টিক টক ভিডিও ডাউনলোড করার নিয়ম -টুলস সমূহ
আপনি কি আপনার tiktok একাউন্ট থেকে গুরুত্বপূর্ণ ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন? কিন্তু আপনি টিক টক ভিডিও ডাউনলোড করার নিয়ম জানেন না। অথবা ভিডিও ডাউনলোড করলে আপনার ভিডিওতে টিকটকের লোগো বা ওয়াটার মার্ক দেখা দেয়, যা পরবর্তীতে আপনার ডাউনলোড ভিডিও দেখতে ভিডিও প্রতি বিরক্তি সৃষ্টি করে, তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য।
আজকের আর্টিকেল আলোচনা করব ওয়াটার মার্ক ছাড়া টিক টক ভিডিও ডাউনলোড করার নিয়ম। এছাড়াও ওয়াটার মার্ক সহ টিক টক ভিডিও ডাউনলোড করার সুবিধা ও অসুবিধা এবং নতুনদের জন্য টিক টক ভিডিও ডাউনলোড করার সহজ নিয়ম সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে, আজকের আর্টিকেল বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
আপনি যদি এসব গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। আশা করি টিক টক ভিডিও ডাউনলোড করার নিয়ম সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে।
সূচিপত্রঃটিক টক ভিডিও ডাউনলোড করার নিয়ম-টুলস সমূহ
.
ভূমিকা
বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় বিনোদনের অ্যাপ হলো টিক টক এখন প্রত্যেকেই কম বেশি টিক টকের প্রতি বেশ আসক্ত। টিক টক হলো এক ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন মাধ্যম,তাই tik tok ভিডিও দেখার পাশাপাশি অনেকে টিক টক ভিডিও ডাউনলোড করতে চাই। তবে টিকটক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য অ্যাপ এর দরকার হয়, যেমনঃ ওয়ার্ড মার্ক।
আপনি যদি কখনো একটি টিকটক ভিডিও ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে টিকটক ভিডিও ডাউনলোড অ্যাপ এর সাহায্য নিতে হবে। তাহলে চলুন কিভাবে টিক টকে আপনার নিজের আপলোড করা ভিডিও ডাউনলোড করবেন। সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক।
আজকের আর্টিকেলে মূল আলোচনার বিষয় হলো টিক টক ভিডিও ডাউনলোড করার নিয়ম। আজকের এই আর্টিকেলটি অনেকের জন্য বেশ একটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। তবে যারা tiktok থেকে সর্বপ্রথম ভিডিও ডাউনলোড করতে যাচ্ছেন, তাদের জন্য tiktok ভিডিও ডাউনলোড করার নিয়ম আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।
এছাড়াও অনেকেই tik tok ভিডিও ডাউনলোড করার সময়, ভিডিওতে tiktok এর লোগো থেকে যায়।আজকের আর্টিকেলে লোগো বিহীন টিক টক ভিডিও কিভাবে ডাউনলোড করবেন, সে বিষয়ে আজকের আর্টিকেলে আলোচনা করা হয়েছে।
ওয়ার্ড মার্ক সহ টিক টক ভিডিও ডাউনলোড করার নিয়ম
আপনি কি জানেন tiktok আপনাকে শেয়ার বোতাম এর মাধ্যমে আপনার স্থানীয় ডিভাইস স্টোরেজে ভিডিও ডাউনলোড করতে দিয়ে থাকে। শেয়ার বোতামের মাধ্যমে ডাউনলোড করা যেকোন ভিডিওতে ভাসমান ওয়াটার মার্ক বিদ্যমান থাকে। এই ওয়াটার মার্ক বা জল ছাপ অনেক মানুষের পছন্দ করে না।কেউ কেউ এসব ভিডিওর প্রতি বিরক্তি প্রকাশ করে। আবার এটি অনেক সময় অস্বস্তিকর ও ঝুঁকিপূর্ণ হতে পারে।
তবে আপনি যদি জলছাপ সহ টিকটক থেকে যেকোন ভিডিও ডাউনলোড করতে শেয়ার অপশনটি ব্যবহার করতে হবে। তবে এক্ষেত্রে আপনার শেয়ারের অ্যাকাউন্টটি সার্বজনীন হতে হবে। পাশাপাশি লগইন থাকতে হবে।যেহেতু tiktok একটি মোবাইল অ্যাপ্লিকেশন তাই এর যাবতীয় কার্যক্রম মোবাইলের মাধ্যমে করায় উত্তম।
তবে আপনি চাইলে ল্যাপটপ অথবা কম্পিউটার থেকেও টিকটক এর ভিডিও ডাউনলোড করতে পারেন। ওয়াটার মার্ক বা জলছাপ সহ টিকটক থেকে ভিডিও ডাউনলোড করতে যেসব ধাপ অবলম্বন করতে হবে, নিচে তা পয়েন্ট আকারে দেওয়া হলোঃ
- ধাপঃ ১. টিকটক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে আপনার নিজের মোবাইল থেকে টিক টক অ্যাপটি লগইন করুন, এরপর আপনি যেই টিকটক ভিডিও ডাউনলোড করতে চাচ্ছেন তা নির্বাচন করুন।
