ভিশন ফ্রিজের মূল্য তালিকা ২০২৪ (জুন)

ভিশন ফ্রিজের মূল্য তালিকা ২০২৪ সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই, যার কারণে আমরা ভিশন ফ্রিজ কেনার সময় সঠিক দাম না জানায় বিভিন্ন সমস্যা ও হয়রানির শিকার হই। যেমন অতিরিক্ত দাম চাওয়া,ঠকানো,খারাপ মানে ফ্রিজ দেওয়া ইত্যাদি।
তাই আপনি যদি সঠিক দাম ভিশন ফ্রিজ কিনতে চান, তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য।আজকের আর্টিকেলে ভিশন ফ্রিজের মূল্য তালিকা ২০২৪ সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। পাশাপাশি ভিশন ব্র্যান্ডের নতুন মডেলের ফ্রিজের কোয়ালিফিকেশন সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনি যদি ভিশন ফ্রিজের মূল্য তালিকা ২০২৪ সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে আজকের এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
সূচিপত্রঃ ভিশন ফ্রিজের মূল্য তালিকা ২০২৪ (জুন)
.

ভিশন ফ্রিজের দাম কত?

বর্তমানে বাংলাদেশে যেসব ফ্রিজ কোম্পানি ,জনপ্রিয়তা অর্জন করেছে তাদের মধ্যে অন্যতম হলো ভীষণ ফ্রিজ। ভিশন ফ্রিজের ডিজাইন ও মডেলের জন্য গ্রাহকদের বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। পাশাপাশি ভিশন ফ্রিজ অল্প দাম থেকে শুরু করে সর্বোচ্চ বাজেট পর্যন্ত কেনা যায় অর্থাৎ যেকোনো বাজেটে আপনি ভিশন ফ্রিজ কিনতে পারবেন।

বাংলাদেশে ভিশন ফ্রিজের বেশ কয়েকটি মডেল বা ডিজাইন এভেলেবেল রয়েছে, যেগুলো আপনি ২৬ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন।আমাদের সমাজের বেশিরভাগ বাড়িতে ফ্রিজ রয়েছে, এদের মধ্যে অধিকাংশ বাড়িতে ভিশন অথবা ওয়ালটন ফ্রিজ ব্যবহার করে।
আপনি যদি একটি উন্নত মানের ও আধুনিক ফ্রিজ কিনতে চান, তাহলে নির্দ্বিধায় ভিশন ফ্রিজ কিনতে পারেন। আপনাদের সুবিধার্থে নিচে ভিশন ফ্রিজের মূল্য তালিকা দেওয়া হলো।

ভিশন ফ্রিজের মূল্য তালিকা ২০২৪ (জুন)

আপনাদের মধ্যে যারা ভীষণ ফ্রিজ কিনতে ইচ্ছুক বা কিনতে চান,তাদের উদ্দেশ্যে আজকের এই আর্টিকেলে ভীষণ ফ্রিজের মূল্য তালিকা টি প্রদান করা।ভিশন ফ্রিজের মূল্য তালিকা ২০২৪ (জুন) থেকে আপনি আপনার বাজেট ও পছন্দ অনুযায়ী কাঙ্খিত ফ্রিজের সঠিক দাম সম্পর্কে জেনে নিন।ফ্রিজের দাম সর্বদা পরিবর্তনশীল তাই ভিশন ফ্রিজের দাম সম্পর্কে সঠিক তথ্য পেতে, আপনার নিকটস্থ ভীষণ ফ্রিজের শোরুম বা দোকান থেকে জেনে নিন।

