২০২৪-সুজুকি জিক্সার বাইকের ফিচার সমূহ
আপনি কি বাইক কিনতে আগ্রহ প্রকাশ করছেন? কিন্তু কোন বাইক কিনবেন, এবং বাজারে কোন বাইক কেনা আপনার জন্য কমফোর্টেবল হবে, সে সম্পর্কে আপনার কোন ধারনা নেই। তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। আজকের আর্টিকেলে বাজারে সবচেয়ে জনপ্রিয় সুজুকি জিক্সার বাইকের দাম ২০২৪
সুজুকি জিক্সার বাইকের ফিচার সমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকের এই আর্টিকেলে সুজুকি জিক্সার বাইকের দাম ২০২৪-সুজুকি জিক্সার বাইকের ফিচার সমূহ সহ এর ব্রেকিং কোয়ালিটি, ইঞ্জিন কোয়ালিটি, মডেল, সুজুকি জিক্সার বাইকের মাইলেজ, সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আজকের আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনি যদি একটি জনপ্রিয় এবং ভালো ডিজাইনের বাইক কিনতে চান? তাহলে আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
সূচিপত্রঃ সুজুকি জিক্সার বাইকের দাম ২০২৪-সুজুকি জিক্সার বাইকের ফিচার সমূহ
.
ভূমিকা
সুজুকি জিক্সার বাংলাদেশে চলমান ১৫০- ১৬০ সিসি সেগমেন্টের বাইক গুলোর মধ্যে অন্যতম একটি মোটরসাইকেল বাইক। তবে বর্তমান সময়ে চলমান সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় সুজুকি জিক্সার এর ইঞ্জিন পাওয়ার ও টর্ক অনেকটাই কম, তবে ইঞ্জিন পাওয়ার ও টর্ক অন্যান্য বাইকের তুলনায় কম হলেও, সুজুকি জিক্সার অন্য সব বাইকের থেকে বেশ ভালো একটি পারফরম্যান্স প্রদান করে।
এটি একমাত্র বাইক যার ইনস্ট্যান্ট এক্সেলেরেশন বর্তমান জেনারেশনের তরুণদের পছন্দের শীর্ষে রয়েছে।এছাড়াও এই বাইকটির লাইট ও ওয়েট এবং ভালো কার্নিং অ্যাবিলিটির কমফোর্ট দিয়ে থাকে।যদিও এই সেগমেন্টে সুজুকি জিক্সার বাইকের ইঞ্জিন পাওয়ার ও টর্ক অন্যান্য বাইকের থেকে কিছুটা কম।
তবে সুজুকি জিক্সার বাইকের ইঞ্জিন,কমফোর্টেবল ব্রেক, সাসপেনশন তুলনামূলক ভালো মানের। এছাড়াও সুজুকি জিক্সার বাইকের প্রাইজ বাজারে চলমান অন্যান্য বাইকের প্রাইজের দিকে বিবেচনা করে অনেক রিজনেবল করা হয়েছে।সুজুকি জিক্সার মোটরসাইকেল সিসি এবং হাইওয়ে দুটোই রাইডিং এর জন্য বেশ ভালো।
Suzuki বাইকটিতে বিদ্যমান রয়েছে সিঙ্গেল সিলিন্ডার এবং বাইকটির ইঞ্জিন পাওয়ার রয়েছে 154.9cc এছাড়াও এ বাইকটির মাইলেজ আনুমানিক 40 KM/L।বর্তমান সময়ে বাজারে অন্যান্য সাসপেন্সের বাইকের প্রাইজের কথা মাথায় রেখে সুজুকি জিক্সার এর বাজার মূল্য বা বিক্রয় মূল্য ১ লক্ষ ৯২ হাজার ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
Suzuki বাইকের দাম অন্যান্য সাসপেনশন বাইকের মতো হওয়ায় এবং অল্প টাকায় অতি আধুনিক ও ভালো মানের মোটরসাইকেল ইঞ্জিন কমফোর্টেবল ব্রেক ইত্যাদি আরো বিভিন্ন কারণে আমাদের দেশের তরুণদের জন্য সবচাইতে ভালো একটি অপশন হলো সুজুকি জিক্সার বাইক।
