স্কিটো সিমের সকল কোড ২০২৪-নাম্বার কিভাবে দেখতে হয়

আপনি কি স্কিটো সিম ব্যবহার করেন? কিন্তু আপনি স্কিটো সিমের ব্যালেন্স কিভাবে চেক করতে হয়, নাম্বার কিভাবে দেখতে হয়, ইন্টারনেট মিনিট প্যাক কিভাবে কিনতে হয় এসব বিষয় অর্থাৎ স্কিটো সিমের সকল কোড সম্পর্কে আপনার কোন ধারণা নেই,তাহলে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
আজকের এই আর্টিকেল এর মূল আলোচনার বিষয় হলো স্কিটো সিমের সকল কোড ২০২৪।আজকের আর্টিকেলে স্কিটো সিমের সকল কোড ২০২৪ ছাড়াও স্কিটো সিম সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি স্কিটো সিমের সকল কোড সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে স্কিটো সিমের সকল কোড ২০২৪ আর্টিকেলটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।”আশা করি” আর্টিকেলটি আপনার উপকারে আসবে।
সূচিপত্রঃ স্কিটো সিমের সকল কোড ২০২৪
.

ভূমিকা

বলা বাহুল্য, কয়েক বছর আগেও মানুষ তার প্রিয়জনের সাথে কথা বলার মাধ্যম ছিল অত্যন্ত সীমিত। তার কিছু বছর পূর্বে মানুষ তার আস্থাভাজন বা প্রিয়জনের সাথে কথা বলার জন্য চিঠি ব্যবহার করত। তবে বর্তমান সময়ের আধুনিকতা ও উন্নতির ছোঁয়া যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিবর্তন এনেছে।

এখন আমরা ঘরে বসেই পৃথিবীর যেকোন প্রান্তে অবস্থিত মানুষের সাথে কথা বলতে পারছি, কোন ধরনের সমস্যা বা ঝামেলা ছাড়াই। আর এটা সম্ভব হয়েছে যোগাযোগ বা টেলিকমিউনিকেশন এর উন্নতির জন্য। যোগাযোগ মাধ্যমের উন্নতি আমাদের জীবনে এক বিরাট পরিবর্তন নিয়ে এসেছে।
বর্তমান সময়ে যোগাযোগ ব্যবস্থার দুর্দশিতার কারণে এখন আমরা অনেক দূরবর্তী আত্মীয়দের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারি। বর্তমানে প্রায় প্রতিটি সিম কোম্পানি তাদের যোগাযোগের কল রেট বৃদ্ধি করেছে, এর ফলে পূর্বে তুলনায় এখন যোগাযোগের খরচ বৃদ্ধি পেয়েছে। যার কারণে গ্রাহকরা বিভিন্ন ইন্টারনেট অফার ,মিনিট অফার ইত্যাদি নিতে চাইছে, কিন্তু সমস্যা হলো অনেকেই স্কিটো সিমের ব্যালেন্স বা মিনিট চেক করার কোড জানেন না।

যার কারণে তারা মিনিট অফার বা ইন্টারনেট অফার নিতে পারেন না।আপনি যদি একই পরিস্থিতি শিকার হয়ে থাকেন, তাহলে আজকের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আজকের আর্টিকেলে স্কিটো সিমের সকল কোড ২০২৪ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

স্কিটো সিমের সকল কোড ২০২৪ সম্পর্কে বিস্তারিত

স্কিটো সিম এর উদ্বোধনের পর থেকে গ্রাহকদের জন্য বিভিন্ন ধামাকা অফার, ইন্টারনেট প্যাক, মিনিট প্যাক ইত্যাদি আরো হরেক রকমের অফার নিয়ে হাজির হয়েছে। স্কিটো সিমের সব অফার নেওয়ার জন্য রয়েছে নির্দিষ্ট একটি অফার কোড কিন্তু শতকরা ৬০% স্কিটো সিম ব্যবহারকারীরাই সেটা জানেন না।

যার কারণে তারা স্কিটো সিম এর বেশ কিছু সুবিধা থেকে বঞ্চিত হন। তাই স্কিটো সিম এর গ্রাহকরা যাতে এসব সুবিধা থেকে বঞ্চিত না হন সেজন্য আজকে এই আর্টিকেলে স্কিটো সিম এর যাবতীয় বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আজকের আর্টিকেলে স্কিটো সিমের অফার কোড নিয়ে আলোচনার পাশাপাশি স্কিটো সিমের ব্যালেন্স চেক কোড, নাম্বার চেক কোড সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে চলুন আর দেরি না করে সে বিষয়ে আলোচনা করা যাকঃ
আপনি যদি স্কিটো সিমের গ্রাহক হয়ে থাকেন এবং আপনি যদি আপনার স্কিটো সিমের ইন্টারনেট অথবা মিনিট অফার সম্পর্কে জানতে চান, অর্থাৎ আপনি যদি স্কিটো সিমের যাবতীয় সুযোগ-সুবিধা পেতে চান তাহলে ডায়াল করুন *121#।এখান থেকে আপনি স্কিটো সিমের যাবতীয় সুযোগ-সুবিধা, ও স্কিটো সিম সম্পর্কিত সকল কোড পেয়ে যাবেন।

