২০২৪ সালে ব্যাংক একাউন্ট খুলতে কি কি প্রয়োজন

আপনার উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট নেই? কিন্তু আপনার প্রতিনিয়ত ব্যাংক একাউন্টে প্রয়োজনীয়তা রয়েছে।কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়ম না জানার কারণে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে দ্বিধা বোধ করছেন, আপনি যদি এরকম পরিস্থিতির শিকার হন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য।
আজকের এ আর্টিকেলে ব্যাংক একাউন্ট খুলতে কি কি প্রয়োজন হয়, কিভাবে ব্যাংক একাউন্ট খুলতে হয় এছাড়াও ব্যাংক একাউন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য আলোচনা করা হয়েছে। এখনকার সময়ে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকাটা একরকম অপরিহার্য বিষয় হয়ে উঠেছে।

প্রতিদিন বিভিন্ন কাজকর্ম ও টাকা লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পূর্ণ করতে হয়,পাশাপাশি টাকার নিরাপত্তার জন্য আমরা সকলে ব্যাংকের উপর নির্ভরশীল। অর্থাৎ আপনার টাকার নিরাপদ স্থল হল আপনার ব্যাংক অ্যাকাউন্ট।

তাই বর্তমান সময়ে আপনার যদি ব্যাংক একাউন্ট না থাকে, তাহলে আপনি অন্যান্য ব্যক্তিদের থেকে অনেক পিছিয়ে থাকবেন। তাই আপনার ব্যাংক একাউন্ট না থাকলে যত দ্রুত সম্ভব একটি অ্যাকাউন্ট খুলে নেওয়া একান্ত জরুরি।
সূচিপত্রঃ ব্যাংক একাউন্ট খুলতে কি কি প্রয়োজন

.

ভূমিকা

অনেকেই মনে করেন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা একটি বিরক্তিকর ও সময় সাপেক্ষ ব্যাপার। অনেকেই শুধুমাত্র এই ঝামেলার কারণে ব্যাংক একাউন্ট খুলতে আগ্রহ প্রকাশ করেন না। তবে বাস্তবে ব্যাংক অ্যাকাউন্ট খোলা মোটেও ঝামেলা বা বিরক্ত কর ও সময় সাপেক্ষ ব্যাপার নয়।

অনেকের এই বিষয়ে সঠিক ধারণা না থাকার কারণে ভুল সিদ্ধান্ত ও ভুল ধারণায় ভুগছেন। প্রকৃতপক্ষে বর্তমান সময়ে ব্যাংক একাউন্ট খোলা অত্যন্ত সহজ। আগেকার দিনে ব্যাংকে গিয়ে ব্যাংক একাউন্ট খুলতে হতো তবে বর্তমান সময়ে অনলাইনে খুব সহজে ব্যাংক একাউন্ট খোলা যায় আবার অনেকে বিভিন্ন অ্যাপস দ্বারা ব্যাংক একাউন্ট খুলে থাকেন।
কিভাবে ব্যাংক একাউন্ট খুলতে হয় এবং ব্যাংক একাউন্ট খুলতে কি কি প্রয়োজন এ বিষয় সম্পর্কে আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। চলুন আর দেরি না করে এ বিষয়ে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।

ব্যাংক একাউন্ট খোলার জন্য যেসব কাগজপত্র প্রয়োজন

এক এক ধরনের ব্যাংক একাউন্ট খুলতে ভিন্ন ভিন্ন কাগজপত্র ও তথ্যের প্রয়োজন হয়ে থাকে।তবে সাধারণত প্রায় সব ধরনের ব্যাংক একাউন্ট খোলার জন্য বেশ কিছু কাগজপত্রের দরকার পড়ে থাকে।ব্যাংক একাউন্ট খুলতে কি কি প্রয়োজন তাহলে চলুন সেইসব তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক। একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যা যা প্রয়োজন তা নিম্নে দেওয়া হবে।

নাম্বার

ব্যাংক একাউন্ট খোলার জন্য যেসব তথ্যের প্রয়োজন

                                    


                                      ব্যাখ্যা

পূরণকৃত  ফর্ম



প্রথমে আপনার পছন্দের ব্যাংকের শাখা থেকে একাউন্ট খোলার জন্য সব তথ্য সংগ্রহ করুন। যদি একাধিক ব্যক্তিবর্গ নামে হিসাব হয়। তবে ফর্মে ব্যক্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপি করে নিন।