এতক্ষন আমরা suzuki বাইকের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম।এখন আমরা সুজুকি জিক্সার বাইকের ফিচার সমূহ সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানবো।তাহলে চলুন আর দেরি না করে সেসব বিষয়ে আলোচনা করা যাক।
সুজুকি জিক্সার বাইকের ফিচার সমূহ সম্পর্কে বিস্তারিত বিবরণ
বাংলাদেশে suzuki মোটরসাইকেল একটি জনপ্রিয় ট্রুইলার ব্র্যান্ড। আর এই ব্র্যান্ডের জনপ্রিয়তার মূল কারণ সুজুকি বাইকের ইঞ্জিন কোয়ালিটি এবং বাইকের ডিজাইন।এটি একটি জাপানিস ব্যান্ড, এটি বাংলাদেশের অবস্থিত ডিস্ট্রিবিউটর রাঙ্কন মোটরসাইকেল লিমিটেড কোম্পানি, যা ২০১৪ সালের সেপ্টেম্বরে লঞ্চ করা হয়েছে।
এটি বিভিন্ন দেশের রাইডিং মোটরসাইকেলের ডিজাইনের মিল থাকার কারণে ব্রিটেন সহ বিভিন্ন দেশে ব্যবহৃত ডাকনাম থেকে এর নাম টি সংগ্রহীত করা হয়েছে। তবে বৃটেনে ব্যবহৃত GSX-S150 ও বাইক Suzuki Gixxer FI-150 সম্পূর্ণ আলাদা। তাহলে চলুন সুজুকি জিক্সার বাইকের দাম ২০২৪ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সুজুকি জিক্সার বাইকের বডি ডিজাইন
সুজুকি জিক্সার বাংলাদেশের জনপ্রিয় বা পপুলার বাইক কোম্পানি পাশাপাশি একটি মাসকুলার বাইক নির্মাতা। বাইকটির ইঞ্জিন কোয়ালিটি এবং ডাইমেনশন তুলনামূলক বেশ ভালো। সুজুকি জিক্সার এর দৈর্ঘ্য ২০৫০মিমি,এর মধ্যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং বাকি ১৩৩০ মিমি হুইল বেজ। আমাদের মনে একটা প্রশ্ন বাইক কেনার পূর্বে আমাদের মাথায় আসে, তা হলো বাইকের ওজন কত? এক্ষেত্রে সুজুকি জিক্সার বাইকের কার্বন ওয়েট ১৩৫ কেজি।
এছাড়াও সুজুকি জিক্সার এর হেডলাইট এবং ফুয়েল ট্যাংক এর সাইজ ১২ লিটার। সুজুকি জিক্সার বাইক
একটু কম্ফোর্টেবল সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে, যা অন্যান্য বাইকের সিটের তুলনায় বেশ আরামদায়ক। তবে সুজুকি জিক্সার এর সিটির পিলিয়নের অংশ সামান্য প্রশস্ত হওয়ায় লং রাইডিং এ সমস্যা হতে পারে।
অন্যান্য বাইকের মত সুজুকি জিক্সার বাইকের পেছনে একটি গ্যাব্রেইল রয়েছে।এছাড়াও জিক্সার সুন্দর আপরাইট পাইপ হ্যান্ডেলবার বিদ্যমান রয়েছে। সুজুকি জিক্সার এর রিভিউ দিজাইন বেশ ভালো হওয়ায় বাজারে এ বাইকের চাহিদা অনেক বেশি।
সুজুকি জিক্সার ইঞ্জিন কোয়ালিটি
আমরা কোন কিছু কেনার আগে সর্বপ্রথম লক্ষ্য করি তার যাবতীয় ইঞ্জিন বা পার্সের দিকে। আর যদি সেটি আমাদের পছন্দের বাইক হয়, তাহলে আর কোন কথাই নেই। বাইক কেনার পূর্বে আমরা বিভিন্ন কোম্পানির বাইকের ইঞ্জিন কোয়ালিটি মডেল ইত্যাদি যাবতীয় খুঁটি বিষয় সম্পর্কে মোবাইলে সার্চ করে জেনে নিই।
এক্ষেত্রে সুজুকি জিক্সার বাইকের ইঞ্জিন পুরোপুরি নির্ভরযোগ্য। সুজুকি জিক্সার বাইকে রয়েছে সিঙ্গেল সিলিন্ডার, এয়ার- কুল্ড এবং ১৫৪.৯ শিশির, দুইটি ভাল্ব বিশিষ্ট একটি ইঞ্জিন, জিক্সার বাইক এর ম্যাক্স