স্কিটো সিমের সকল অফার

নাম্বার

মেয়াদ 

    টাকা

মিনিট অফার

 এমবি  অফার

০১

০৩ দিন

৫৩  

০০.০০ মিনিট

০২ জিবি

০২

০৩ দিন

৬৬

০০.০০ মিনিট

০৪ জিবি

০৩

০৭ দিন

৯৮

০০.০০ মিনিট

০৬ জিবি

০৪

০৭ দিন

১১৯

০০.০০ মিনিট

০৯ জিবি

০৫

১৫ দিন

১৪৭

০০.০০ মিনিট

৮ জিবি

০৬

১৫ দিন

১৯৮

০০.০০ মিনিট

১২.৫ জিবি

০৭

১৫ দিন

২৪৪

০০.০০ মিনিট

২২ জিবি

০৮

৩০ দিন

২৪৯

০০.০০ মিনিট

১০ জিবি

০৯

৩০ দিন

৩৯৯

০০.০০ মিনিট

৩৫ জিবি

১০

৩০ দিন

৪৯৮

০০.০০ মিনিট

৬০ জিবি

১১

৩০ দিন

৬৯৮

০০.০০ মিনিট

৮০ জিবি

অনেকের কাছেই বিভিন্ন কোড মুখস্ত করা একটি ঝামেলার বিষয় হয়ে পড়ে, আপনি যদি এটিকে একটি ঝামেলা মনে করেন, তাহলে আপনার ফোন থেকে*121# ডায়াল করুন।এই কোডটি ডায়াল করার পরে আপনার সামনে Check Balance নামে একটি অপশন শো করবে।আপনি সেখান থেকে চাইলে যে কোন অপশনে গিয়ে আপনার সিমের সমস্ত অফার এবং আপনার সিমের ব্যালেন্স সম্পর্কে জানতে পারবেন খুব সহজে।

এছাড়াও স্কিটো সিমে অন্যান্য সিমের মতো বিভিন্ন ধরনের কোড বিদ্যমান নেই । যার ফলে আপনি খুব সহজে একটি মাত্র কোড ব্যবহার করে বিভিন্ন অফার সম্পর্কে জানতে পারবেন এবং সেখান থেকে আপনার কাঙ্খিত অফারটি নিতে পারবেন।স্কিটো সিমে একটি মাত্র কোড ব্যবহার করে যেগুলো সুযোগ-সুবিধা পাওয়া যাবে তা নিম্নে পয়েন্ট আকারে দেওয়া হলোঃ
  • মিনিট অফার
  • এমবি অফার
  • এসএমএস
  • ব্যালেন্স
এতক্ষণ আপনাদের সাথে আলোচনা করলাম ইউ এস এস ডি কোড ব্যবহার করে কিভাবে স্কিটো সিমের যাবতীয় সুযোগ-সুবিধা সম্পর্কে জানা যায়। আপনার কাছে যদি ইউ এস এস ডি কোড ডায়াল করে স্কিটো সিমের বিভিন্ন অফার সম্পর্কে জানতে ঝামেলা মনে হয়, তাহলে আপনি App ব্যবহার করে স্কিটো সিমের যাবতীয় অফার সম্পর্কে জানতে পারবেন। এবং আপনার পছন্দের অফারটি উপভোগ করতে পারবেন।

স্কিটো সিমের সকল কোড ২০২৪ সম্পর্কে লেখকের মন্তব্য

প্রতিনিয়ত নতুন নতুন সুযোগ সুবিধা ও ধামাকা অফারের কারণে স্কিটো সিমের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে,ফলে এর ব্যবহারকারীরাও বেড়ে চলেছে। তাই স্বাভাবিকভাবেই স্কিটো সিম সম্পর্কে গ্রাহকদের বিভিন্ন প্রশ্ন রয়েছে। আর এসব প্রশ্নকে মূল বিষয়বস্তু হিসেবে আজকের এই আর্টিকেলটি আলোচনা করা হয়েছে।

আশা করি, স্কিটো সিমের সকল কোড ২০২৪,আর্টিকেলটি থেকে আপনি উপকৃত হয়েছেন। স্কিটো সিমের সকল কোড ২০২৪ আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম প্রতিনিয়ত আপডেট তথ্য পেতে সলভ এ টু জেড ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন ।এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সলভ্ এ টু জেড এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url