আজকের রডের দাম ২০২৪- আজকের এ কে এস রডের দাম ২০২৪
আজকের রডের দাম ২০২৪- আজকের এ কে এস রডের দাম ২০২৪ আর্টিকেলটি পড়ার ও সলভ এ টু জেড ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি বাসা বাড়ি তৈরি করার জন্য অল্প বাজেটের মধ্যে ভালো মানের রড ক্রয় করতে চান, তাহলে আজকের আর্টিকেল টি আপনার জন্য। আজকের আর্টিকেল এ বাংলাদেশে বেশ কয়েকটি কোম্পানির রডের দাম ও গুণগতমান বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বিশেষ করে AKS রডের মূল্য ও গুণগতমান সম্পর্কে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে আপনি যদি AKS কোম্পানির রড কিনতে চান অথবা দালান কোঠা নির্মাণ করতে চান, তাহলে আজকের আর্টিকেলটি আপনার অনেক উপকারে আসবে।
সূচিপত্রঃআজকের রডের দাম ২০২৪- আজকের এ কে এস রডের দাম ২০২৪.
AKS রডের দাম ২০২৪
আমাদের দেশে প্রতিনিয়ত বিভিন্ন অট্টালিকা দালান কোঠা ঘর বাড়ি তৈরি করা হচ্ছে।এইসব তৈরি করার জন্য প্রয়োজন পড়ছে বিপুল পরিমাণ রডের। কয়েক বছর পূর্ব মানুষ বাসা বাড়ির কাজে বাঁশ ব্যবহার করত কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন অট্টালিকা থেকে শুরু করে দালানকোঠা, ঘরবাড়ি প্রত্যেকটি জায়গায় রডের ব্যবহার করা হচ্ছে।
যেহেতু আমাদের দেশে দিন দিন ঘরবাড়ি নির্মাণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই স্বাভাবিকভাবেই রডের চাহিদা ও বৃদ্ধি পাচ্ছে। তবে পর্যাপ্ত পরিমাণ রড উৎপাদন সম্ভব না হওয়াই অথবা রডের কাঁচামাল সরবরাহ মূল্য বৃদ্ধি পাওয়ায় রডের চাহিদার পাশাপাশি দাম ও অনেক বৃদ্ধি পেয়েছে।
আরো পড়ুনঃ আবারো বাড়লো সোনার দাম ! আপনি যদি সোনা ক্রয় করতে চান, তাহলে জেনে নিন আজকের সোনার দাম কত ২০২৪
যেহেতু রডের বাজার মূল্য সর্বদা পরিবর্তনশীল তাই যারা রড কিনতে চান, অথবা বাসা বাড়ি তৈরির জন্য রডের প্রয়োজন সেইসব মানুষদের রডের বাজার মূল্য জানা একান্ত জরুরী। কেননা রডের আপডেট মূল্য বা রেট না জানলে অনেক অসাধু ব্যবসায়ী রয়েছেন, যারা রডের দাম বৃদ্ধি পেয়েছে অথবা রডের বাজার মূল্য বেশি দেখিয়ে আপনার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতাতে পারে। তাই রড কেনার পূর্বে রোডের বাজার মূল্য জানা একান্ত জরুরী।
AKS রডের গুনগত মান
আমাদের দেশে বেশ কয়েকটি রডের কোম্পানি রয়েছে, যদিও প্রত্যেকটি রডের কোম্পানির গ্রাহকদের মনে জায়গা করে নিতে পারেনি অর্থাৎ জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। তবে এদের মধ্যে বেশ কিছু কোম্পানি রয়েছে, যারা তাদের রডের গুনগত মান ও সুলভ মূল্যের জন্য গ্রাহকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে।
এদের মধ্যে AKS রড কোম্পানি অন্যতম, ১৯৫৩ সালে AKS রড কোম্পানি সর্বপ্রথম বাংলাদেশে তাদের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করে, পরবর্তীতে AKS কোম্পানির রডের স্থায়িত্ব, নিরাপত্তা ও অন্যান্য গুণাবলীর জন্য ধীরে ধীরে এটি বাংলাদেশের শীর্ষ রড কোম্পানির জায়গা দখল করে।
যদিও AKS কোম্পানির প্রথম যাত্রা শুরু হয়েছিল চট্টগ্রাম এলাকায় পরে এদের গুণগত মানের জন্য পুরো বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করে। আর যদি প্রশ্ন আসে AKS রডের গুনগত মান নিয়ে তাহলে আপনাদের জানিয়ে রাখি যেহেতু AKS রড বাংলাদেশের শীর্ষ কয়েকটি রডের মধ্যে অন্যতম সুতরাং AKS রডের গুণগত অবশ্যই ভালো। কারণ কথায় আছে এক নম্বর জিনিস এর গুনগত মান সর্বোত্তম ই হয়।
একেএস রডের দাম ২০২৪
