রেডমি নোট 12 বাংলাদেশ প্রাইস-2024

আপনি কি রেডমি নোট ১২ ফোন কিনতে চাচ্ছেন? কিন্তু আপনি রেডমি নোট 12 বাংলাদেশ প্রাইস কত? সে সম্পর্কে আপনার কোন ধারণা নেই। অথবা রেডমি নোট ১২ ফোনটি বাজারে নতুন আসায় ফোনটি ক্রয় করতে আপনি কোন ভরসা পাচ্ছেন না।
তাহলে আজকে আর্টিকেলটি আপনার জন্য,আজকে আর্টিকেলে আলোচনা করব রেডমি নোট ১২ ফোনের বাংলাদেশ প্রাইস সম্পর্কে।রেডমি নোট 12 বাংলাদেশ প্রাইস সহ রেডমি ফোনের ব্যাটারি কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি, অপারেটিং সিস্টেম, চার্জিং সিস্টেম, সাউন্ড সিস্টেম, প্রসেসর র‍্যাম, রম সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
আপনি যদি রেডমি নোট ১২ ফোন কিনতে আগ্রহ প্রকাশ করে থাকেন, তাহলে আজকের আর্টিকেল শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
সূচিপত্রঃ রেডমি নোট 12 বাংলাদেশ প্রাইস
.

ভূমিকা

রেডমি নোট ১২ হলো রেডমি কোম্পানির ৫জি নেটওয়ার্ক সমর্থনকারী লেটেস্ট স্মার্টফোন। আনঅফিসিয়াল রেডমি নোট 12 বাংলাদেশ প্রাইস =২১৪৯৯ টাকা। এটি রেডমি ব্র্যান্ডের লেটেস্ট ফোন।এই লেটেস্ট ফোনে ৪ জেন ১টি চিপসেট প্রসেসর ব্যবহার করা হয়েছে।যার কারণে ফোনটি অন্যান্য ফোনের মত অল্প সময়ে গরম না হয়ে দীর্ঘ সময় পর্যন্ত চলে।
রেডমি নোট ১২ ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি হাইটেক ডিসপ্লে, যা ১২০Hz পর্যন্ত রিফ্রেশ রাখতে সক্ষম। এছাড়াও ফোনটিতে 8GB RAM এবং 256GB ROM বা storest ক্ষমতা রয়েছে। এবং ৫০০০ mah নন-টাইপ ব্যাটারি ও ৩৩ ওয়াট তারযুক্ত দ্রুত চার্জার রয়েছে। মিডিয়াম বাজেটের মধ্যে রেডমি ১২ ফোন অন্যান্য ফোনের তুলনায় বেশ এক্সপেন্সিভ।

এর প্রধান কারণ হলো রেডমি ফোনের ফিচার সমূহ যা অন্যান্য কোম্পানির ফোন গুলোর মধ্যে খুব একটা লক্ষ্য করা যায় না। এই কারণে রেডমি নোট ১২ মার্কেটে লঞ্চ করার আগে থেকে মোবাইল ক্রেতাদের মধ্যে আলোড়ন তৈরি হয়েছিল যা বর্তমানে রেডমি নোট ১২ ফোনকে জনপ্রিয়তার শিখরে উঠিয়েছে।

বর্তমানে বাংলাদেশে রেডমি নোট ১২ এর বিভিন্ন ভেরিয়েন্ট বাজারে চলমান রয়েছে, তাই আপনি রেডমি নোট ১২ ফোনকে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল যেকোনো ভাবে ক্রয় করতে পারবেন।

রেডমি নোট ১২ ফোনের ডিসপ্লে

রেডমি নোট ১২ ফোনে বিদ্যমান রয়েছে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। যা ১২০ Hz পর্যন্ত রিফ্রেশ থাকে এবং এর ব্রাইটনেস ১২০০ নিস(পিক) যা একটি হাই কোয়ালিটির ডিসপ্লে কে সমর্থন করে। এছাড়াও এই ফোনের ডিসপ্লে রেজুলেশন ১০৮০x২৪০০ পিক্সেল রেডমি নোট ১২ মোবাইলের ডিসপ্লে এর ঘনত্ব ৩৯৫ PPI আর এই মোবাইলে বিশেষ প্রটেকশনের জন্য কর্নিং গরিলা গ্লাস ৩ ব্যবহার করা হয়েছে।

রেডমি নোট ১২ ফোনের অপারেটিং সিস্টেম

রেডমি নোট ১২ ফোনটি শাওমি কোম্পানির রেডমি ব্র্যান্ডের একটি নতুন মডেলের মোবাইল। রেডমি নোট ১২ ফোনটি android 12 অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত। এই ফোনটির আন্তর্জাতিক ভেরিয়েন্টে এম আই ইউ আই ১৪ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং ইন্ডিয়ার ভেরিয়েন্টে এম আই ইউ আই ১৩ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

