মুরগির প্যারালাইসিস রোগের চিকিৎসা লক্ষণ, কারণ, ঔষধ, প্রতিকার
মুরগির প্যারালাইসিস রোগের চিকিৎসা করবেন কিভাবে সে সম্পর্কে সঠিক ধারণা থাকলে ব্রয়লার, সোনালী, দেশি, ফাওমি, টাইগার, যেকোনো ধরনের মুরগিকে প্যারালাইসিস থেকে দ্রুত সুস্থ করা সম্ভব। এছাড়া মুরগির প্যারালাইসিস রোগের ঔষধ সম্পর্কে আজকের আর্টিকেলটিতে বিস্তারিত আলোচনা করেছি।
মুরগির প্যারালাইসিস কেন হয় আপনি কি জানেন? অনেক খামারি এবং বাড়িতে পোষা মুরগির প্যারালাইসিস কেন হয় সে বিষয়ে সঠিক ধারণা না থাকায় মুরগি নিয়ে অনেক ক্ষতির সম্মুখীন হন। অনেক কষ্ট করে খাওয়ার স্থাপন করার পরেও আর্থিকভাবে লাভবান হতে পারছেন না শুধুমাত্র মুরগির প্যারালাইসিস রোগের কারণে।
পোস্ট সূচিপত্রঃ মুরগির প্যারালাইসিস রোগের চিকিৎসা - মুরগির প্যারালাইসিস রোগের ঔষধ
.
ভূমিকাঃ
অনেক খামারীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য মুরগি পালন করেন। ছোট বাচ্চা পালন করার সময় অল্প কিছুদিন পরেই দেখা যাচ্ছে মুরগির প্যারালাইসিস হয়েছে। কতদিন বয়সে মুরগির প্যারালাইসিস হয়, মুরগির প্যারালাইসিস হওয়ার পূর্বে কি কি পদক্ষেপ নিলে মুরগি প্যারালাইসিস হওয়ার সমস্যা থেকে দূরে থাকবে।
প্যারালাইসিস হওয়ার পূর্বে মুরগিকে কি কি ঔষধ খাওয়াবেন। মুরগির প্যারালাইসিস রোগের চিকিৎসা করবেন কিভাবে আজকের আর্টিকেলটিতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। মুরগির প্যারালাইসিস সম্পর্কে সকল তথ্য জানতে আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
ব্রয়লার মুরগির প্যারালাইসিস কেন হয়
বয়লার মুরগির বিভিন্ন কারনে প্যারালাইসিস হয়। মুরগির প্যারালাইসিস রোগের চিকিৎসা সম্পর্কে ধারণা থাকলে মুরগির প্যারালাইসিস হওয়ার পরেও মুরগিকে সুস্থ করা সম্ভব। বয়লার মুরগির প্যারালাইসিস হয় সাধারণত তিনটি কারণে এর মধ্যে অন্যতম হলো:
ভাইরাস জনিত কারণঃ রানীক্ষেত ও মারেক'স মুরগির ভাইরাসজনিত রোগ এ রোগ হলে মুরগির পা দুই দিকে বেঁকে যায়
ব্যাকটেরিয়াজনিত কারণঃ প্যস্টুরেলা, মাইকোপ্লাজমোসিস, মুরগির ব্যাকটেরিয়া জনিত রোগ এ রোগ হলে মুরগির প্যারালাইসিস হয়। দুই পা দুই দিকে বেকে যেতে পারে অথবা এক পা বাঁকা হয়ে যেতে পারে।
খামারের খাদ্য এবং খাবার ব্যবস্থার কারণেঃ মুরগির খাবার পাত্র নিচু জায়গায় রাখলে মুরগির প্যারালাইসিস হওয়া সম্ভাবনা দেখা যায়। এছাড়া মুরগির বয়স অনুযায়ী পুষ্টিকর খাবার না দিলে মুরগির প্যারালাইসিস হয়। এছাড়া মুরগির ভিটামিনের অভাবে মুরগির প্যারালাইসিস হয়।
মুরগির প্যারালাইসিস রোগের চিকিৎসা