- ধাপঃ ২. টিক টক ভিডিও ডাউনলোড করার জন্য আপনাকে অ্যাপের সাহায্য নিতে হবে। অ্যাপ ডাউনলোড করার পরে, আপনি tiktok থেকে যে ভিডিওটি ডাউনলোড করতে চান,সেটি প্লে করুন। এরপর নির্বাচিত ভিডিওটির নিচে একটি শেয়ার নামে অপশন রয়েছে, সেখানে ক্লিক করুন।
- ধাপঃ৩.এরপর আপনার ভিডিও ডাউনলোড অ্যাপ গুলো খুলুন। অ্যাপ গুলো খোলার পর আপনার কাছ থেকে কিছু সাধারণ অনুমতি চাওয়া হবে, সেগুলো দিন।এরপর আপনার সামনে সুইচ টু অটো সেভ(Switch to Auto Save)অপশন আসবে, সেই অপশনে ক্লিক করুন। এরপর কপি লিংকে ক্লিক করুন।
- ধাপঃ৪. এরপর টিক টক ভিডিও ডাউনলোড করার জন্য, ভিডিও ডাউনলোড (Vedio Download)এ ক্লিক করুন।
ওয়াটার মার্ক ছাড়া টিক টক ভিডিও ডাউনলোড করার নিয়ম
অনেকেই tiktok এ ডাউনলোড করা ভিডিওর মধ্যে ওয়াটার মার্ক কে অস্বস্তি কর মনে করেন। যার কারণে তারা চান জলছাপ বা ওয়াটারমার্ক বিহীন tiktok ভিডিও ডাউনলোড করতে। আপনি যদি এসব ব্যক্তিদের অন্তর্ভুক্ত হন, তাহলে আপনার জন্য ওয়াটারমার্ক বিহীন tiktok ভিডিও ডাউনলোড করার জন্য সাজেশন থাকবে,সেরা ও জনপ্রিয় দুটি tiktok ভিডিও ডাউনলোড টুলস।
আজকের আর্টিকেলে সেরা ও জনপ্রিয় দুটি tiktok ভিডিও ডাউনলোড টুলস সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো। টুলস দুটি হলোঃ
- TikDown
- Yeet Dl
Tik Down এর মাধ্যমে টিক টক ভিডিও ডাউনলোড করার নিয়ম
Tik Down হলো টিক টক ভিডিও ডাউনলোড ওয়েব টুল। যা আপনাকে ওয়াটার মার্ক ছাড়া টিক টক ডাউনলোড করতে সাহায্য করবে। আপনি tiktok এর যাবতীয় ভিডিও আসল ভিডিওর মত একই গুনে অর্থাৎ আপনি চাইলে MP4 বা MP3 ফরমেটে ডাউনলোড করতে পারবেন। এই ওয়েব টুলটি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ প্রত্যেকটি ডিভাইসে সহজে ব্যবহার করা যায়।
Yeet Dl এর মাধ্যমে টিক টক ভিডিও ডাউনলোড করার নিয়ম
Yeet Dl হলো ওয়াটারমার্ক বিহীন tiktok থেকে ছবি ডাউনলোড করার অত্যন্ত সহজ অ্যাপ।এই অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজে কোন প্রকার জলছাপ ছাড়াই, যে কোন ফরমেটে টিকটক থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।
এর জন্য আপনাকে এই টুলটি ডাউনলোড করতে হবে। টুলস ডাউনলোড হয়ে গেলে এটা ইন্সটল করতে হবে।ইন্সটল করার পর উপরোক্ত প্রক্রিয়ার মাধ্যমে টিকটক থেকে খুব সহজে ভিডিও ডাউনলোড করা যাবে।
টিক টক ভিডিও ডাউনলোড করার নিয়ম সম্পর্কে লেখকের মন্তব্য
টিক টক হলো বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটি সাধারণত বিনোদনের জন্য মানুষ ব্যবহার করে থাকে। টিক টক একটি মোবাইল অ্যাপ্লিকেশন হওয়ায় এই মাধ্যমে মোবাইল দিয়ে যাবতীয় কার্যক্রম করা যায়। অনেক সময় tiktok এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও ডাউনলোড করার প্রয়োজন পড়ে।
কিন্তু অনেকে টিকটক ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় তা জানে না তবে কিছু কিছু মানুষ ডাউনলোড করতে জানলেও তাদের ডাউনলোড করা ভিডিওতে ওয়াটারমার্ক বিদ্যমান থাকে। যা tik tok ভিডিও দেখার সময় অস্বস্তিকর ভিডিওতে পরিণত হয়। আজকের আর্টিকেলে আলোচনা করা হয়েছে, কিভাবে আপনি ওয়াটার মার্ক ছাড়া টিকটক থেকে ভিডিও ডাউনলোড করবেন।
এছাড়াও ওয়াটার মার্ক সহ টিক টক ভিডিও ডাউনলোড করার নিয়ম এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে আজকের আর্টিকেলে।আপনি যদি “টিক টক ভিডিও ডাউনলোড করার নিয়ম” আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে থাকেন, তাহলে আশা করি” আপনি আজকের আর্টিকেলটি থেকে উপকৃত হয়েছেন। আজকের আর্টিকেলটি ভালো লেগে থাকলে আপনার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করুন, ধন্যবাদ।
সলভ্ এ টু জেড এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url