রেফ্রিজারেটর মডেল

ফ্রিজের আয়তন

ফ্রিজের রং ও ছবি

ফ্রিজের দাম

VSN GD Refrigerator RE

২৫০ লিঃ-250L

Mirror White Purple-TM

৩৬,৫০০ টাকা

VSN GD Refrigerator RE

২৩৮ লিঃ-238L

Blue Blooming Flower

৩৪,৭০০ টাকা

VSN GD Refrigerator RE

২২২ লিঃ-222L

Mirror Blue Flower-TM

৩৪,৯০০ টাকা

VSN GD Refrigerator RE

২১৬ লিঃ-216L

Mirror Juba FL-BM

৩৪,৯০০ টাকা

VSN GD Refrigerator RE

২০০ লিঃ-200L

Purple Peony-TM

৩২,৯০০ টাকা

VSN GD Refrigerator RE

২০০ লিঃ-200L

Lily Range -TM

৩৩,৯০০ টাকা

VSN GD Refrigerator RE

২০০ লিঃ-200L

Mirror White Purple-TM 

৩২,৯০০ টাকা

VSN GD Refrigerator RE

১৯৬ লিঃ-196L

Pink Tulip Black-BM

৩২,৯০০ টাকা

VSN GD Refrigerator RE

১৮৫ লিঃ-185L

Liter Pink Flower-BM

৩১,৯০০ টাকা

VSN GD Refrigerator RE

১৮০ লিঃ-180L

Lily Range -TM

৩০,০০০ টাকা

VSN GD Refrigerator RE

১৫০ লিঃ-150L

Golden Juhi Flower -TM

২৬,৫০০ টাকা

এছাড়াও বর্তমানে ভিশন ফ্রিজ কোম্পানি তাদের ব্রান্ডে দুটি নতুন মডেলের ফ্রিজ যুক্ত করেছেন।যা বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয়,আমাদের মধ্যে অনেকেই রয়েছে, যাদের পরিবার অনেক বড় বিশেষ করে সেসব পরিবারের উদ্দেশ্যে ভিশন কোম্পানি তাদের দুইটি মডেলের ফ্রিজ লঞ্চ করেছে। এগুলোর আয়তন যথাক্রমে ২৬২ লিটার ও ৩০৫ লিটার।

নতুন মডেলের ভিশন ফ্রিজের মূল্য তালিকা ২০২৪

রেফ্রিজারেটর মডেল

ফ্রিজের আয়তন

ফ্রিজের রং ও ছবি

ফ্রিজের দাম

VSN GD Refrigerator RE

২৬২ লিঃ-262L

Mirror White purple

৩৬,৯০০ টাকা 

VSN GD Refrigerator RE

৩০৫ লিঃ-305L

Modern glass door color

৪৬,১০০ টাকা 

৩০৫ লিটার ভিশন ফ্রিজের কোয়ালিফিকেশন VSN GD Refrigerator RE-Modern glass door colour-TM

     বর্ণনা                                                       ব্যাখ্যা

ফ্রিজের মডেল

VSN GD Refrigerator RE-Modern glass door color-TM

রেফ্রিজারেটর পাওয়ার

R600A

মোট আয়তন 

৩০৫ লিটার/305L

ফ্রিজের হ্যান্ডেল

গ্রিপ  সিস্টেম

কোয়ালিটি

ডাইরেক্ট কুল

ফ্রিজের মোট ওজন

৭২.৩৮ কেজি

ভোল্টেজ

১৬০-২৬০ ভোল্ট

লক কোয়ালিটি

বিদ্যমান রয়েছে

রেফ্রিজারেটরের দরজা সংখ্যা

দুইটি বিদ্যমান রয়েছে

ফ্রিজের অভ্যন্তরে বাতি

(100% copper condenser) রয়েছে

সবজি স্কিস্টার 

একটি রয়েছে

ডিম রাখার ট্রে 

বিদ্যমান রয়েছে

ফ্রিজের উচ্চতা 

১৭৭০ মিলিমিটার           

ফ্রিজের প্রস্থ

৭০৫ মিলিমিটার

গভীরতা

৬৮২ মিলিমিটার

ফ্রিজের দাম

৪৬ হাজার ১০০ টাকা

ওয়ারেন্টি

এক বছরের গ্যারান্টি, ইলেকট্রিক যন্ত্রপাতি এর ৪ বছর গ্যারান্টি, কম্প্রেসার  এর গ্যারান্টি ১০ বছর             

২০২৪ সালে ভিশন ফ্রিজের দাম কত?

