মাউস এর দাম ২০২৪ - কোন মাউস ভালো
মাউস এর দাম ২০২৪ সম্পর্কে আপনার কি কোন ধারনা নেই? এবং আপনার কাজ অনুসারে কোন মাউস ভালো হবে সেটা নিয়ে আপনি দুশ্চিন্তায় ভুগছেন। তাহলে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আজকের আর্টিকেলে মাউস এর দাম ২০২৪ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
পাশাপাশি মাউসের কাজ কি ও বর্তমান সময়ে কোন মাউস সবচেয়ে জনপ্রিয় সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনি যদি আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, তাহলে আশা করি” মাউস এর দাম ২০২৪ সম্পর্কে আপনার সুস্পষ্ট ধারণা হয়ে যাবে। যা পরবর্তীতে আপনাকে একটি ভালো মানের মাউস কিনতে সহায়তা করবে।
সূচিপত্রঃ মাউস এর দাম ২০২৪ - কোন মাউস ভালো
.
মাউস এর দাম
আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ চালায় তাদের কম্পিউটার বা ল্যাপটপের সকল কাজ সঠিকভাবে পরিচালনা ও সুনির্দিষ্ট নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত নির্ভরযোগ্য ইলেকট্রনিক ডিভাইস হলো মাউস।ওয়েবসাইট ব্রাউজিং থেকে শুরু করে,বিভিন্ন জটিল ও কঠিন বিষয় বস্তুর ডিজাইন আকর্ষণীয় গেমিং এর জন্য মাউসের ভূমিকা অতুলনীয়।
বর্তমানে আরো উন্নত মাউস বাজারে অ্যাভেইলেবল পাওয়া যায়, যেগুলো তে রয়েছে উন্নত অপটিক্যাল বা লেজার সেন্সর এছাড়াও এসব মাউসে সামঞ্জস্যপূর্ণ ডি পি আই সেটিংস রয়েছে। বর্তমানে সবচেয়ে আধুনিক ও জনপ্রিয় মানুষগুলো হলো
- A4tech
- Hp
- Dell
- Havet
তবে এসব কোম্পানির বিভিন্ন কোয়ালিটির মাউস রয়েছে, আপনি যদি গেম খেলেন তাহলে আপনাকে গেমিং মাউস নিতে হবে। এছাড়াও আপনার কাজের সুবিধা অনুযায়ী ওয়্যারড বা ওয়ারলেস যেকোনো ধরনের মাউস নিতে পারেন।
মাউসের কোয়ালিটি
কম্পিউটারে সুষ্ঠুভাবে কাজ পরিচালনা করার জন্য মাউস একান্ত দরকার। তবে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কোয়ালিটির মাউস হয়ে থাকে, যেমন গেম খেলার জন্য গেমিং মাউস আবার আপনি যদি তারবিহীন মাউস চান সেক্ষেত্রে ব্লুটুথ বা ওয়ারলেস মাউস।
আপনি আপনার কাজ অনুসারে ওয়্যারলেস মাউস ,অপটিক্যাল বা ব্লুটুথ ইত্যাদি মাউস ক্রয় করতে পারেন। সাধারণত মাউসকে তাদের কাজ ও দৈহিক গঠন অনুযায়ী পাঁচ ভাগে ভাগ করা যায়। এগুলো হলোঃ
- অপটিক্যাল মাউস
- গেমিং মাউস
- ব্লুটুথ মাউস
- ওয়্যারলেস মাউস
- মাউস ওয়্যারড
অপটিক্যাল মাউস
বর্তমানে সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় মাউস হলো অপটিক্যাল মাউস। অপটিক্যাল মাউস এলইডি টেকনোলজি এর মাধ্যমে তৈরি করা হয়েছে, এই মাউস সাধারণত কোন কিছু গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, এছাড়াও এই মাউসের মাধ্যমে কোন প্রকার মাউসপ্যাড ছাড়াই বিভিন্ন সিস্টেম সুনির্দিষ্ট ভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম।
গেমিং মাউস
গেমিং মাউস সাধারণত ওয়্যারলেস এবং ওয়্যারড উভয় ধরনের হয়ে থাকে, সাধারণত যেসব মাউস দিয়ে গেম খেলা হয়, তাকে গেমিং মাউস বলে। এসব মাউসে রয়েছে ডি পি আই আয় এবং প্রোগ্রামেবল বাটন।,এছাড়াও কাস্টমাইজ যোগ্য আরজিবি লাইট এবং তীব্র গেমিং ও কম ল্যাটেন্সি প্রদান করার পাশাপাশি এই মাউস সম্পূর্ণ এরগোনমিকস ডিজাইন যুক্ত।
