নাপা এর কাজ কি-নাপা এক্সট্রা ব্যবহারে সঠিক নিয়ম

আপনি আপনার জ্বর,কন্ঠনালী প্রদাহর জন্য নাপা এক্সট্রা সেবন করতে চাচ্ছেন,কিন্তু নাপা এক্সট্রা এর কাজ কি? সে সম্পর্কে আপনার কোন সঠিক ধারণা নেই।এজন্য আপনি কি দুশ্চিন্তায় ভুগছেন? তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন।আজকের আর্টিকেলে নাপা এক্সট্রা এর কাজ কি? 
এ বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।এছাড়াও আজকের আর্টিকেলে নাপা এক্সট্রা এর কাজ কি? এর পাশাপাশি নাপা এক্সট্রা ট্যাবলেট ব্যবহারের মাত্রা,পার্শ্ব প্রতিক্রিয়া,সতর্কতা ও প্রতিনির্দেশনা সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের আরটিকেলে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

আপনি যদি , সর্দি- জ্বর, মাথা-ব্যথা, পিঠ-ব্যথা ইত্যাদি সমস্যায় ভুগে থাকেন, তাহলে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আশা করি, আজকের আর্টিকেল থেকে আপনি উপকৃত হবেন।
সূচিপত্রঃ নাপা এক্সট্রা এর কাজ কি-নাপা এক্সট্রা ব্যবহারে সঠিক নিয়ম
.

ভূমিকা

নাপা এক্সট্রা ব্যবহারের সঠিক নিয়ম জানা আমাদের জন্য একান্ত জরুরি কারন  আমরা প্রতিনিয়ত জ্বর- সর্দি, হাত-পা ব্যথা, পেট ব্যথা, শরীরের পেশি ব্যথা ইত্যাদি বিভিন্ন সমস্যায় পড়ে থাকি। এসব সমস্যা সমাধানের জন্য আমাদের মধ্যে অনেকেই নাপা এক্সট্রা ব্যবহার করে থাকে,কিন্তু সমাজের বেশ কিছু মানুষ নাপা এক্সট্রা ওষুধের ব্যবহার সম্পর্কে দ্বিমত পোষন করেন।
এজন্য আমরা অনেকেই চিন্তিত হয়ে পড়ি,আবার আমাদের মধ্যে অনেকেই নাপা এক্সট্রা ওষুধের সঠিক মাত্রা বিধি সম্পর্কে জানেন না, যার কারণে তারা বয়ে নিয়ে আসতে পারে মারাত্মক বিপদ।এসব বিষয় চিন্তা করে নাপা এক্সট্রা এর কাজ কি, ব্যবহারের নিয়ম, প্রতিক্রিয়া ও সেবন বিধি অর্থাৎ নাপা এক্সট্রা ঔষধের যাবতীয় বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা ও নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করা হয়েছে আজকের এই আর্টিকেলে।

তাই আপনি যদি নাপা এক্সট্রা এর কাজ সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে চান,তাহলে আজকের আর্টিকেল মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।

নাপা এক্সট্রা ওষুধের ফার্মাকোলজি

নাপা এক্সট্রা হলো প্যারাসিটামল ও ক্যাফেইন এর সংমিশ্রিত একটি ঔষধ। যার মধ্যে প্যারাসিটামল এর বেশকিছু কার্যকারিতা সহ, প্রদাহ বিরোধী কার্যকারিতা ও বিদ্যমান রয়েছে। যেমনঃ
  • বাত ও মাংস পেশীর ব্যথার উপশম
  • কান ব্যথার উপশম
  • স্নায়ুর যন্ত্রণা বা মাথা ব্যথার উপশম
  • পিঠ ব্যথার উপশম
আর অন্যদিকে ক্যাফেইন হলো এক ধরনের অ্যালকালয়েড, যেটি থিওফাইলিন সদৃশ জ্যানথিন যৌগ।এটি প্যারাসিটামল এর সাথে আন্ত আণবিক ভাবে সংযুক্তির মাধ্যমে ক্যাফেইন প্যারাসিটামল এর ভেদ্যতা ও দ্রবণীয়তা বৃদ্ধি করে।এছাড়াও ক্যাফেইন পেইন সহনশীলতা বৃদ্ধি করে,পাশাপাশি এটি মানুষের মস্তিষ্কের ভেসেল টোন বৃদ্ধি করতে সাহায্য করে। যা মাইগ্রেন ও মাথা ব্যথা রোগের চিকিৎসার অন্যতম সহায়ক।