২০২৪ সালে ভিশন ফ্রিজের দাম ২৬ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ৩৬ হাজার ৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আপনি শুধু ২৬০০০ বা ৩৬৫০০ টাকা দিয়ে ফ্রিজ কিনতে পারবেন ব্যাপারটি এমন নয়। আপনি চাইলে ৩০ হাজার টাকা, ৩২ হাজার টাকা, এমনকি ৩৩ হাজার টাকা দিয়েও আপনি ভিশন কোম্পানির ভালো ফ্রিজ কিনতে পারবেন।

যদিও প্রত্যেকটি ফ্রিজের আলাদা আলাদা ধরনের ক্ষমতা ও সুবিধা রয়েছে, আপনার সুযোগ সুবিধা আকৃতির আকারের উপর ফ্রিজের দাম নির্ভর করবে। আপনার জন্য যদি ছোট ফ্রিজ কমফোর্টেবল হয়, তাহলে আপনি ২৬,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।

আর যদি আপনার পরিবার অনেক বড় হয় অর্থাৎ আপনার যদি একটি বড় ফ্রিজের প্রয়োজন হয়, তাহলে আপনি তা ৩২ থেকে ৩৬ হাজার ৫০০ টাকার মধ্যে কিনতে পারবেন।সাধারণত ফ্রিজের মূল্য ফ্রিজের আকার ও অন্যান্য সুযোগ সুবিধার উপর নির্ভর করে।

এর জন্য ফ্রিজের দামের মধ্যে একটি পার্থক্য দেখা দেয়। আপনি যে কোয়ালিটির ফ্রিজ কিনবেন তা পছন্দ করুন এবং ভিশন ফ্রিজের মূল্য তালিকা ২০২৪ থেকে আপনার পছন্দের ফ্রিজের দাম জেনে নিন।

২০২৪ সালের জুন মাস অনুসারে ভিশন ফ্রিজ ১৫০ লিটার এর দাম কত?

যাদের পরিবার ছোট বা যেসব মানুষ ছোট ফ্রিজ কিনতে চাই, তাদের জন্য ভীষণ ব্র্যান্ডের রয়েছে ১৫০ লিটার এর মিনি ফ্রিজ।১৫০ লিটার এর মিনি ফ্রিজ সাধারণত দুই রকম হয়ে। আপনি ১৫০ লিটারের ফ্রিজ ২৬ হাজার ৫০০ টাকায় কিনতে পারবেন আবার এটি ৩০ হাজার টাকাতেও কিনতে পারবেন। আপনি আপনার ফ্রিজে কি রকম সুযোগ-সুবিধা নিতে চাইবেন, সে অনুযায়ী আপনার ফ্রিজের দাম নির্ধারিত হবে।

ভিশন ফ্রিজের মূল্য তালিকা ২০২৪ সম্পর্কে লেখকের মন্তব্য

আজকের আর্টিকেলের প্রধান আলোচনার বিষয় হলো বাংলাদেশের জনপ্রিয় কয়েকটি ফ্রিজ কোম্পানির মধ্যে অন্যতম ফ্রিজ কোম্পানি ভিশন ফ্রিজের মূল্য তালিকা ২০২৪। আপনি যদি আধুনিক ও উন্নত মানের ফ্রিজ কিনতে চান,তাহলে নির্দ্বিধায় ভিশন কোম্পানির ফ্রিজ কিনতে পারেন।

এই কোম্পানির ফ্রিজের মডেল ,রেফ্রিজারেটর এর কুলিং মেশিন, কম্প্রেসার, দাম সবমিলিয়ে অন্যান্য ফ্রিজে তুলনায় বেশ এক্সপেন্সিভ। আপনারা যারা ভিশন ফ্রিজ কিনতে চান, মূলত তাদের উদ্দেশ্যে আজকের আর্টিকেলটি লেখা। আজকের আর আর্টিকেল থেকে আপনি আপনার পছন্দের ভিশন ফ্রিজের দাম জেনে নিতে পারবেন।

যা আপনাকে পরবর্তীতে ফ্রিজ কিনতে সহায়তা করবে।আজকের আর্টিকেলটি ভালো লেগে থাকলে পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং প্রতিনিয়ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সলভ্ এ টু জেড এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url