ব্লুটুথ মাউস
ওয়্যারলেস মাউসের মতোই ব্লুটুথ মাউস সম্পূর্ণ তারবিহীন, এটি ব্লুটুথ টেকনোলজি সমন্বয়ে তৈরি। প্রত্যেকটি ডিভাইসে ব্লুটুথ কানেক্টিভিটি থাকায় ব্লুটুথ মাউস ব্যবহারে অতিরিক্ত কোন ইউএসবি রিসিভার এর প্রয়োজন পড়ে না।
মাউস এর দাম কত
মাউসের দাম সাধারণত বেশ কিছু গুণাবলীর ওপর নির্ভর করে।যেমনঃ কোন ব্রান্ডের মাউস এর ফিচারসমূহ, মাউসের গুণমান, এবং মাউসের কোয়ালিটি ইত্যাদি গুণাবলীর ওপর মাউসের দাম কম বেশি হয়ে থাকে।
সাধারণত বর্তমানে জনপ্রিয় মাউসগুলোর দাম ৩০০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এই বাজেটের মধ্যে আপনি আপনার পছন্দ অনুযায়ী ওয়ারলেস, ব্লুটুথ, আর এফ, অপটিক্যাল মাউস ইত্যাদি যেকোনো ধরনের মাউস এই বাজেটের মধ্যে আপনি পেয়ে যাবেন।
ওয়্যারলেস মাউসের সুবিধা ,অসুবিধা ও দাম
তাহলে চলুন, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ওয়ারলেস মাউসের সুবিধা, অসুবিধা এবং দাম সম্পর্কে জেনে নেওয়া যাক
- ওয়ারলেস মাউসের সবচেয়ে বড় সুবিধা হলো এটি ব্যবহারের জন্য কোন প্রকার তারের সংযোগ প্রয়োজন হয় না,যার ফলে ল্যাপটপের সাথে স্বাধীনভাবে ব্যবহার করা সম্ভব।
- ওয়্যারলেস মাউস আপনার ডেক্সে বিশৃঙ্খলা হ্রাস করে, এছাড়াও মাউসটি ব্যবহার করতে কোন প্রকার ক্যাবলের প্রয়োজন হয় না। যা আপনাকে কেবল ব্যবহারে বিরক্তকর পরিস্থিতি থেকে মুক্তি দেয়। তবে এই মাউস চালানোর জন্য লিথিয়াম ব্যাটারির প্রয়োজন হয়।
- ওয়ারলেস মাউস অন্যান্য মানুষের তুলনায় অত্যন্ত হালকা হওয়ায় যেকোনো জায়গায় যেকোনো পরিস্থিতিতে এটি খুব সহজে বহন করা যায়।
- ওয়ারলেস মাউস তারবিহীন হওয়ায় যেকোনো অফিসিয়াল উপস্থাপনা বা মিটিং এর ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।
- ল্যাপটপ বা যেকোনো মনিটরিং এর সাথে সংযুক্ত করার জন্য তারের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকেনা।
- ওয়ারলেস মাউস যে কোন ডিভাইস বা অপারেটিং সিস্টেম এর সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে ব্যবহার করা যেতে পারে।
ওয়ারলেস মাউসের অসুবিধা
প্রত্যেকটি বস্তুর কিছু না কিছু অসুবিধা রয়েছে,ওয়ারলেস মাউস এর বিপরীত নয়।ওয়ারলেস মাউসের সবচেয়ে বড় অসুবিধা হলোঃ ওয়্যারলেস মাউস অন্যান্য মানুষের তুলনায় অত্যান্ত ক্ষণস্থায়ী হয়। অর্থাৎ ওয়ারলেস মাউস খুব একটা টেকসই হয় না।এছাড়াও ওয়্যারলেস মাউস এর দূরত্ব একটু বেশি হলে, মাউস টি কোন কাজ সম্পাদন করতে পারে না। এটি কেবলমাত্র স্বল্প দূরত্বের জন্য কার্যকরী।
ওয়ারলেস মাউসের দাম
বর্তমানে কমবেশি প্রত্যেকটি মাউসের দোকানে ওয়্যারলেস মাউস পাওয়া যায়।ওয়ারলেস মাউসের দাম সাধারণত ৬৫০ টাকা থেকে শুরু, এটি সর্বোচ্চ ১০ মিটার দূরত্ব পর্যন্ত কাজ করতে সক্ষম। অর্থাৎ আপনি আপনার ডিভাইস থেকে মাউসকে দশ মিটার দূরত্ব পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
তবে আপনি যদি 2.4 GHz ফ্রিকোয়েন্সি সম্পূর্ণ মাল্টিকুলার ডিভাইসে ব্যবহারের উপযোগী মাউস নিতে চান তাহলে আপনি ১৫০০ থেকে ৪৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
গেমিং মাউস এর ফিচার সমূহ এবং দাম কত?
