কোয়েল পাখি কত দিনে ডিম পাড়ে -বেশি ডিম পাড়ার উপায়?
কোয়েল পাখির নতুন খামারিরা যখন খামার করে তখন তাদের মনে কোয়েল পাখি কত দিনে ডিম পারে প্রশ্নটি বারবার উঁকি দেয়। আজকের এই আর্টিকেলে কোয়েল পাখি কত দিনে ডিম পাড়ে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি কোয়েল পাখি কত দিনে ডিম পাড়ে সে সম্পর্কে জানার কৌতুহল প্রকাশ করেন, তাহলে এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
কোয়েল পাখি কত দিনে ডিম পাড়ে, ছাড়াও কোয়েল পাখি কত দিন পর্যন্ত ডিম দেয়?,কোয়েল কি পুরুষ ছাড়া ডিম পাড়ে?কোয়েল পাখির ডিম পাড়ার লক্ষণ,কোয়েল পাখি ডিম না দেয়ার কারণ ইত্যাদি গুরুত্বপূর্ণ টপিকের প্রশ্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি এসব টপিক সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেন বা জানতে চান,তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আশা করি আপনি আপনার কাঙ্খিত তথ্য পেয়ে যাবেন।
সূচিপত্রঃকোয়েল পাখি কত দিনে ডিম পাড়ে -বেশি ডিম পাড়ার উপায়?
.
ভূমিকা
কোয়েল পাখি আমাদের দেশে খুব জনপ্রিয় এবং পরিচিত একটি পাখির নাম। অনেকেই এটি শখের বসে পালন করে থাকে। আবার কেউ অল্প সময়ে, অল্প খরচে, অধিক মুনাফার আশায় এর খামার করে থাকে। আমাদের দেশে সাধারণত জাপানি এবং দুবাই জাতের কোয়েল পাখি পালন করে থাকে। এসব কোয়েল পাখি অল্প সময়ে ডিম দিতে শুরু করে,এবং প্রচুর পরিমাণে ডিম দেয়।
আরোপড়ুনঃ গামবোরো রোগের লক্ষণ ও চিকিৎসা
সাধারণত একটি দুবাই প্রজাতির কোয়েল পাখি ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে ডিম দিয়ে থাকে। অনেকে এই কোয়েল পাখি মাংস উৎপাদন করার জন্য পালন করে থাকে, এদেরকে বাজারে ব্রয়লার কোয়েল পাখি বলা হয়। এসব কোয়েল পাখি ওজন ২৪০ থেকে ২৬০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে।
তবে জাপানি জাতের কোয়েল পাখির ওজন ১৪০ থেকে ১৬০ গ্রাম পর্যন্ত হয়। আজকের আর্টিকেলে কোয়েল পাখি কত দিনে ডিম পাড়ে -বেশি ডিম পাড়ার উপায়?, কোয়েল পাখির ডিম দেওয়ার লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক।
কোয়েল পাখি কত দিন পর্যন্ত ডিম দেয়?
সাধারণত কোয়েল পাখি কত দিনে ডিম পাড়ে এবং কত দিন পর্যন্ত ডিম দেয়, এই প্রশ্নটি আমাদের সকলের মাথায় ঘোর-পাক খায়,চলুন এ বিষয়ে জেনে নেওয়া যাক। একটা কোয়েল পাখি চার বছর পর্যন্ত ডিম দিয়ে দেয়। কোয়েল পাখি ৪৫ থেকে ৫০ দিন বয়সে ডিম প্রদান করে থাকে। অর্থাৎ ৭-৮ সপ্তাহে এরা প্রথম ডিম প্রদান করে। প্রথম অবস্থায় কোয়েল পাখি ৫০ শতাংশ ডিম দেয় এবং ১২ সপ্তাহ বয়সে কোয়েল পাখি ৮০% পর্যন্ত ডিম দেয়। তবে ১২ সপ্তাহের পর কোয়েল পাখির ডিম আস্তে আস্তে কমে যায়।
যদিও জাত ভেদে কোয়েল পাখি ডিম দেওয়ার সময় কম অথবা বেশি হতে পারে। যেমন বাংলাদেশে অতি পরিচিত এবং জনপ্রিয় জাত জাপানি, জাপানি জাতের কোয়েল পাখিরা ৩-৩.৫ বছর পর্যন্ত ডিম দেয়। আবার অন্যদিকে দুবাই জাতের কোয়েল পাখিরা আড়াই থেকে তিন বছর পর্যন্ত ডিম দেয়।
অর্থাৎ কোয়েল পাখি কতদিন পর্যন্ত ডিম দেয়,এটি নির্ভর করে কোয়েল পাখির জাত, শারীরিক বৃদ্ধির, বয়স, পরিবেশ ও খাদ্যের উপর। তবে একটি কোয়েল পাখি সর্বোচ্চ চার বছর পর্যন্ত জীবিত থাকে,অর্থাৎ চার বছর পর্যন্ত ডিম দিতে পারে।
কোয়েল কি পুরুষ ছাড়া ডিম পাড়ে?