মুরগির প্যারালাইসিস রোগের চিকিৎসা সম্পর্কে অনেকেরই ধারণা নেই। এইজন্য খামার ব্যবস্থাপনা সঠিকভাবে রাখার পরেও মুরগির প্যারালাইসিস হয় এবং খামারি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তাই একজন সফল খামারি হওয়ার জন্য মুরগির প্যারালাইসিস রোগের চিকিৎসা সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। মুরগির প্যারালাইসিস রোগ হলে যে নিয়মগুলো অনুসরণ করবেন তা হলো
- মুরগির খাবার ও পানির পাত্র মুরগির গলা বরাবর ঝুলিয়ে রাখুন। মুরগির প্যারালাইসিস হলে থায়াভিন ১০০ গ্রাম পাউডার প্রয়োগ মাত্রা অনুযায়ী আপনার মুরগিকে খাওয়ান।
- মুরগির প্যারালাইসিস হলে ভিটামিন বি১ ও ভিটামিন বি২ ঔষধ সেবন করান।
- প্যারালাইসিস হওয়া মুরগিকে জিংক খাওয়ান এতে মুরগির দ্রুত সুস্থ হবে।
- মুরগির বাচ্চার বয়স সাত দিন হলে মুরগিকে থায়াভিন, ও জিংক খাওয়ান। এতে আপনার মুরগির প্যারালাইসিস হওয়ার আশঙ্কা থাকবে না।
আপনার যে কোন জাতের মুরগির প্যারালাইসিস হলে উপরের দেয়া পদ্ধতি গুলো অনুসরণ করলে মুরগির দ্রুত সুস্থ হবে। আশা করি মুরগির প্যারালাইসিস রোগের চিকিৎসা সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন।
মুরগির প্যারালাইসিস রোগের ঔষধ
অনেকে মুরগির প্যারালাইসিস রোগের ঔষধ সম্পর্কে জানতে চান। মুরগির প্যারালাইসিস হওয়ার পূর্বে কিছু ওষুধ খাওয়ালে মুরগিকে প্যারালাইসিস হওয়ার সমস্যা থেকে সুস্থ রাখা যায়। কিন্তু যদি মুরগির প্যারালাইসিস হয়ে যায় সেক্ষেত্রে মুরগিকে কিছু ঔষধ সেবন করাতে পারেন।
মুরগির প্যারালাইসিস রোগের ঔষধ গুলো হলঃ Calphos, oracal, phoscal, Zis- vet, Azinc vet, Zinc met, Thiavin ঔষধ গুলো মুরগির প্যারালাইসিস রোগের চিকিৎসা তে ব্যবহৃত হয়। তবে মুরগির প্যারালাইসিস রোগ হওয়ার পূর্বে আপনি এই ওষুধগুলো নিয়ম অনুযায়ী খাওয়াতে পারেন এতে আপনার মুরগির প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকবে না।
মুরগির পা প্যারালাইসিস হলে কি সেরে যায়?
মুরগির পা প্যারালাইসিস হলে সেরে যাওয়া সম্ভাবনা খুব কম। মুরগি প্যারালাইসিস হওয়ার পর আপনি দ্রুত সময় যদি বুঝতে পারেন এবং তড়িৎ চিকিৎসা করেন তাহলে সুস্থ করা সম্ভব। কিন্তু প্যারালাইসিস হয়ে অধিক সময় অতিবাহিত হলে মুরগির তা অকেজ হয়ে যায়। এবং খাবার গ্রহণ করা থেকে মুরগি বিরত থাকে ফলে মুরগির দুর্বল হয়ে যায়। এমন অবস্থায় মুরগি মারাও যায়। তাই মুরগির প্যারালাইসিস হওয়ার আগেই মুরগিকে ওষুধ সেবন করান। যদি মুরগির প্যারালাইসিস হয়ে যায় সে ক্ষেত্রে দ্রুত মুরগির প্যারালাইসিস রোগের চিকিৎসা করুন।
মুরগির কোন রোগে প্যারালাইসিস হয়?