আমাদের দেশের ইয়াং জেনারেশন সবাই অনলাইন গেমের প্রতি আসক্ত। বেশিরভাগ ছেলে মেয়ে দিনের বেশি সময় গেম খেলে কাটিয়ে দেয়। এদের মধ্যে কেউ মোবাইল দিয়ে গেম খেলে আবার কেউ কম্পিউটার দিয়ে গেম খেলে, কিন্তু যারা কম্পিউটার দিয়ে গেম খেলে তাদের জন্য প্রয়োজন একটি ভালো মানের মাউস। কারণ কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে গেম খেলার ক্ষেত্রে মাউসের প্রয়োজন অতুলনীয়।
গেমিং মাউস এর ফিচার সমূহ
- গেমিং মাউসে ইন গেমে দ্রুত কমান্ড এক্সেস এর জন্য বাটন এবং ম্যাক্রো বিদ্যমান রয়েছে।
- অনেক সময় গেমিং সেশনে আরামদায়ক ভাবে মাউস ব্যবহার করার জন্য এরগোনমিকস ডিজাইন সংযুক্ত করা হয়েছে।
- মাউস কে আরো আকর্ষণীয় করে তুলতে মাউসে প্রোগ্রামে বল আরজিবি লাইট সরবরাহ করা হয়েছে।
- তীব্র গেমিং ব্যবহার সহ্য করার ক্ষমতা প্রদানের পাশাপাশি দীর্ঘস্থায়ী ব্যবহারের নিশ্চয়তা এবং গুণমান সম্পন্ন বেস্ট কোয়ালিটি প্রদান করা হয়েছে ।
- এছাড়াও প্রতিযোগিতামূলক গেমিংয়ের জন্য গেমিং মাউস এয়ারপোর্ট এর পাশাপাশি উন্নত ট্রাকিং ও দ্রুত রেস্পন্সিভ হয়ে থাকে।
গেমিং মাউসের দাম
বাংলাদেশের প্রায় প্রতিটি মাউসের দোকানে নিম্ন থেকে উন্নত মানের গেমিং মাউস পাওয়া যায়। ল্যাপটপে বা কম্পিউটারে সঠিকভাবে গেম খেলতে চাই একটি উন্নত গেমিং মাউস।বর্তমানে বাজারে গেমিং মাউস এর দাম 500 টাকা থেকে শুরু যা সাধারণত আলফা কোয়াইট এবং লো ফিকশন মাউস।
আপনি যদি আরো উন্নত গেমিং মাউস কিনতে চান, তাহলে 1200 থেকে 2000 টাকা বাজেটের মধ্যে আপনি একটি ভালো কোয়ালিটির গেমিং মাউস পেয়ে যাবেন।
বাংলাদেশের সেরা মাউস এর দাম ২০২৪ সম্পর্কে লেখকের মন্তব্য
আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, আমাদের কাছে অত্যন্ত পরিচিত নাম হল মাউস। কারণ কম্পিউটারে সঠিকভাবে কাজ পরিচালনা করার জন্য মাউস অপরিহার্য। আপনি আপনার কম্পিউটারে গ্রাফিক্স ডিজাইন থেকে শুরু করে গেম খেলা পর্যন্ত প্রত্যেকটি কাজে কম্পিউটারে মাউসের ব্যবহার হয়ে থাকে। তবে এক এক কাজের জন্য এক ধরনের মাউস ব্যবহার হয়। যেমনঃ
গেম খেলার জন্য গেমিং মাউস ব্যবহার করা হয়। আবার বিভিন্ন অফিসিয়াল উপস্থাপন এবং মিটিং এর ক্ষেত্রে ওয়ারলেস মাউস ব্যবহার হয়। এসব মাউসের আবার বিভিন্ন কোয়ালিটি রয়েছে, আর এসব কোয়ালিটির ওপর নির্ভর করে মাউস এর দাম। আজকের আর্টিকেলটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে থাকেন,
তাহলে আশা করি” মাউস এর দাম ২০২৪ সম্পর্কে আপনার সুস্পষ্ট ধারণা হয়ে গেছে। আজকের আর্টিকেলটি ভালো লেগে থাকলে আপনার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ
সলভ্ এ টু জেড এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url