সবচেয়ে ভালো রড কোনটি?-রডের দাম ২০২৪
আপনি কি বাসা বাড়ি নির্মাণের জন্য রড কিনতে চান? কিন্তু সবচেয়ে ভালো রড কোনটি?-রডের দাম ২০২৪ সম্পর্কে আপনি সঠিক তথ্য জানেন না এছাড়াও আপনার বাজেটের মধ্যে কোন রোড ভালো হবে সে সম্পর্কে আপনার কোন ধারণা নেই? তাহলে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
আজকের আর্টিকেলে সবচেয়ে ভালো রড কোনটি?-রডের দাম ২০২৪ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।পাশাপাশি আলোচনা করা হয়েছে অল্প বাজেটে সবচেয়ে সেরা রড সম্পর্কে এছাড়াও আজকের আর্টিকেল এ রড বিষয়ক আরো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।
আপনি যদি আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে থাকেন, তাহলে আশা করি আজকের আর্টিকেলটি আপনার উপকারে আসবে।
সূচিপত্রঃ সবচেয়ে ভালো রড কোনটি?-রডের দাম ২০২৪
.
ভূমিকা
বাংলাদেশে প্রতিনিয়ত প্রত্যেকটি পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে,এক্ষেত্রে রড এর ব্যতিক্রম নয়। যেহেতু প্রতিদিন নির্মাণ শিল্পের কাজ বৃদ্ধি পাচ্ছে,তাই রডের ব্যবহার ও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকের আর্টিকেল এর মূল আলোচনার বিষয় হলো সবচেয়ে ভালো রড কোনটি?-রডের দাম ২০২৪ ।বর্তমানে সবাই ছোট থেকে বড় নির্মাণ কাজ করছে,আর এইসব নির্মাণ কাজে রড একটি গুরুত্বপূর্ণ পণ্য।
আপনি ছোট দালান অথবা বড় বিল্ডিং যেটাই তৈরি করেন না কেন, রডের ব্যবহার প্রত্যেকটা নির্মাণ শিল্পে রয়েছে। তাই নির্মাণ কাজ করার জন্য উন্নত মানের রড ব্যবহার করা একান্ত দরকার। কারণ নির্মাণ কাজে রডের ব্যবহার নির্মাণ কাজকে আর শক্ত ও মজবুত করে।
বাংলাদেশে বর্তমানে যে সকল রড কোম্পানি রয়েছে, কমবেশি প্রত্যেকটি কোম্পানি তাদের রডের মূল্য বৃদ্ধি করেছে, আর এর প্রধান কারণ হলো রড তৈরি করার জন্য যে সকল কাঁচামালের প্রয়োজন হয়ে থাকে সে সকল কাঁচামাল যোগানে তুলনামূলক মূল্য বৃদ্ধি। কাঁচামালের মূল্য বৃদ্ধি পাওয়ায় এসব রডের কোম্পানি তাদের রডের দাম বৃদ্ধি করেছে।
সবচেয়ে ভালো রড কোনটি?
এছাড়াও আমাদের দেশে বিভিন্ন কোম্পানির রড পাওয়া যায় আর এসব কোম্পানির রডের আলাদা আলাদা গুণগতমান রয়েছে, যার কারণে এসব কোম্পানির রডের দাম তাদের রডের গুনগতমান এর ওপর নির্ভর করে কম অথবা বেশি হয়ে থাকে।আপনি যদি নির্মাণাধীন কাজের জন্য রড কিনতে চান, তাহলে আজকের আর্টিকেলটি পড়ুন, আজকের আর্টিকেলে রডের দাম ২০২৪ সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।
এছাড়াও কোন কোম্পানির রড সবচেয়ে ভালো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি রড কিনতে চান,তাহলে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আশা করি, আজকের আর্টিকেলটি আপনার উপকারে আসবে।
২০২৪ সালে রডের দাম কত
বাংলাদেশে বেশ কয়েকটি রডের কোম্পানি রয়েছে তবে এগুলোর মধ্যে জনপ্রিয় বেশ কিছু কোম্পানি রয়েছে,যারা আমাদের দেশে মানুষের আস্থাভাজন হয়ে ব্যবসা করে যাচ্ছে বছরের পর বছর। তাহলে চলুন দেখে নেওয়া যাক বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় রড কোম্পানি কোনগুলো। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ও ভালো মানের রড গুলো হলোঃ
- BSRM
- KSRM
- JSRM
- CSRM
- RANI
- KSML