স্পেসিমেন সিগনেচার কার্ড

প্রায় প্রতিটি ব্যাংক  গ্রাহকদের অ্যাকাউন্ট খোলার ফরম এর সাথে সিগনেচার কার্ড দিয়ে দেয়। এই কার্ডে ব্যাংক অফিসারের সামনে অ্যাকাউন্ট হোল্ডার কে  স্বাক্ষর   করতে হবে।

পরিচয় দানকারী

সাধারণত উক্ত ব্যাংকের কোন গ্রাহক পরিচয় দানকারী হবেন। কারেন্ট একাউন্ট খুলতে হলে কেবলমাত্র অন্য কোন কারেন্ট একাউন্ট হোল্ডার বা গ্রাহক পরিচয়দানকারী হবেন।  পরিচয়দানকারী অ্যাকাউন্ট হোল্ডার নির্ধারিত স্থানে নমুনা স্বাক্ষর, নাম ,ঠিকানা, অ্যাকাউন্ট নাম্বার  ইত্যাদি  যাবতীয় তথ্যাবলী লিখবেন। পরিচয়দানকারী অ্যাকাউন্ট খোলার দিন উপস্থিত না হলেও চলবে। কারণ  বর্তমান সময়ে অধিকাংশ ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পরিচয় দানকারীর প্রয়োজন হয় না।

ফটো

অ্যাকাউন্ট হোল্ডার বা অ্যাকাউন্ট পরিচালনা কারি, প্রত্যেক ব্যক্তির দুই- তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগবে,অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি হতে হবে। ব্যাংকের নমিনির এক কপি ছবি লাগবে যা ব্যাংকের হিসাব পরিচালনা কারি কর্তৃক সত্যায়িত  যাচাই করা হবে।

নমিনি 

আপনার যদি ব্যক্তিগত অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সর্বনিম্ন একজন নমিনির পরিচয় প্রদান করতে হবে,কোন প্রকার প্রাতিষ্ঠানিক একাউন্টের নমিনি দেওয়া যাবে না। নমিনিতে কোন প্রকার স্বাক্ষরের দরকার নেই, তবে অবশ্যই নমিনির নাম ঠিকানা ছবি দিতে হবে। অর্থাৎ নমিনির যে কোন একটি পরিচয় পত্র দিলে সবচাইতে ভালো হয়।

টাকা

ব্যাংক একাউন্ট খোলার সময় নির্ধারিত স্লিপ পূরণ করে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে। সাধারণত চলতি ও সঞ্চয়ী হিসাবের জন্য ব্যাংক ভেদে ১০০০ থেকে ২০০০ টাকা জমা  হিসাবে নেওয়া হয়ে থাকে, এবং ডিপিএস এর জন্য এক কিস্তির সমপরিমাণ ও এফ ডি আর এর জন্য এফডিআর সমপরিমাণ টাকা লাগবে।

অন্যান্য কাগজপত্র 

ব্যাংক একাউন্ট পরিচালনাকারী প্রত্যেক ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে । তবে এক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র ও কমিশনার/ এমপি/ মেয়র/ চেয়ারম্যান কর্তৃক  প্রদত্ত নাগরিক সার্টিফিকেট সর্বাধিক গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হবে। তবে আপনার যদি জাতীয় পরিচয় পত্র আপনার কাছে অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সনদপত্র, চাকরির পরিচয় পত্র, স্টুডেন্ট আইডি কার্ড ইত্যাদি উপস্থাপন করতে হবে।

এতক্ষণ আপনার সাথে আলোচনা করলাম, ব্যক্তিগত ব্যাংক একাউন্ট খুলতে কি কি প্রয়োজন প্রয়োজন সেগুলো সম্পর্কে। এখন আমরা আলোচনা করব প্রতিষ্ঠানের নামে ব্যাংক একাউন্ট খুললে অতিরিক্ত যেসব তথ্য ও কাগজপত্র লাগবে সেই সব বিষয়ে। চলুন প্রতিষ্ঠানের নামে ব্যাংক একাউন্ট খুলতে কি কি প্রয়োজন তা জেনে নেওয়া যাক।


