই দুটি যদি ডিফল্ট হয়ে থাকে ।তাহলে ইউজার নেম ও পাসওয়ার্ড আপনি আপনার রাউটারের পেছনে দেখতে পাবেন।আর যদি কেউ উক্ত তথ্য পরিবর্তন করে থাকে তাহলে অবশ্যই পরিবর্তিত পাসওয়ার্ড ও ইউজার নেম দিতে হবে।

এরপর ইন্টার প্রেস করতে হবে ।এরপর আপনাকে রাউটারের সেটিংস এ নিয়ে যাবে। এবং সেখান থেকে অনেক অপশনের মাঝে ওয়াইফাই বিভাগে Wairlessনামে একটি অপশন পাওয়া যাবে ।সেখানে কয়টি ডিভাইস ওয়াইফাই ব্যবহার করছে তাদের আইডি বা ম্যাক এড্রেস ও আইপি অ্যাড্রেস দেখা যাবে। সেখান থেকে আপনার ওয়াইফাই এ কতজন লগইন করে তা ব্যবহার করছে আপনি তা নির্ধারণ করতে পারবেন।

কিভাবে ওয়াইফাই ব্লক করা যায়

কিছু কিছু কারণে আমরা প্রায় প্রতিনিয়ত চাই আমাদের ওয়াইফাই জেনো কিছু নির্দিষ্ট লোকই ব্যবহার করতে পারে ।এজন্যই আমরা আমাদের ওয়াইফাই তে পাসওয়ার্ড দিয়ে থাকি। যাতে আমাদের ওয়াইফাই টি একটি সীমাবদ্ধ নেটওয়ার্ক হিসাবে ব্যবহার হয়। কিন্তু অনেক সময় কিছু কিছু লোক সেসব পাসওয়ার্ড শেয়ার করে পুরো এলাকাতে ছড়িয়ে দেয় ।

যার কারণে ওয়াইফাইটি অসীমাবদ্ধ নেটওয়ার্কে পরিণত হয়। তাই এই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে ব্লক পদ্ধতি ব্যবহার করতে হয়।এইটি করার জন্য পূবের মতোই আপনাকে প্রথমে ওয়াইফাই এর ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই এর সেটিংস এ প্রবেশ করতে হবে। যাকে ব্লক করতে চান তার ডিভাইসের ম্যাক এড্রেস টা মনে রাখতে হবে ।

এখন যদি বলেন যাকে ব্লক করতে চাই তার ডিভাইসের ম্যাক এড্রেস আপনি পাচ্ছেন না।তাহলে চিন্তা করার কিছু নেই। তার জন্য় Sahainfoতো আছেই । আপনার DHCP মেনুর DHCP CLIENTS LIST তে ক্লিক করলে আপনার রাউটারের সাথে কারেন্ট আছে সেগুলোর একটি পরিপূর্ণ লিস্ট আপনি দেখতে পাবেন।

এ লিস্ট থেকে আপনি যাকে ব্লক করতে চান সেই ডিভাইসের ম্যাক এড্রেস টা জানতে পারবেন খুব সহজভাবে ।এরপর আপনি আপনার ওয়াইফাই এর ওয়ারলেস সাব মেনুতে আসবেন ।এখান থেকে Enable অপশন ক্লিক করবেন। এরপর আপনার সামনে দুটি অপশনের ইন্টারফেস আসবে। দুইটি অপশন হল
  • ব্যাক লিস্ট
  • হোয়াইট লিস্ট
ব্যাক লিস্টের মাধ্যমে ওয়াইফাই ব্লকঃ এই ব্লক পদ্ধতি খুবই কার্যকর একটি পদ্ধতি এই পদ্ধতিতে যে ডিভাইসকে আপনি আপনার ওয়াইফাই থেকে ব্লক করবেন। সেটি আপনার ডিভাইসে কানেক্ট দেখাবে কিন্তু ডিভাইসে কোন নেট পাবে না। অর্থাৎ ব্লক করা ডিভাইস এর মালিক আপনার ওয়াইফাইটি ব্যবহার করতে পারবে না। এবং পরবর্তীতে আপনি যদি ব্লককৃত ডিভাইসকে আবার পুনরায় কানেক্ট করতে চান তাহলে শুধুমাত্র ডিভাইসকে আনব্লক করতে হবে।

হোয়াইটলিস্ট এর মাধ্যমে ওয়াইফাই ব্লকঃ এই পদ্ধতিটি ওয়াইফাই চোরদের জন্য বেশি কার্যকর ।এই পদ্ধতিতে একবার ব্লক করে দিলে।, ব্লককৃত ডিভাইসের সঙ্গে আপনার ওয়াইফাই এর কোন প্রকার সংযোগ থাকে না এবং নাম্বার লিস্টে সেই ডিভাইসের নাম ও দেখা যায় না। আর এই কারণেই এই পদ্ধতির নাম রাখা হয়েছে হোয়াইট লিস্ট ব্লক পদ্ধতি।

এ দুটো ব্লক পদ্ধতির মধ্যে যেকোনো একটি সিলেক্ট করার পর ।সিলেট করা অপশন অনুযায়ী আপনার কাছে ওয়াইফাই ব্যবহারকারীর একটি লিস্ট আসবে। এরপর আপনি যার ওয়াইফাই ডিভাইস কে ব্লক করতে চাচ্ছেন। প্রথম ঘরে সেই ডিভাইসের ম্যাক এড্রেস এবং দ্বিতীয় ঘরে ডিভাইসটির কিছু বর্ণনা এবং তৃতীয় ঘরে Enable সিলেট করে Save অপশনে ক্লিক করুন। তাহলে আপনার কাজ শেষ।আপনার কাঙ্খিত ডিভাইসটি ব্লক হয়ে যাবে।