আপনি যদি শুধুমাত্র খাওয়ার জন্য কোয়েল পাখির ডিম চান,সেক্ষেত্রে ডিম উৎপাদনের জন্য আপনার কোয়েল পাখির দলে পুরুষ কোয়েল পাখির অন্তর্ভুক্ত করার কোন প্রয়োজন নেই। কারণ একজন পুরুষ কোয়েল পাখির উপস্থিত থাকলে স্ত্রীরা নিষিক্ত ডিম পাড়বে অর্থাৎ কোয়েল পাখির ডিম গুলো খাওয়ার উপযোগী হবে।
আবার কোয়েল পাখির দলে পুরষ পাখি অন্তর্ভুক্ত না থাকলেও স্ত্রী কোয়েল পাখি গুলো ডিম পাড়বে এবং সেগুলো খাওয়ার উপযুক্ত হবে।তবে সেগুলো থেকে কোয়েল পাখির বংশ বৃদ্ধি করা সম্ভব হবে না।আপনি যদি কোয়েল পাখির বংশ বৃদ্ধির জন্য ডিম উৎপাদন করেন, তাহলে আপনার খামারে প্রতি পাঁচটি কোয়েল পাখির জন্য একটি পুরুষ কোয়েল পাখি রাখতে পারেন।
পুরুষ কোয়েল পাখিকে খুব সহজে আলাদা করা যায়।পুরুষ কোয়েল পাখির মাথা ঘাড় এবং পিঠে উজ্জ্বল পালক দিয়ে আবৃত থাকে, এবং এরা তুলনামূলক বেশি আক্রমণাত্মক হয় বা আচরণ করে। অন্যদিকে মহিলা কোয়েল পাখির আচরণ ভদ্র থাকে, এবং তাদের গায়ের রং ও সরল হয়। এর ফলে খুব সহজে পুরুষ এবং মহিলা কোয়েল পাখি সনাক্ত করা যায়।
কোয়েল পাখির ডিম পাড়ার লক্ষণ
আমরা অনেকেই শখের বসে কোয়েল পাখি পালন করে থাকি, তবে আমাদের মধ্যে অনেকের কোয়েল পাখি ডিম দিতে সময় নেই। কিন্তু আমরা যখন বাজার থেকে কোয়েল পাখি কিনে আনি তখন কোয়েল পাখি বিক্রেতারা আমাদেরকে বলে ৫ থেকে ৭ দিনের মধ্যে ডিম দিবে।তবে বাস্তবে তা হয় না।তাই আমরা প্রতারণার শিকার হই।
কোয়েল পাখির ডিম দেওয়ার বেশ কিছু লক্ষণ রয়েছে,যার মাধ্যমে আমরা খুব সহজে ডিম দেওয়ার উপযুক্ত কোয়েল পাখিকে শনাক্ত করতে পারি এবং এসব প্রতারণা হাত থেকে মুক্তি পেতে পারি। চলুন সেসব লক্ষণ সম্পর্কে আলোচনা করা যাক।আমাদের দেশে বিভিন্ন জাতের কোয়েল পাখি পালন করা হয়। তবে এদের মধ্যে খুব জনপ্রিয় কোয়েল পাখির জাত হলো জাপানিজ।
- সাধারণত জাপানি কোয়েল পাখির ওজন ১৪০ থেকে ১৫০ গ্রাম এর কাছাকাছি হলে বুঝতে হবে কোয়েল পাখি ৫-৬ দিনের মধ্যে ডিম দিবে। আর যদি এদের ওজন ১২০ থেকে ১৪০ গ্রামের মধ্যে হয় তাহলে বুঝতে হবে কোয়েল পাখি থেকে ৮-১০ দিনের মধ্যে ডিম দিবে।
- অনেক সময় কোয়েল পাখির ঠোঁট এর মাধ্যমে, ডিম দেওয়ার উপযুক্ত কোয়েল পাখিকে চেনা যায়। ডিম দেওয়ার উপযুক্ত কোয়েল পাখির নিচের ঠোঁটের অপেক্ষায় উপরের ঠোঁট সামান্য বড় হয়।
- এছাড়াও ডিম দেওয়ার উপযুক্ত কোয়েল পাখি প্রচুর ডাকাডাকি করে থাকে।
কোয়েল পাখি কত দিনে ডিম পাড়ে