সহ আরো বেশ কয়েকটি কোম্পানি আমাদের দেশে বিপুল পরিমাণ ব্যবসা করে যাচ্ছে। আপনি বর্তমানে বাংলাদেশে যেই কোম্পানির রড কিনুন না কেন, আপনাকে পূর্বের তুলনায় প্রায় দেড় গুণ টাকা দিয়ে রড কিনতে হবে। আর কথা যদি হয় নির্মাণ কাজের তাহলে সে ক্ষেত্রে সর্বোচ্চ মানের রড ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।উন্নত মানের রড ব্যবহারের ফলে আপনার বাসা বাড়ি বা দালান কোঠা এর স্থায়িত্ব বৃদ্ধি পাবে।
যদিও ভালো মানের রডের দাম অন্যান্য রডের তুলনায় কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেশি, তবে এটি আপনার বাসার দিক থেকে আপনাকে যে পরিমাণ নিরাপত্তা প্রদান করবে তা অল্প মানের রড ব্যবহারে সম্ভব নয়।
রডের দাম ২০২৪
কয়েক মাস পূর্বে যারা রড ক্রয় করেছে, তারা প্রতি কেজি রোডে আনুমানিক টাকা ২০ কম দিয়ে ক্রয় করেছে। কয়েক মাস পূর্বে বাংলাদেশে রডের কোম্পানিগুলো রড বিক্রি করতো ৮০ থেকে ৯০ টাকার আশেপাশে। তবে বর্তমানে রডের কাঁচামাল যোগান মূল্য বৃদ্ধি পাওয়ায়, প্রতি কেজি রোডের মূল্য ২০ টাকা বৃদ্ধি হয়ে বর্তমানে 95 থেকে ১১০ টাকা পর্যন্ত রড বিক্রয় করছে আমাদের দেশের রড কোম্পানি গুলো।
যা গ্রাহকদের কাছে অত্যান্ত কষ্টসাধ্য ব্যাপার। অর্থাৎ আগে যেখানে বাসা বাড়ি করতে ৮০,০০০ টাকার রড লাগতো, বর্তমানে তা এক লক্ষ থেকে এক লক্ষ দশ বিশ হাজার টাকায় পরিণত হয়েছে। অর্থাৎ বর্তমানে গ্রাহকদের প্রায় ২৫% পার্সেন্ট টাকা বেশি দিয়ে রড কিনতে হচ্ছে।
এক টন রডের মূল্য কত?
প্রত্যেক কোম্পানির রডের গুনগত মান এক নয়, আর যেহেতু রডের গুনগত মানের উপর নির্ভর করে রডের দাম, তাই প্রত্যেকটি কোম্পানির রডের মূল্য আলাদা আলাদা হয়ে থাকে। রডের গুনগত মান যত ভালো সেই কোম্পানির রডের দাম তুলনামূলক তত বেশি। বর্তমানে রডের দাম পূর্বের তুলনায় প্রায় ১০ থেকে ২০ টাকা কেজিপ্রতি বৃদ্ধি হয়েছে।
২০২৪ সালে রডের দাম ৯৫ থেকে ১০৫ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। রডের দাম যতই বৃদ্ধ হোক না কেন, দালান কোঠা নির্মাণে রডের গুরুত্ব অপরিহার্য। আমাদের দেশে নির্মাণ কাজে যে সকল কোম্পানির রড ব্যবহার করা হয়, সে সকল কোম্পানির রডের প্রতি টনের মূল্য নিম্নে দেওয়া হলো। আপনি যদি রড কিনতে চান তাহলে এই মূল্য তালিকা দেখা আপনার একান্ত জরুরি তাহলে চলুন দেখে নেওয়া যাক।
২০২৪ সালের জানুয়ারি মাস অনুযায়ী রডের দাম
উপরোক্ত তালিকায় ঢাকা পাইকারি বাজারের রডের দাম সংযুক্ত করা হয়েছে। তবে এক্ষেত্রে খুচরা বাজারে রডের দাম একটু বেশি হতে পারে, রডের দাম পরিবর্তনশীল হওয়ায় যেকোনো সময় এর দাম বেশি হতে পারে। তাই রডের দাম সম্পর্কে সঠিক তথ্য জানতে আপনার নিকটস্থ দোকানে যোগাযোগ করুন।
বিএসআরএম রডের দাম ২০২৪
বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় রড কোম্পানি হলো বিএস আরএম। এই কোম্পানি ১৯৫২ সালে সর্বপ্রথম তাদের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করে। এই কোম্পানি খুব দ্রুত গ্রাহকদের মন জয় করে, এর প্রধান কারণ হলো বি এস আর এম রড গুলো ভূমিকম্প সহনশীল। পাশাপাশি নির্মাণ কাজে এটি ক্ষয় প্রতিরোধী ও মজবুত।