Wifi ব্লক অ্যাপ

আমাদের ওয়াইফাই এর পাসওয়ার্ড অনেক সময় পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এতে আমাদের একরকম বাধ্য হয়েই ওয়াইফাই এর পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় বা বিরক্ত কর ডিভাইসকে ব্লক করতে হয় ।অনেক সময় আমরা ম্যানুয়ালি ওয়াইফাই থেকে যে কোন ডিভাইসকে ব্লক করতে ভয় পায় বা অনেক সময় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি।অথবা কিভাবে ওয়াইফাই ব্লক করা যায় তা আমরা জানিনা।

কিন্তু এই চিন্তার অবসান ঘটে বর্তমানে কিছু কিছু wi-fi অ্যাপস নেমেছে। যে অ্যাপ গুলোর মাধ্যমে খুব সহজে ওয়াইফাই থেকে যে কোন ডিভাইসকে ব্লক করা যায়। ওয়াইফাই ব্লক করা ছাড়াও এই অ্যাপ গুলোর মাধ্যমে পুরো ওয়াইফাই প্যানেলকে কন্ট্রোল করা যায়। যেমন টিপি লিংক রাউটার ক্ষেত্রে Teacher App এবং নেটিস রাউটারের ক্ষেত্রে Netis App ইত্যাদি

ওয়াইফাই গার্ড কি

ওয়াইফাই আমরা সাধারণত সব জায়গাতেই নেটের জন্য ব্যবহার করে থাকি। তাই আমাদের কাছে ওয়াইফাই নামটি একটি পরিচিত নাম। তবে এর কিছু গোপনীয়তা রয়েছে বা গোপন তথ্য রয়েছে যেমন পাসওয়ার্ড , ইউজারনেম , লগইন এডমিন পাসওয়ার্ড , ইত্যাদি।
এসব গোপনীয় তথ্য গোপন রাখার জন্য একটি মাধ্যমের দরকার হয় বা সেটিংস এর দরকার হয় আর এই সেটিংসই হল ওয়াইফাই গার্ড। মূল কথায় যেখানে ওয়াইফাই এর সকল তথ্য সংরক্ষিত থাকে তাকে ওয়াইফাই গার্ড বলে।

আমি কিভাবে আমার Att ওয়াইফাই থেকে একটি ডিভাইস অপসারণ করব

আমরা প্রায় আমাদের ওয়াইফাই থেকে কোনো না কোনো ডিভাইস ব্লক করে থাকি।আবার সেই ডিভাইস গুলো পুনরায় আনব্লক করার প্রয়োজন হয়। কিন্তু কিভাবে আমরা ওয়াইফাই থেকে কোন ডিভাইসকে আনব্লক করবো তা খুব কম লোকেই জানেন। চিন্তা করার কিছুই নেই আমরা এই আর্টিকেলে কিভাবে ওয়াইফাই থেকে কোন ডিভাইসকে আনব্লক করতে হয় সে সম্পর্কে বিস্তারিত বলবো।

প্রথমে আপনাকে পূর্বের নেয় লগইন পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই রাউটারে প্রবেশ করতে হবে। এরপর আপনি যে ডিভাইসকে আনব্লক করতে চাচ্ছেন সেই ডিভাইসকে খুঁজে বের করুন। তারপর যে ডিভাইসটি আনব্লক করতে চাচ্ছেন সেই ডিভাইসের উপর ক্লিক করুন। এরপর আপনার সামনে দুটি ইন্টারফেস আসবে। সেখান থেকে আপনি আনব্লক এ ক্লিক করবেন এবং সেভ করবেন। তাহলে উক্ত ডিভাইসটি আপনার ওয়াইফাই এর ব্যাক লিস্ট বা ব্লক তালিকা থেকে আনব্লক হয়ে যাবে।

লেখকের মন্তব্য

যেহেতু আমরা প্রায় প্রত্যেক জায়গায় ওয়াইফাই ব্যবহার করি। এবং এটি ব্যবহার করা জন্য কেবল নির্দিষ্ট কয়েকটি ব্যক্তিকেই পারমিশন দিই। তাই ওয়াইফাই ব্যবহার যদি নির্দিষ্ট না হয়ে অনির্দিষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই এই সমস্যার সমাধানের জন্য থার্ড পার্টি ডিভাইসকে ব্লক করতে হয়।

তাই এক্ষেত্রে ব্যাক লিস্ট ওয়াইফাই ব্লক এ বেশি কার্যকর। কারণ হোয়াইট লিস্ট ওয়াইফাই ব্লক পদ্ধতিতে আবার পুনরায় বিভিন্ন কৌশলে থার্ড পার্টি ডিভাইস গুলো আনব্লক করে ফেলে কিন্তু ব্যাক লিস্ট ওয়াইফাই ব্লক পদ্ধতিতে এডমিন না চাওয়া পর্যন্ত কোন ভাবে আনব্লক করা যায় না।আমাদের আজকের আলোচনা ছিল কিভাবে ওয়াইফাই ব্লক করা যায় আশা করি আপনি ওয়াইফাই ব্লক সম্পর্কে সম্পূর্ণ তথ্যটি বুঝতে পেরেছেন এবং আপনি আপনার কাঙ্খিত তথ্য খুঁজে পেয়েছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সলভ্ এ টু জেড এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url