গ্রামীণ মিনিট চেক - গ্রামীন সিমে এসএমএস কেনার কোড

আপনি কি বাংলাদেশের জনপ্রিয়,এক নম্বর নেটওয়ার্ক গ্রামীণ সিম অপারেটরের গ্রাহক? কিভাবে গ্রামীণমিনিট চেক করতে হয়, সে সম্পর্কে আপনার কোন ধারনা নেই ? এজন্য আপনি চিন্তিত! তাহলে চিন্তার কিছু নেই, আজকের আর্টিকেল এ গ্রামীণ মিনিট চেক সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
গ্রামীণ মিনিট চেক ছাড়া ও আজকের আর্টিকেল এ গ্রামীন সিমে এসএমএস কেনার কোড, তালিকা আকারে উল্লেখ করা হয়েছে। আপনি যদি গ্রামীণ মিনিট চেক করার পাশাপাশি গ্রামীণ এসএমএস কিনতে চান, তাহলে আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।আশা করি, আজকের আর্টিকেলটি আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ।
সূচিপত্রঃ গ্রামীণ মিনিট চেক- গ্রামীন সিমে এসএমএস কেনার কোড
.

গ্রামীণ মিনিট চেক

বর্তমানে বাংলাদেশে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা সর্বাধিক, তাই প্রতিনিয়ত গ্রামীণফোনের গ্রাহক নিজেদের ব্যালেন্স ও মিনিট চেক করার জন্য বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে থাকে। আবার অনেক গ্রাহক রয়েছে যারা ব্যালেন্স ও মিনিট চেক করতে পারেনা। কারণ তারা ব্যালেন্স ও মিনিট চেক করার কোন পদ্ধতি জানে না।
আজকের আর্টিকেল এ গ্রামীণ মিনিট চেক করার পদ্ধতি ,গ্রামীণ ব্যালেন্স চেক করার পদ্ধতি, কাস্টমার কেয়ার নাম্বার সহ আরো বেশ কিছু বিষয়সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। এছাড়াও গ্রামীণ মিনিট চেক করার কোন পদ্ধতি গ্রাহকদের জন্য সহজ আজকের আর্টিকেলে তা বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।

কত পদ্ধতিতে গ্রামীণ মিনিট অফার চেক করা যায়?

সাধারণত গ্রামীণ মিনিট অফার বা গ্রামীণ মিনিট ৩ পদ্ধতিতে চেক করা যায় যথাঃ
  • MY GP App ব্যবহার করে
  • এসএমএস এর মাধ্যমে
  • ইউএসএসডি কোড ব্যবহার করে

MY GP App ব্যবহার করে গ্রামীণ মিনিট চেক

সবচাইতে সহজ গ্রামীণ মিনিট চেক করার পদ্ধতি হলো মাই জিপি অ্যাপ।এই পদ্ধতিতে শুধুমাত্র মাই জিপি অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করে, আপনার মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন। লগইন করা হয়ে গেলে, আপনি সেখান থেকে আপনার এমবি অফার সহ মিনিট অফার, ব্যালেন্স এক কথায় গ্রামীণফোন সম্পর্কিত যেকোন বিষয় চেক করতে পারেন। এতে আপনাকে এস এম এস বা ইউএসএসডি কোড প্রদানের মত কোন ঝামেলায় পড়তে হয় না।

এসএমএস এর মাধ্যমে গ্রামীণ মিনিট চেক

গ্রামীণ মিনিট চেক করার আরেকটি জনপ্রিয় পদ্ধতি হলঃ এস এম এস এর মাধ্যমে গ্রামীণ মিনিট চেক। আপনার যদি স্মার্ট ফোন না থাকে অথবা স্মার্টফোনে এমবি না থাকে, তাহলে আপনি এসএমএস এর মাধ্যমে আপনার মোবাইলের মিনিট চেক করতে পারেন। এক্ষেত্রে আপনাকে তেমন একটা ইউএসএসডি কোড প্রদানের ঝামেলায় পড়তে হবে না।