যদিও অন্যান্য রডের তুলনায় বিএসআরএম রডের দাম একটু বেশি তবু বাজারে যদি ১০০ টন রড বিক্রি হয় তার মধ্যে ৬০ টন রড বিএসআরএম এর রড বিক্রি হয়ে থাকে। তাই আপনি যদি ভালো মানের রড দ্বারা আপনার বাড়ি নির্মাণ করতে চান,তাহলে আমার সাজেশন থাকবে বিএসআরএম রড।
২০২৪ সালে বিএসআরএম এর এক টন রডের মূল্য ১০২,০০০ টাকা ধার্য করা হয়েছে। অর্থাৎ প্রতি কেজি বিএসআরএম রডের পাইকারি মূল্য ১০২ টাকা।
এ কে এস রডের দাম ২০২৪
যারা অল্প টাকার মধ্যে ভালো রড কিনতে চান, তাদের জন্য সবচেয়ে ভালো অপশন হল AKS রড।আপনারা যারা AKS রডের নাম শুনেছেন তারা নিশ্চয়ই জানেন যে এ কে এস রড কোম্পানি অল্প টাকার মধ্যে তুলনামূলক ভালো মানের রড বিক্রি করে থাকে। এ কোম্পানি সম্পূর্ণ উন্নত ও আধুনিক প্রযুক্তি দ্বারা তাদের রড তৈরি করে।
বর্তমানে যেসব কোম্পানি বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষ রয়েছে তাদের মধ্যে ASK একটি। AKS কোম্পানি তাদের প্রতি টন রডের পাইকারি মূল্য ৯৫,০০০ টাকা ধার্য করেছে। অর্থাৎ আপনি AKS কোম্পানির প্রতি কেজি রড ৯৫ থেকে ১০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
কে এস আর এম রডের দাম
রডের দাম ২০২৪ আর্টিকালে বাংলাদেশের জনপ্রিয় আরো একটি রডের কোম্পানি হল ksrm। এই কোম্পানি ১৯৫২ সালে বাংলাদেশে সর্বপ্রথম এর প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করে। KSRM কোম্পানি শুধুমাত্র বাংলাদেশে নয় বাংলাদেশ সহ বিভিন্ন দেশে তাদের রড রপ্তানি করে থাকে। এই কোম্পানি বাংলাদেশ সহ বিভিন্ন দেশে জনপ্রিয় ও সুনাম অর্জন করেছে।
এছাড়াও এই কোম্পানি তাদের রড রপ্তানির মাধ্যমে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা আয় করে থাকে। বর্তমানে বাংলাদেশে দ্বিতীয় জনপ্রিয় রড কোম্পানি হল KSRM। KSRM কোম্পানির 1 টন রডের মূল্য প্রায় ১০০,০০০ টাকা অর্থাৎ আপনি যদি কেএসআরএম রড কিনতে চান তাহলে প্রতি কেজি রডের মূল্য দাঁড়ায় ১০০ টাকা। এটি কেএসআরএম এর পাইকারি মূল্য, খুচরা বাজারে এই কোম্পানির রডের মূল্য একটু বেশি হতে পারে।
সবচেয়ে ভালো রড কোনটি?-রডের দাম ২০২৪ সম্পর্কে লেখকের মন্তব্য
বর্তমানে বাংলাদেশে বিভিন্ন কোম্পানির রড রয়েছে,এদের মধ্যে বেশ কিছু কোম্পানি জনপ্রিয়তা অর্জন করেছে, আবার কিছু কিছু কোম্পানি রয়েছে যারা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি আপনি যদি আপনার বাসা-বাড়ির জন্য রড কিনতে চান, তাহলে ভালো গুনগত মানের রড কেনাই আপনার জন্য উত্তম।
কেননা বাসা-বাড়ি বানানোর ক্ষেত্রে ভালো গুণগত মানের রড এর গুরুত্ব অপরিহার্য। এটি আপনার বাসার স্থায়িত্ব বৃদ্ধি করে পাশাপাশি মজবুত করে,তবে পূর্বের তুলনায় ভালো মানের রডের দাম প্রায় দেড় গুণ বৃদ্ধি পেয়েছে যা হয়তো আপনার কাছে কষ্টসাধ্য হতে পারে। তবে দালান কোঠা নির্মাণে রডের কোনো বিকল্প নেই।
তাই রডের দাম যতই বেশি হোক না কেন,আপনাকে রড কিনতেই হবে। আজকের এই আর্টিকালে সবচেয়ে ভালো রড কোনটি?-রডের দাম ২০২৪ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনি যদি সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে থাকেন, তাহলে আশা করি আপনি রডের দাম ২০২৪ সম্পর্কে একটি সুন্দর ধারণা অর্জন করেছেন।
আজকের আর্টিকেলটি ভালো লেগে থাকলে আপনার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সলভ্ এ টু জেড এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url