নাপা এক্সট্রা ওষুধের মাত্রা ও সেবন বিধি

আমরা যেসব নাপা এক্সট্রা ঔষধ ব্যবহার করে থাকি, তাতে রয়েছে ৫০০ মিলিগ্রাম প্যারাসিটামল এবং ৬৫ মিলিগ্রাম ক্যাফেইন।যা সব বয়সের মানুষের জন্য উপযোগী নয় অথবা নাপা এক্সট্রা ১২ বছরের কম বয়সী শিশু বাদে সবার জন্য ব্যবহার উপযোগী হলেও, ভিন্ন ভিন্ন বয়সের মানুষের জন্য আলাদা আলাদা ডোজ ব্যবহার করা হয়।

অর্থাৎ নাপা এক্সট্রা ওষুধের প্রয়োগ মাত্রা-বিধি প্রয়োজন অনুসারে এক এক রকম হয়।যেমনঃপ্রাপ্তবয়স্ক ও ১২ বছর বা তার বেশি শিশুদের জন্য প্রয়োজন অনুযায়ী ১-২ টি ট্যাবলেট ব্যবহার করা যায়। তবে এটি অবশ্যই ৪- ৬ ঘন্টা পর পর সেবন করতে হবে। নাপা এক্সট্রা ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের জন্য সর্বোচ্চ মাত্রা হলো ২৪ ঘণ্টায় ৮ টি।

তবে নাপা এক্সট্রা ওষুধের ব্যবহার ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ ১২ বছরের কম বয়সি শিশুকে নাপা এক্সট্রা ওষুধ খাওয়ানো যাবে না।

নাপা এক্সট্রা এর কাজ কি?

নাপা এক্সট্রা ওষুধে রয়েছে,প্যারাসিটামল ও ক্যাফেইন এর সংমিশ্রণ যা বিভিন্ন প্রদাহ জনিত সমস্যার উপশম করতে সহায়তা করে। নিম্নে সেগুলো বর্ণনা করা হলোঃ
  • মাইগ্রেন ও মাথা ব্যথা জনিত সমস্যা
  • সাধারণ সর্দি জ্বর জনিত সমস্যা
  • কণ্ঠনালীতে প্রদাহ জনিত সমস্যা
  • কান ব্যথা জনিত সমস্যা
  • বাত ও মাংস পেশীর ব্যথা জনিত সমস্যা
  • স্নায়বিক যন্ত্রণা বা মাথা ব্যথা জনিত সমস্যা
ইত্যাদি সমস্যায় নাপা এক্সট্রা ব্যবহার করে দ্রুত আরাম পাওয়া যায়। তবে প্রত্যেকটি আলাদা আলাদা সমস্যার জন্য আপনাকে আলাদা আলাদা মাত্রায় ওষুধ খেতে হবে। যা আপনাকে আপনার নিকটস্থ ডাক্তারের কাছ থেকে জেনে নিতে হবে। কারণ আজকের এই আর্টিকেলটি ডাক্তারের বিকল্প নয়। তাই ডাক্তারের পরামর্শ নিয়ে নাপা এক্সট্রা ওষুধ সেবন করা একান্ত জরুরী।

নাপা এক্সট্রা ওষুধের দাম

আমাদের মধ্যে অনেকেই নাপা এক্সট্রা ঔষধের দাম জানেন,আবার অনেকেই জানেন না।যারা নাপা এক্সট্রা ওষুধের সঠিক দাম জানেন না তাদের জন্য এই টপিকটি,তাহলে চলুন শুরু করা যাক।
নাপা এক্সট্রা প্রতি পিসের মূল্য ২.৫০ টাকা
নাপা এক্সট্রা এর প্রতি পাতার মূল্য ( ২.৫০*১২)=৩০ টাকা
নাপা এক্সট্রা এর প্রত্যেক বক্সের মূল্য(২.৫০*১২*২০)=৬০০ টাকা