পাওয়ার রয়েছে ১৪.৬ বি এইচ পি। এছাড়াও জিক্সার বাইকে ব্যবহার করা
হয়েছে পাঁচটি স্পিড গিয়ার বক্স।সুজুকি জিক্সার বাইকের মাইলেজ ৪০ কিলোমিটার/ লিটার এবং সর্বোচ্চ স্পিড ১২৫ কিলোমিটার/ ঘন্টা এবং দ্রুত এক্সিলারেশন, বর্তমান সময়ের তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এছাড়াও বাইকটির বোর স্ট্রোক ৫৬ মি.মি এবং ৬২.৯ মি.মি।
সুজুকি জিক্সার এর ব্রেক ও টায়ার কোয়ালিটি
সুজুকি জিক্সার বাইকের সামনের চাকাতে রয়েছে ডিস্ক ব্রেক এবং পেছনের চাকাতে রয়েছে ড্রাম ব্রেক, যার কারণে সুজুকি জিক্সার বাইকের বেকিং কোয়ালিটি অসাধারণ। সুজুকি বাইকের সামনের চাকার টায়ারের সাইজ ১০০/ ৮০-১৭ এবং পেছনের টায়ারের সাইজ ১৪০/ ৬০-১৭ এছাড়াও বর্তমানে সুজুকি বাইকে টিউবলেস টায়ার ব্যবহার করা হচ্ছে।
সুজুকি জিক্সার বাইকের দাম ২০২৪ অনুযায়ী মোটরসাইকেলের ব্রেক, চাকার কোয়ালিটি এবং ইঞ্জিন কোয়ালিটি অনেক ভালো। পাশাপাশি চাকা বেশ বড় ও প্রশস্ত হওয়ায় বাইক ইউজারদের কাছে সুজুকি জিক্সার বাইকটি অনেক সাসপেন্সিভ।
সুজুকি জিক্সার বাইক কাদের জন্য উপযোগী
সুজুকি জিক্সার বাইক বর্তমান সমাজের তরুণ রাইডারদের জন্য একটি উপযুক্ত বাইক। সুজুকি জিক্সার বাইকটির মাইলেজ এভারেজ হলেও, এ বাইকের পারফরম্যান্স অন্যান্য সাসপেন্সিভ। বাইকের দাম এর তুলনায় পারফরম্যান্স বেশ ভালো। এছাড়াও স্বল্প মূল্যে সুজুকি বাইক অত্যন্ত ভালো রিভিউ দিয়ে থাকে, যা আমরা উপরোক্ত আলোচনা থেকে জানতে পেরেছি।
আর এই কারণে স্বল্প বাজেটে যারা একটি সুন্দর ও আকর্ষণীয় এবং দ্রুত বাইক কিনতে ইচ্ছুক তাদের জন্য সুজুকি জিক্সার বাইক একটি ভালো অপশন হতে পারে।
সুজুকি জিক্সার বাইকের দাম ২০২৪-সুজুকি জিক্সার বাইকের ফিচার সমূহ সম্পর্কে লেখকের কিছু মন্তব্য
সুজুকি জিক্সার বাইক বর্তমানে আমাদের দেশের ১৫০ সিসি সেগমেন্টের বাইক গুলোর মধ্যে অন্যতম। সিটি বা হাইওয়ে উভয় জায়গায় সুজুকি জিক্সার বাইকের রাইডিং পারফরম্যান্স অত্যন্ত ভালো। এছাড়াও সুজুকি জিক্সার বাইকের ইঞ্জিন কোয়ালিটি, ব্রেক কোয়ালিটি, টিউবলেস চাকা সব মিলিয়ে এটি হাই-রেঞ্জ- বাজেটে মোটরসাইকেল এর সাথে প্রতিযোগিতা করার মতো।
এবং সুজুকি জিক্সার মোটরসাইকেলের দাম অনুযায়ী এর পারফরমেন্স বাজারের অন্যান্য সাসপেন্সের মোটরসাইকেলের তুলনায় বেশ উন্নত ও ভালো। পাশাপাশি মোটরসাইকেল এর অস্থির ডিজাইন সত্যি দেখার মত।
তাই আমাদের দেশের তরুণদের জন্য এই বাইকটি একটি জনপ্রিয় ও পপুলার সাসপেন্সিভ। এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমার ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সলভ্ এ টু জেড এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url