টেলিটক সিমের এমবি অফার- ঐতিহাসিক ইন্টারনেট অফার সমূহ
আপনি কি টেলিটক সিম ব্যবহার করেন? টেলিটক সিমের বিভিন্ন ইন্টারনেট অফার থাকা সত্ত্বেও আপনি সেগুলো নিতে পারছেন না? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। আজকের আর্টিকেলে টেলিটক সিমের অত্যন্ত জনপ্রিয় ইন্টারনেট অফার, ও এমবি অফার সমূহ চালু করার কোড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
টেলিটক সিমের এমবি অফার ছাড়াও আজকের আর্টিকেল টেলিটক সিমের অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনি যদি টেলিটক সিমের এসব সুযোগ সুবিধা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। তাহলে আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। আশা করি আজকের আর্টিকেলটি আপনার উপকারে আসবে।
সূচিপত্রঃ টেলিটক সিমের এমবি অফার- ঐতিহাসিক ইন্টারনেট অফার সমূহ.
ভূমিকা
টেলিটক সিমের এমবি অফার প্রায় প্রত্যেকের কাছে প্রিয়। এর প্রধান কারণ হলো এটিই একমাত্র সিম যেখানে অল্প টাকায় বেশি এমবি অফার দিয়ে থাকে। বাংলাদেশের একমাত্র দেশি টেলিকম কোম্পানি হলো টেলিটক, তবে টেলিটক কোম্পানির নেটওয়ার্ক সার্ভিস খুব একটা ভালো না হওয়ায়,এর গ্রাহক সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে।
আর এই গ্রাহক সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে টেলিটক সিম কোম্পানি প্রতিনিয়ত ভালো মানের এমবি অফার ও মিনিট অফার প্রমোট করছে। টেলিটক সিমে যতগুলো অফার রয়েছে এদের মধ্যে অন্যতম অফার হলো এমবি অফার। কারণ বর্তমানে বাংলাদেশে যত গুলো সিম অপারেটর রয়েছে, তাদের মধ্যে অল্প টাকায় বেশি এমবি অফার শুধুমাত্র এই সিমেয় দিয়ে থাকে। পাশাপাশি এমবির মেয়াদ অন্যান্য সিম অপারেটরের তুলনায় বেশি হয়ে থাকে।
পূর্বে টেলিটক সিমের নেটওয়ার্ক সার্ভিস খারাপ হওয়ায় এর গ্রাহক সংখ্যা হ্রাস পেলেও বর্তমান সময়ে বিভিন্ন ইতিহাস কেন্দ্রীয় মিনিট অফারের জন্য দিন দিন এর গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি অফার গুলো নিতে চান, তাহলে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। আশা করি, এই আর্টিকেলটি ভালো লাগবে।
টেলিটক এমবি অফার
টেলিটক এমবি অফার জানতে বা নিতে হলে এই টপিকটি ভালো ভাবে পড়ুন। বাংলাদেশে অল্প টাকায় সবচেয়ে বেশি এমবি অফার দেওয়ার সিম হলো টেলিটক। তবে টেলিটকের অপরাজিতা ও বর্ণমালা সিমে সবচেয়ে বেশি এমবি অফার দিয়ে থাকে, যার কারণে এসব টেলিটক সিমের গ্রাহকরা সবচেয়ে বেশি এমবি অফার লুফে নিয়ে থাকে। নিম্নে টেলিটক সিমের এমবি অফার নিয়ে বিস্তারিত তথ্য ছক আকারে নিচে দেওয়া হলো।
৮ টাকায় ১ জিবি ইন্টারনেট
আপনি যদি টেলিটকের নতুন অপরাজিতা সিম ক্রয় করেন তাহলে সিমটা ক্রয়ের পর ৮ টাকায় আপনাকে ১ জিবি এমবি দেওয়া হবে। এই অফারটা শুধুমাত্র অন্যান্য সিমের মত কয়েক মুহূর্তের জন্য নয় বরং এটি দীর্ঘ সময় পর্যন্ত চলবে।টেলিটকের অপরাজিতা সিম কেনার পর ৮ টাকায় ১ জিবি ইন্টারনেট ক্রয়ের দিন থেকে শুরু করে পরবর্তী তিন মাস পর্যন্ত এ অফারটি আপনি নিতে পারবেন।
তবে তিন মাস পরে এই অফারটি আর আপনার সিমের জন্য প্রযোজ্য হবে না।৮ টাকায় ১ জিবি ইন্টারনেট বা এমবি অফার এর মেয়াদ সাতদিন পর্যন্ত থাকে, এখানে গ্রাহকদের একটু সুবিধা হল গ্রাহকরা দিনে যতবার খুশি এই অফারটি নিতে পারবেন। তবে এই অফারটি কেনার জন্য একটি নির্দিষ্ট কোড লিখে ডায়াল করতে হবে।ডায়ালকৃত কোড টি হলো - *১১১*৮#।
১৯ টাকায় ১ জিবি ইন্টারনেট
১৯ টাকায় ১ জিবি ইন্টারনেট, অফারটি টেলিটকের অপরাজিতা সিম থেকে নেওয়া যাবে। ১৯ টাকার মাধ্যমে নিতে পারেন ৩ দিন মেয়াদী ১ জিবি ইন্টারনেট এই অফারটি চালু করতে ডায়াল করুন *১১১*১৯# নাম্বারে।