তবে আপনার একাউন্টে এসএমএস প্রদানের জন্য নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স থাকতে হবে। তবে জানিয়ে রাখি এসএমএসে মাধ্যমে গ্রামীণ মিনিট চেক সব সময় কার্যকর হয় না, কারণ এটি অনেক সময় প্রচার অভিযান বা অফারের ওপর নির্ভর করে থাকে।

ইউএসএসডি কোড ব্যবহার করে গ্রামীণ মিনিট চেক

আপনার কাছে যদি স্মার্টফোন না থাকে তাহলে আপনি নির্দ্বিধায় ইউএসএসডি কোড ব্যবহার করে গ্রামীণ মিনিট চেক করতে পারেন। বর্তমানে ইউএসএসডি কোড ব্যবহার করে গ্রামীণ মিনিট চেক খুব একটা জনপ্রিয় না হলেও বাংলাদেশের বেশিরভাগ মানুষই এক রকম পরিস্থিতির শিকার হয়েই ইউ এস এস ডি কোড ব্যবহার করে গ্রামীণ মিনিট চেক করে থাকে।

এর প্রধান কারণ অনেকের কাছে স্মার্টফোন নেই, তবে ইউএসএসডি কোড প্রায় সব সময় কাজ করে থাকে।পাশাপাশি ইউএসএসডি কোড ব্যবহার করে খুব দ্রুত গ্রামীণ মিনিট চেক করা যায়। গ্রামীণ মিনিট চেক করার ইউএসএসডি কোড হলো *121*1*2#। আপনার যদি স্মার্টফোন না থাকে, তাহলে আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *121*1*2# কোডটি ডায়াল করলে, খুব দ্রুত আপনার গ্রামীণ সিমের মিনিট এর ব্যালেন্স জানতে পারবেন।

গ্রামীন সিমে এসএমএস কেনার কোড

গ্রামীণ সিমে এসএমএস ক্রয় করার কোড হল 1214#। 1214# কোডটি আপনার মোবাইলে ডায়াল অপশনে গিয়ে ডায়াল করলে, আপনার সামনে একটি নাম্বার লিস্ট প্রদান করা হবে। সেখান থেকে আপনি জিপি মিনিট, ইন্টারনেট এবং এসএমএস এর অফার লিস্ট দেখার জন্য নির্দিষ্ট নাম্বার লিখে সেন্ড করতে হবে।

আপনি যদি গ্রামীন সিমে এসএমএস ক্রয় করতে চান, তাহলে আপনাকে এই নাম্বার লিস্ট থেকে ৫ নাম্বার অপশনে ক্লিক করতে হবে। যেখানে আপনি বিভিন্ন মেয়াদের এসএমএস প্যাক ও মূল্য সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি এসএমএস ক্রয় করার কোড ও সেখানে পেয়ে যাবেন। তবে এ প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য আপনার এসএমএস প্রদানের জন্য নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স থাকতে হবে।

আজকের আর্টিকেলে এসএমএস কেনার নিয়ম সহ এস এম এস এর তালিকা প্রদান করা হয়েছে, তাহলে চলুন আর দেরি না করে এক নজরে এসএমএস এর তালিকা দেখে নেয়া যাক। 