মুরগির প্যারালাইসিস হওয়ার পিছনে কিছু কারণ ও রোগ দায়ী। খামারিদের সঠিক ব্যবস্থাপনা ও চিকিৎসার অভাবে মুরগির প্যারালাইসিস হয়। তবে কিছু সঠিক নিয়ম অবলম্বন করলে মুরগির প্যারালাইসিস হওয়ার সমস্যা থেকে মুরগিকে সুস্থ রাখা যায়। মুরগির যে রোগগুলোর কারণে প্যারালাইসিস হয় এর মধ্যে উল্লেখযোগ্য হলঃ ভাইরাসজনিত সমস্যা, ব্যাকটেরিয়ারজনিত সমস্যা,
ভিটামিনের অভাব, এবং সঠিক ব্যবস্থাপনার অভাব, মারেক'স, রানীক্ষেত, চিকেন অ্যানিমিয়া, ভাইরাস জনিত রোগ। স্ট্যাফাইলোক্কাস, প্যাসটুরেলা, মাইকোপ্লাজমোসিস, ব্যাকটেরিয়ার জনিত রোগ। এছাড়া ভিটামিন বি১, ভিটামিন বি২, ক্যালসিয়াম, জনিত সমস্যায় মুরগির প্যারালাইসিস হয়। তাই এই সমস্যাগুলো প্রতিকার করার জন্য মুরগির বাচ্চার বয়স সাত দিন হলেই মুরগিকে প্যারালাইসিস থেকে দূরে রাখার জন্য মুরগির প্যারালাইসিস রোগের চিকিৎসা করা প্রয়োজন।
মুরগি হঠাৎ হাঁটতে না পারার কারণ কি?
মুরগি হঠাৎ হাঁটতে না পারার কারণ হলো মুরগির প্যারালাইসিস হওয়া। মুরগির প্যারালাইসিস হলে মুরগি হঠাৎ হাঁটতে পারে না মুরগির দুই পা অথবা এক পা বেঁকে যায়। মুরগির ঘাড় বেঁকে যায়, মুরগির ঘাড় উল্টো করে মেঝেতে শুয়ে থাকে। মুরগির প্যারালাইসিস জনিত সমস্যা হলে এ লক্ষণ গুলো দেখা দেয়।
মুরগির প্যারালাইসিস রোগের প্রতিকার
মুরগির প্যারালাইসিস রোগের চিকিৎসার মাধ্যমে মুরগির প্যারালাইসিস রোগ প্রতিকার করা যায়। চিকিৎসা ব্যবস্থার বাইরে কিছু নিয়ম অবলম্বন করলে মুরগির প্যারালাইসিস রোগের প্রতিকার করা সম্ভব। উন্নত ব্রুডিং ব্যবস্থা নেওয়া। মুরগির খাবার পাত্র ও পানির পাত্র মাচা থেকে হালকা উপরে ঝুলিয়ে রাখা। মুরগির বয়স সাত দিন হলে মুরগিকে প্যারালাইসিস রোগের ঔষধ খাওয়ানো।
মুরগিকে নিয়মিত ভিটামিন, ক্যালসিয়াম, জিংক, খাওয়ানো। আক্রান্ত মুরগি ভালো মুরগী থেকে আলাদা করে রাখা। এবং একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মুরগির প্যারালাইসিস এর জন্য চিকিৎসা গ্রহণ করা। এই উপায় গুলো একজন খামারি অবলম্বন করলে মুরগির প্যারালাইসিস রোগের প্রতিকার করা সম্ভব।
লেখক এর মন্তব্য
সঠিক ব্যবস্থাপনার অভাবে অনেক খামারি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সঠিক ব্যবস্থাপনার অভাবে অনেক খামারি মুরগি পালনে অনিচ্ছা প্রকাশ করছেন ফলে বাজারে মুরগির দাম হুড়হুড় করে বৃদ্ধি পাচ্ছে। সঠিক নিয়ম মেনে মুরগি পালন করলে মুরগি পালন করে লাভবান হওয়া যায়। তাই মুরগি পালন করার জন্য প্রত্যেকটি খামারির মুরগির প্যারালাইসিস রোগের চিকিৎসা সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন।
মুরগির প্যারালাইসিস বিষয়ে যারা প্রশ্ন করে থাকেন আজকের আর্টিকেলটি তাদের উদ্দেশ্যে লেখা। আশা করি আর্টিকেলটি পড়ে উপকৃত হবেন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন। আমরা নিয়মিত আমাদের সাইটে এরকম আর্টিকেল আপলোড করে থাকি। এরকম গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে নিয়মিত আমাদের সাইটটি ভিজিট করুন। ধন্যবাদ।
সলভ্ এ টু জেড এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url