প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অতিরিক্ত তথ্য ও কাগজপত্রের প্রয়োজন পড়বে।এক্ষেত্রেব্যাংক একাউন্ট খোলার নিয়ম সাধারণত ব্যক্তিগত একাউন্ট খোলার চেয়ে একটু ভিন্ন হয়ে থাকে। এর প্রধান কারণ হলোঃ একটি প্রতিষ্ঠানে প্রচুর টাকার লেনদেন হয়ে থাকে তাই প্রতিষ্ঠান অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ অতিরিক্ত কিছু তথ্য নিয়ে থাকে যা আলোচনা করা হলোঃ
  1. প্রত্যেক ব্যাংক একাউন্ট পরিচালনাকারীর নাম- পদবী সহ ব্যাংক কর্তৃক সিল।ট্রেড লাইসেন্স।
  1. অ্যাকাউন্ট হোল্ডার প্রতিষ্ঠানের তালিকাধীন ব্যাংক যার মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ব্যাপারে সিদ্ধান্ত ও একাউন্ট কে পরিচালনা করা হবে।
  1. এবং তার ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত রেজুলেশন পরিষদ/ গভর্নিং বডির সদস্যদের স্বাক্ষর বা সেল লাগবে।
  1. প্রতিষ্ঠানের একাউন্ট খোলার জন্য উপরোক্ত কাগজপত্র ছাড়াও মাঝে মাঝে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন কাগজপত্র ও তথ্যাবলী প্রয়োজন পড়ে থাকে এদের মধ্যে রয়েছে
  • সমিতির গঠনতন্ত্র
  • এনজিও ব্যুরো
  • প্রাইভেট লিমিটেড কোম্পানি
  • সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস ইত্যাদি।

ব্যাংক একাউন্ট খুলতে যেসব তথ্য একান্ত দরকার

  • ব্যাংক একাউন্টের সাথে সংযুক্ত সকল কাগজের আসল কপি সাথে রাখতে হবে।
  • ব্যাংক অ্যাকাউন্ট খোলার দিন ও প্রথমবার চেক বই ব্যাংক থেকে উঠানোর দিন অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার কে ব্যাংকে উপস্থিত হতে হবে।
  • ব্যাংকের চেক বই তোলার জন্য নির্ধারিত সময়ে ফরমের মাধ্যমে আবেদন করতে হবে।
  • অবশ্যই জমা স্লিপ ও হিসাব নাম্বার সংরক্ষণ করে রাখতে হবে।
  • ব্যাংকের ডাটাবেজে আপনার সম্পর্কে যাবতীয় সব তথ্য সঠিকভাবে তুলে ধরা হয়েছে কিনা তা অবশ্যই চেক করতে হবে।
  • আপনি যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যাংকের কর্তৃপক্ষ কর্তৃক নিতে চান, তাহলে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নেওয়ার জন্য আলাদা ভাবে আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক আবেদন করতে হবে।

ব্যাংক একাউন্ট খুলতে কি কি প্রয়োজন সম্পর্কে লেখকের মন্তব্য

এখনকার দিনে ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে অর্থনৈতিক কর্মকাণ্ডে পরনির্ভরশীল হয়ে থাকতে হয়। এতে যেমন একটি বিরক্তিকর পরিবেশ সৃষ্টি হয় ঠিক তেমনি সৃষ্টি হয় আর্থিক নিরাপত্তা নিয়ে এক বিশাল ঝুকির। কি দরকার এত ঝুঁকি নেওয়ার, তারচেয়ে খুব সহজে খুলে ফেলুন না একটি ব্যাংক অ্যাকাউন্ট।

যদিও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সামান্য সময় এবং একটু আরেকটু বিরক্ত লাগবে তবে ব্যাংক অ্যাকাউন্ট খুললে আপনি যেই সুবিধা পাবেন, তা মোটেও সামান্য নয়। আজকের আর্টিকেল এর মূল আলোচনার বিষয় হলো ব্যাংক একাউন্ট খুলতে কি কি প্রয়োজন।

আশা করি আজকের এই পোস্টটি থেকে আপনি ব্যাংক একাউন্ট সম্পর্কে সকল সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন। এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক তথ্য পেতে, আমার ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সলভ্ এ টু জেড এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url