আমাদের দেশে প্রচলিত অনেক জাতের কোয়েল পাখি পালন করা হয়। প্রত্যেক জাত ভিন্ন ভিন্ন বয়সে ডিম দিয়ে থাকে। কোন জাত ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে ডিম দেয়, আবার কেউ ৫০ থেকে ৫৫ দিন, এবং ৬০ থেকে ৬৫ দিন বয়সেও অনেক জাতের কোয়েল পাখি ডিম দিয়ে থাকে। তবে আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় এবং পরিচিত কোয়েল পাখির জাত হলো জাপানিজ।
আমাদের দেশে বেশিরভাগ মানুষই এ জাতের কোয়েল পাখি পালন করে থাকে। এরা সাধারণত ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে ডিম দিয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়। যেমন বয়সের তুলনায় শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়া, অর্থাৎ ৪৫ থেকে ৫০ দিন বয়সে কোয়েল পাখির ওজন যদি ১২০ গ্রাম এর নিচে হয়ে থাকে, তাহলে বুঝতে হবে উক্ত কোয়েল পাখি ডিম দেওয়ার উপযুক্ত নয়।
কোয়েল পাখি ডিম না দেয়ার কারণ
কোয়েল পাখি আমাদের দেশে ব্যাপক খ্যাতি ও জনপ্রিয়তা লাভ করেছে। আমাদের দেশের অনেক যুবকরা কোয়েল পাখির খামার করার, আবার কেউ বাসা বাড়িতে পালনের জন্য উদ্যোগী হয়ে উঠছেন। এর প্রধান কারণ হলোঃ আমাদের দেশে কোয়েল পাখির ডিমের ব্যাপক চাহিদা রয়েছে এবং কোয়েল পাখি পালন করে অল্প খরচে ও অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায়।
তবে নতুনরা কোয়েল পাখির পালনে একটি মারাত্মক সমস্যায় পড়ে থাকেন। অনেকেরই কোয়েল পাখি সঠিক সময়ে ডিম দেয় না,ফলে অনেক কোয়েল পাখির খামারিরায় হতাশ হয়ে পড়েন। আজকের এই আর্টিকেলে কোয়েল পাখির ডিম না দেওয়ার কারণ সম্পর্কে আলোচনা করা হলোঃ
- অসময়ে কোয়েল পাখি ক্রয়ঃ সাধারণত কোয়েল পাখি একটি শীত প্রিয় পাখি। এদের শীতকালে দৈহিক বৃদ্ধি ও ডিম দেওয়ার প্রবণতা বৃদ্ধি পায়, তবে এরা গরম কালে প্রতিকূল পরিবেশে খাপ খাওয়ানোর সংগ্রামের করার ফলে এদের মধ্যে ডিম দেওয়ার প্রবণতা লোপ পায়। তাই গ্রীষ্মকালে কোয়েল পাখি ডিম দিতে দেরি করে।
- দৈহিক ওজনঃ কোয়েল পাখি সাধারণত ১৪০ থেকে ১৫০ গ্রাম ওজনের ডিম দিয়ে থাকে। যদি এর ওজন ১২০ গ্রাম এর কম হয়, তাহলে কোয়েল পাখি ডিম দিতে দেরি করে।
- হরমোন জনিত সমস্যাঃ কোয়েল পাখি ভিটামিন জাতীয় সমস্যায় ভুগলে, কোয়েল পাখির হরমোন অভাব দেখা দেয়, ফলে ডিম দেওয়ার উদ্দীপনা হারিয়ে ফেলে এবং ডিম দিতে ৭০ থেকে ৯০ দিন পর্যন্ত দেরি করতে পারে।
- কোয়েল পাখি বিক্রেতা অনেক সময় আমাদের কাছে ২০ থেকে ২৫ দিনের বাচ্চা কোয়েল পাখি, ৪০ থেকে ৪৫ দিনের কোয়েল পাখি বলে বিক্রি করে দেয়। এক্ষেত্রে এসব কোয়েল পাখির ওজন ১৪০ থেকে ১৫০ গ্রাম হলেও, ডিম দেওয়ার উপযুক্ত বয়স না হওয়ার কারণে কোয়েল পাখি গুলো ডিম দেয় না।
কোয়েল পাখি বেশি ডিম পাড়ার উপায়?