নাপা এক্সট্রা ওষুধের ভুল ব্যবহার ও পার্শ্ব প্রতিক্রিয়া

নাপা এক্সট্রা এর ভুল ব্যবহার এর অ্যান্টিকোয়াগুলেন্ট দ্বারা নিয়ন্ত্রিত প্রথাম্বিন কে প্রভাবিত করতে পারে।এছাড়াও অ্যালকোহল বা প্যারাসিটামলের ভুল ব্যবহার লিভার মেটাবলিজম বৃদ্ধি করতে পারে। তাই এরকম ওষুধ এর সাথে নাপা এক্সট্রা এর ব্যবহার লিভারের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব সৃষ্টি করতে পারে।

যদিও নাপা এক্সট্রা ওষুধের অনুমোদিত মাত্রা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, তবে ভুল জায়গায় নাপা এক্সটার অনুমোদিত মাত্রা ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। যেমনঃ ত্বকে বিভিন্ন সংক্রমণ ও আর্টিক্যারিয়া দেখা দিতে পারে।

গর্ভাবস্থা বা স্তনদানকালে নাপা এক্সট্রা এর ব্যবহার

এ বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের তথ্য অনুসারে গর্ভঅবস্থা বা স্তনদানকালে প্যারাসিটামল জাতীয় ঔষধ ব্যবহার করা নিরাপদ। অর্থাৎ গর্ভঅবস্থা বা স্তনদানকালে নাপা এক্সট্রা ব্যবহার করা যাবে। তবে গর্ভাবস্থা বা স্তনদানকালে নাপা এক্সট্রা ব্যবহার করার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

নাপা এক্সট্রা এর ব্যবহারে বিশেষ সতর্কতা

অনুমোদিত মাত্রায় নাপা এক্সট্রা ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া না থাকলেও যারা তীব্র লিভার ও কিডনি রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে নাপা এক্সট্রা সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। তবে এসব রোগে আক্রান্ত ব্যক্তিদের নাপা এক্সট্রা সেবনকালে, অন্যান্য প্যারাসিটামল জাতীয় ঔষধ সেবন করা যাবে না। এছাড়াও অতিরিক্ত চা ও কফি খাওয়া যাবে না। এতে লিভার ও কিডনির সমস্যা মারাত্মক আকার ধারণ করতে পারে।

নাপা এক্সট্রা এর কাজ কি-নাপা এক্সট্রা ব্যবহারে সঠিক নিয়ম সম্পর্কে লেখকের মন্তব্য

নাপা এক্সট্রা হলো প্যারাসিটামল ও ক্যাফেইন এর সংমিশ্রিত একটি ঔষধ।নাপা এক্সট্রা ওষুধে প্যারাসিটামল থাকায় এটি শরীরের বিভিন্ন ব্যথা ও প্রদাহ জনিত সমস্যা সমাধানে বেশ কার্যকর। পাশাপাশি নাপা এক্সট্রা ওষুধে ক্যাফেইন থাকার কারণে এই ওষুধের ভেদ্যতা বৃদ্ধি পায়, এবং শরীরে খুব তাড়াতাড়ি এর কার্যক্রম চালায়।

নাপা এক্সট্রা ঔষধ শুধুমাত্র ১২ বছরের কম বয়সী শিশু ছাড়া সকলের জন্য প্রযোজ্য। এছাড়াও এই ওষুধের একটি বড় সুবিধা হলো নির্দিষ্ট মাত্রায় সেবন করলে এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে গর্ভাবস্থায় অথবা কিডনি বা লিভার জনিত রোগে আক্রান্ত ব্যক্তিকে নাপা এক্সট্রা ঔষধ খাওয়ানোর পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।

”নাপা এক্সট্রা এর কাজ কি-নাপা এক্সট্রা ব্যবহারে সঠিক নিয়ম” আর্টিকেলটি আপনার কাছে ভালো লেগে থাকলে আপনার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম তথ্য পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন ,পাশাপাশি আর্টিকেলটিতে কোন ভুল বা ত্রুটি হলে তার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সলভ্ এ টু জেড এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url