এসএমএস এর পরিমান

এসএমএস এর মূল্য

এসএমএস প্যাক এর নাম

এসএমএস কোড

৫০ এসএমএস

১৪ টাকা

তিন দিন মেয়াদি প্যাক

*121*14#

১০০ এসএমএস

২৮ টাকা

৭ দিন মেয়াদি প্যাক

*121*16#

১১০ এসএমএস

২৬ টাকা

তিন দিন মেয়াদি প্যাক

*121*026#

১১৫ এসএমএস

৩৬ টাকা

মান্থলি এসএমএস প্যাক

*121*36#

২১৫ এসএমএস

৪৬ টাকা

তিন দিন মেয়াদি প্যাক

*121*46#

২১৫ এসএমএস

৬৬ টাকা

মান্থলি এসএমএস প্যাক

*121*66#

৩৫০ এসএমএস

৮৪ টাকা

মান্থলি এসএমএস প্যাক

*121*84#

৫০০ এসএমএস

৯৬ টাকা

মান্থলি এসএমএস প্যাক

*121*96#

৫২ এসএমএস

১৮ টাকা

প্রিয়তমা প্যাক 

*121*18#

২১০ এসএমএস

৪৯ টাকা

৭ দিন মেয়াদি প্যাক

*121*049#


[বি:দ্রঃ গ্রামীণ  এসএমএস কেনার কোড সর্বদা পরিবর্তন ছিল  তাই নিম্নত্ব কোড গুলো কাজ না করলে উপরের কোডগুলো ব্যবহার করে দেখতে পারেন]

এসএমএস এর পরিমান

এসএমএস এর মূল্য

এসএমএস প্যাক এর নাম

এসএমএস কোড

১০০> এসএমএস

৬.০০ টাকা 

৩ দিনের এসএমএস প্যাক 

*1211015*1#

*56618#

১০০ এসএমএস

৭.০০ টাকা 

৩ দিনের এসএমএস প্যাক 

*1211015*2#

*56618#

৫০ এসএমএস

৫.৯৯ টাকা 

৭ দিনের এসএমএস প্যাক 

*11110*06#

*56618#

১০০ এসএমএস

৭.০০ টাকা 

৭ দিনের এসএমএস প্যাক 

*1211015*4#

*56618#

৫০ এসএমএস

৫.৯৯ টাকা 

৩০ দিনের এসএমএস প্যাক 

*1211015*6#

*56618#

১০০ এসএমএস

১০.০০ টাকা 

৩০ দিনের এসএমএস প্যাক 

*1211015*7#

*56618#

২০০ এসএমএস

১১.০০ টাকা 

৩ দিনের এসএমএস প্যাক 

*1211015*3#

*56618#

২০০ এসএমএস

১৪.০০ টাকা 

৭ দিনের এসএমএস প্যাক 

*1211015*5#

*56618#

২০০ এসএমএস

১৯.০০ টাকা 

৩০ দিনের এসএমএস প্যাক 

*1211015*৪#

*56618#

৪৯৯ এসএমএস

৪৯.০০ টাকা 

৩০ দিনের এসএমএস প্যাক 

*1211015*9# *56618#

এসএমএস

টাকা 

এসএমএস প্যাক 

********

গ্রামীন কাস্টমার কেয়ার নাম্বার

যদি কোন কারনে অথবা আপনি উপরোক্ত পদ্ধতিতে গ্রামীণ মিনিট চেক করতে ব্যর্থ হন অথবা ঝামেলা মনে করেন, তাহলে আপনি গ্রামীণ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন। গ্রামীন কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে গ্রামীণ কাস্টমার কেয়ারের প্রতিনিধিরা আপনার গ্রামীন সিম সম্পর্কিত যাবতীয় সমস্যার (মিনিট চেক থেকে - ব্যালেন্স চেক পর্যন্ত) সমাধান করে দিবে।
গ্রামীন কাস্টমার কেয়ার নাম্বারঃ121

গ্রামীণ মিনিট চেক সম্পর্কে লেখকের কিছু কথা

সম্মানিত গ্রামীন গ্রাহক বিন্দু আজকের আর্টিকেলটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের আর্টিকেলে গ্রামীণ মিনিট চেক কিভাবে করতে হয়? সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনি যদি আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে থাকেন, তাহলে আশা করি গ্রামীণ সিমের মিনিট কিভাবে চেক করতে হয় তা বুঝতে পেরেছেন।

পাশাপাশি এসএমএস কিভাবে কিনতে হয় সে সম্পর্কে যথেষ্ট ধারণা হয়েছে। আজকের আর্টিকেলটি ভালো লেগে থাকলে আপনার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং এরকম গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সলভ্ এ টু জেড এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url