রেডমি নোট ১২ মোবাইলের চিপসেট

রেডমি নোট ১২ অ্যান্ড্রয়েড মোবাইলে ৬ ন্যানোমিটার মিটার প্রযুক্তির মাধ্যমে তৈরিকৃত কোয়ালকম SM4375 স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপসেট ব্যবহার করা হয়েছে। যার কারণে রেডমি নোট ১২ ফোন উন্নত ক্ষমতা প্রদানের পাশাপাশি ব্যাটারির শক্তি সাশ্রয় করে।

রেডমি নোট ১২ মোবাইলের সিপিইউ ও জি পি ইউ

রেডমি নোট ১২ ফোনে ব্যবহার করা হয়েছে অক্টাকোর সিপিইউ এবং অ্যাড্রেনো জিপিইউ।

রেডমি নোট ১২ ফোনের ব্যাটারি ও চার্জিং সিস্টেম

রেডমি নোট ১২ মোবাইলে রয়েছে লিথিয়াম আইয়ন ৫০০০ mah পাওয়ার যুক্ত ব্যাটারি। এছাড়াও এই ফোনে ৩৩ ওয়াট তার যুক্ত ফাস্ট চার্জার রয়েছে যা দিয়ে মাত্র ২২ মিনিটে ব্যাটারির ৫০% চার্জ করা সম্ভব। অর্থাৎ সম্পূর্ণ চার্জ করতে মাত্র ৪৪ মিনিট সময় লাগে।

রেডমি নোট ১২ মোবাইলের ফ্রন্ট ক্যামেরা

রেডমি নোট ১২ মোবাইলে রয়েছে ১৩ মেগাপিক্সেল F/2.5 সিঙ্গেল ক্যামেরা যার মাধ্যমে আপনি ৩০ এফপিএসএ ১০৮০ পিক ভিডিও ক্যাপচার করতে পারবেন, এছাড়াও রেডমি নোট ১২ ফোনে সেলফি ক্যামেরা সাথে এইচডিআর এর বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে।

রেডমি নোট ১২ মোবাইলের রেয়ার ক্যামেরা

রেডমি নোট ১২ ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা বিদ্যমান রয়েছে। সেগুলো হলো ৪৮ মেগাপিক্সেল( ওয়াইড) ,৮ মেগাপিক্সেল ( আল্ট্রা ওয়াইড), ও ২ মেগাপিক্সেল(ম্যাক্রো।রেডমি ব্র্যান্ডের এ নতুন ফোনে রেডমি মোবাইলের ক্যামেরা পাশাপাশি অন্তর্ভুক্ত করা হয়েছে ডুয়াল এবং এলইডি ডুয়াল টোন ফ্ল্যাশ। যার কারণে আপনি রেডমি নোট ১২ এর রিয়ার ক্যামেরা ব্যবহার করে ফুল এইচডি ভিডিও ক্যাপচার করতে পারবেন।

এক নজরে রেডমি নোট ১২ এর ফিচার সমূহ

উপরে রেডমি নোট ১২ ফোনের বেশ কিছু বিষয় সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছেএবং তা এক নজরে ক্যাপচার করার জন্য নিচে ছক আকারে দেওয়া হলো

Specification name

Specification

Model Name

Redmi Note 12

Mobile category

Smartphone

Mobile weight

Only 188 g

Network

2G, 3G,4G,5G

SIM

Hybrid Dual SIM

Display

6.67 inch -395 PPI density

Sound system

Sound Speaker

RAM

6GB-8GB

Storage memory

128GB-256GB

Outdoor memory

MicroSDXC

CPU

Octa-Core(2x2.0 GHZ,Cortex-A78 And 6x1.8 GHz, Cortex-A55)

GPU

Adreno 619

Bluetooth connection

5.1/A2DP/LE

USB

Type-C 2.0/OTG

Operating system

Android 12, MIUI 13 (Indian),MUMI -14 (International)

Front Camera

13 MP,F/2.5(Wide) 1/3.0”

Rear camera

Triple (48MP+8MP+2MP)

Battery power

LI-po 5000 mAH

Battery Quality

Fixed

রেডমি নোট 12 বাংলাদেশ প্রাইস সম্পর্কে লেখকের মন্তব্য

রেডমি ব্যান্ডের ২০২৪ সালের নতুন মডেল ফোন রেডমি নোট ১২। এই মোবাইলে রয়েছে উন্নত ডিসপ্লে এবং ৫০০০ mAh পাওয়ারের একটি লিথিয়াম আয়ন ব্যাটারি। পাশাপাশি এটি MUMI-12 Android system দ্বারা পরিচালিত। যার কারণে বাজেটের মধ্যে সবচেয়ে ভালো মানের ফোন হিসাবে ক্রেতাদের কাছে বহুল পরিচিত। বর্তমানে রেডমি নোট 12 বাংলাদেশ প্রাইস হলো =২১,৪৯৯ টাকা।

তবে এটি রেডমি নোট ১২ ফোনের আন অফিশিয়াল দাম। যা রেডমি নোট 12 ফোনের সর্বনিম্ন দাম হিসেবে পরিগণিত। আপনি যদি রেডমি ১২ ফোন কিনতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আজকের আর্টিকেল আশা করি আপনার উপকারে এসেছে। এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সলভ্ এ টু জেড এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url