৩৮ টাকায় ২ জিবি ইন্টারনেট
টেলিটক সিম দিচ্ছে ৩৮ টাকায় এক সপ্তাহ মেয়াদী ২ জিবি ইন্টারনেট ব্যবহারের সুযোগ। ৩৮ টাকায় ২ জিবি ইন্টারনেট মেয়াদ ৭ দিন। অফারটি নিতে বা অফারটি চালু করতে ডায়াল করুন *১১১*৩৮# নাম্বারে।
মার্চ মাস উপলক্ষে টেলিটক সিমের ইন্টারনেট অফার
টেলিটক সিম অপারেটর কোম্পানি দিচ্ছে মার্চ মাস উপলক্ষে সেরা ইন্টারনেট অফার। টেলিটক হলো বাংলাদেশের নিজস্ব সিম অপারেটর কোম্পানি, যার ফলে দেশের ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে টেলিটক এর সকল গ্রাহকদের টেলিটক সিম অপারেটর কোম্পানি দিচ্ছে মাত্র ৫০ টাকায় ৭ জিবি ইন্টারনেট ব্যবহারের সুযোগ।
টেলিটক সিমে ৫০ টাকায় ৭ জিবি ইন্টারনেট ব্যবহারের সুযোগ
মার্চ মাস উপলক্ষে টেলিটক সিমে ৫০ টাকায় ৭ জিবি ইন্টারনেট অফার, টেলিটক সিমের প্রত্যেকটি গ্রাহক নিতে পারবেন। শুধুমাত্র এই অফারটি নিতে আপনি আপনার টেলিটক সিমে মার্চ মাসে ৫০ টাকা রিচার্জ করতে হবে। এছাড়াও আপনি কোড ডালের মাধ্যমে 50 টাকায় ৭ জিবি ইন্টারনেট অফারটি নিতে পারেন খুব সহজে।
টেলিটক সিমে ৭ জিবি ইন্টারনেট পাচ্ছেন মাত্র ৫০ টাকায় মেয়াদ ৭ দিন এই অফারটি নেওয়ার জন্য ডায়াল করুন *১১১*৫০#।এই অফারটি টেলিটক সিমের সকল প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকরা অর্থাৎ টেলিটক সিমের সকল গ্রাহকরা অফারটি নিতে পারবেন।এই অফারটি টেলিটক সিমের গ্রাহকরা যতবার খুশি ততবার নিতে পারবেন।
টেলিটক সিমে ১৭ টাকায় ২ জিবি ইন্টারনেট অফার নেওয়ার নতুন কোড
টেলিটক সিম অপারেটর তাদের গ্রাহকদের দিচ্ছে মাত্র ১৭ টাকায় ২ জিবি ইন্টারনেট ব্যবহারের সুবর্ণ সুযোগ। তবে অফারটি নেওয়ার জন্য আপনার কাছে স্মার্টফোন থাকতে হবে এবং স্মার্টফোনে টেলিটক অ্যাপ ইন্সটল থাকতে হবে। টেলিটক অ্যাপ থেকে মাই অফারে গিয়ে সরাসরি ১৭ টাকায় ২ জিবি এই ইন্টারনেট প্যাকটি সিলেক্ট করতে হবে।
এর জন্য অবশ্যই আপনার মোবাইলের একাউন্টে সর্বনিম্ন ১৭ টাকা রিচার্জ থাকতে হবে।নতুবা আপনাকে বাইরে থেকে রিচার্জ করতে হবে।আগে টেলিটক সিমে ১৭ টাকায় ২ জিবি ইন্টারনেট নেওয়ার জন্য ইউএস এস ডি কোড ব্যবহার করা হতো।
১৭ টাকায় ২ জিবি ইন্টারনেট নিতে ডায়াল করতে হতো *১১১* ১৭#নাম্বারে।তবে বর্তমানে এই কোডটি আর কাজ করে না। তবে আপনি চাইলে নতুন সিস্টেমে মাত্র ১৭ টাকায় ২ জিবি ইন্টারনেট অফারটি নিতে পারবেন।
টেলিটক সিমের এমবি অফার- ঐতিহাসিক ইন্টারনেট অফার সমূহ সম্পর্কে লেখকের মন্তব্য
টেলিটক সিম হলো বাংলাদেশের একমাত্র নিজস্ব মালিকানাধীন সিম অপারেটর কোম্পানি। যা বর্তমানে 5G নেটওয়ার্ক পরিচালনার জন্য পরীক্ষা চলছে। এক সময় ইন্টারনেট সার্ভিস ভালো না হাওয়াই এই সিমের গ্রাহক সংখ্যা দিন দিন কমে যাচ্ছিল। তবে বর্তমানে বেশ কিছু অফার ও সুযোগ সুবিধার ফলে দিন দিন টেলিটক সিমের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
এটি এমন একটি সিম কোম্পানি, যা অতি অল্প টাকায় দুর্দান্ত ইন্টারনেট অফার দিয়ে থাকে। পাশাপাশি এটি বাংলাদেশের নিজস্ব মালিকাধীন সিম অপারেটর কোম্পানি হওয়ায় বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক সময়ে ধামাকা অফার দিয়ে থাকে।
আপনি যদি টেলিটক সিমের গ্রাহক হয়ে থাকেন, তাহলে আশা করি, আপনি টেলিটক সিমের এসব ধামাকা অফার গুলো মিস করবেন না। আজকের আর্টিকেলটি আপনার ভালো লেগে থাকলে আপনার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।
সলভ্ এ টু জেড এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url