অনেক সময় দেখা যায়, আমাদের পালত কোয়েল পাখি ডিম দিতে দিতে হঠাৎ করে বাদ দিয়ে দেয়। এবং পরবর্তীতে দীর্ঘ সময় পর্যন্ত আর ডিম দেয় না। এই সমস্যায় প্রায় কোয়েল পাখির খামারিরা পড়ে থাকে। বেশ কিছু কারণে কোয়েল পাখি ডিম দেওয়া বাদ দিতে পারে। যেমনঃ
- প্রতিকূল পরিবেশ
- সুষম খাদ্যের অভাব
- শরীরের ভিটামিনের অভাব
- হরমোনের অভাব
এছাড়াও আরও বেশ কিছু কারণে এই সমস্যা হতে পারে।
- এই সমস্যা থেকে মুক্তির জন্য এবং কোয়েল পাখির ডিম উৎপাদন বৃদ্ধির জন্য নিয়মিত কোয়েল পাখিকে সুষম খাদ্য প্রদান করুন।
- প্রয়োজনে হরমোন উৎপাদনকারী ঔষধ যেমন জিংক ভিট খাওয়াতে হবে।
- ঠান্ডা ও আরামদায়ক পরিবেশে কোয়েল পাখিকে রাখতে হবে।
- কোয়েল পাখির দেহে ভিটামিনের অভাব থাকলে, ভিটামিন জাতীয় ঔষধ প্রয়োগ করতে হবে। বিশেষ করে এক্ষেত্রে ভিটামিন বি টু(B2) সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করে।
কোয়েল পাখি কত দিনে ডিম পাড়ে সম্পর্কে লেখকের মন্তব্য
আমরা যে কোয়েল পাখি পালন করে থাকি, তা অরিজিনাল বা সরাসরি বন্য কোয়েল পাখি নয়। এগুলো বন্য কোয়েল পাখির ডি এন এ জেনারেট করে, প্রজননের মাধ্যমে সৃষ্টি লেয়ার কোয়েল পাখি।এইসব কোয়েল পাখি কে বিভিন্ন জাতে ভাগ করা হয়।
এদের মধ্যে কোন জাতের কোয়েল পাখি ডিম দেওয়ার জন্য পারদর্শী আবার কোন জাতের কোয়েল পাখি মাংস উৎপাদনের জন্য পারদর্শী। সাধারণত ডিম উৎপাদনের জন্য দুই প্রজাতির কোয়েল পাখি আমাদের দেশে খুব জনপ্রিয়। এগুলো হলোঃ
- জাপানি
- দুবাই
এসব কোয়েল পাখি প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে, এরা বাচ্চা ফোটার দিন থেকে থেকে প্রায় ৪৫ থেকে ৫০ দিন বয়সে ডিম দিয়ে থাকে। তবে শারীরিক দুর্বলতা ও প্রতিকূল পরিবেশে এরা ৫৫ থেকে ৬০ দিন পর্যন্ত সময় নিতে পারে। আর মাংস উৎপাদনকারী কোয়েল পাখি বা ব্রয়লার কোয়েল পাখি ৬০ থেকে ৭০ দিন পর ডিম দিতে শুরু করে।
আজকের আর্টিকেলে মূলত কোয়েল পাখি কত দিনে ডিম পাড়ে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ে থাকেন, তাহলে আশা করি কোয়েল পাখি কত দিনে ডিম পাড়ে সে বিষয়ে সুস্পষ্ট ধারণা লাভ করেছেন ।এরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে আমার ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করতে পারেন।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মনে কোন প্রশ্ন থাকলে তা কমেন্ট সেকশনে জানিয়ে রাখুন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
সলভ্ এ টু জেড এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url