বর্তমানে বাজারে অন্যান্য রডের তুলনায় একেএস রডের চাহিদা অনেক বেশি। এর প্রধান কারণ হলো একে এস রড কোম্পানি তে স্বল্প মূল্যে পরীক্ষিত ও ভালো মানের রড পাওয়া যায়। তবে রডের কাঁচামালের মূল্য বৃদ্ধি পাওয়ায় বর্তমানে AKS কোম্পানির রডের বিক্রয় মূল্য বৃদ্ধি করা হয়েছে।তাই সঠিক মূল্য না জানলে আপনি রডের দোকানে গিয়ে বিভিন্ন প্রতারণা শিকার হতে পারেন।
বর্তমানে এক টন AKS রডের বাজার মূল্য ৯৩ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত যা কয়েক মাস পূর্বে ৭৮ হাজার থেকে 90 হাজার টাকা পর্যন্ত ছিল। এছাড়াও রডের দাম সর্বদা পরিবর্তনশীল,তাই সঠিক তথ্য জানতে আপনার নিকটস্থ রডের দোকান অথবা পাইকারি রড বিক্রেতার সাথে যোগাযোগ করতে পারেন।
এক কেজি একেএস রডের মূল্য কত
উপরে আলোচনা করা হয়েছে AKS রডের মূল্য সম্পর্কে। উপরোক্ত টপিকে এক টন AKS রডের মূল্য ৯৩ হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এখন প্রশ্ন হলো ১ কেজি রডের মূল্য কত? বাজারে সাধারণত টন হিসেবে রড বিক্রি করা হয় তাই আপনি যেখানে রডের মূল্য তালিকা দেখেন না কেন, আপনাকে প্রতি টনের মূল্য দেখানো হবে তাই আপনি যদি প্রতি কেজি রডের মূল্য জানতে চান
তাহলে জানিয়ে রাখি এক টন সমান এক হাজার কেজি তাহলে AKS রড এর মূল্য ৯৩ হাজার থেকে এক লক্ষ টাকা হলে, ১ কেজি রডের মূল্য ৯৩ থেকে ১০০ টাকা। নিম্নে AKS রডের মূল্য তালিকা আকারে উল্লেখ করা হলো।
একেএস রডের আজকের বাজার দরকোয়ালিটি
আজকের রডের দাম ২০২৪
আজকের রডের দাম কত টাকা ২০২৪ সম্পর্কে অনেকেরই ধারণা নেই। কেননা রডের দাম সর্বদা পরিবর্তনশীল, কিছুদিন পূর্বে রডের দাম প্রতি কেজি ৮০ থেকে ৮৫ টাকা ছিল। বর্তমানে অর্থনৈতিক দুর্গতির কারণে এবং ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। আর এই কারণে বর্তমানে রডের দাম কেজি প্রতি মিনিমাম ১০ থেকে ১২ টাকা বৃদ্ধি পেয়ে ৯৬ থেকে ১০৫ টাকায় উঠেছে।
কেননা রোডের কাঁচামাল বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। যার কারণে সেখানে ডলার কেনা বেচা করতে হয় যেহেতু দলের দাম বৃদ্ধি পেয়েছে তাই স্বাভাবিকভাবেই আমদানি মূল্য বৃদ্ধি পেয়েছে, তাই বাংলাদেশের রড কোম্পানি তাদের রডের বিক্রয় মূল্য বৃদ্ধি করেছে।
যেহেতু পূর্বের উৎপাদন খরচের চেয়ে ডলারের দাম বৃদ্ধির কারণে বর্তমানে উৎপাদন খরচ অনেকটাই বেশি, যার কারণে বৃদ্ধি পাচ্ছে রডের দাম।এক বছর পূর্বেও রডের দাম কেজি প্রতি প্রায় ১০ থেকে ১২ টাকা কম ছিল। অর্থাৎ এক বছর পূর্বে রডের দাম ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত ছিল। আপনাদের মধ্যে অনেক গ্রাহক রয়েছে যারা পূর্বের দাম অনুযায়ী বাসা বাড়ির হিসাব করে থাকেন।
তবে পরবর্তীতে রডের দাম পূর্বের তুলনায় বেশি দেখে অনেকেই বাড়ি করতে চায় না আবার অনেক সময় রডের দোকানদার এই সুযোগটাকে কাজে লাগিয়ে অনেক মানুষকে ঠকিয়ে থাকে। তাই রড কেনার পূর্বে অবশ্যই আজকের রডের দাম ২০২৪ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা থাকতে হবে। আর এ ধারণা পেতে আপনি আমাদের solve a to z ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।
আজকের রডের দাম ২০২৪- আজকের এ কে এস রডের দাম ২০২৪ সম্পর্কে লেখকের মন্তব্য
আজকের আর্টিকেল এ একেএস রডের বর্তমান মূল্য , রড কোম্পানির সূচনা কত সালে একেএস রডের গুনগত মান ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের আর্টিকেল এ শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনি যদি আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে থাকেন, তাহলে আশা করি একেএস রডের বাজার মূল্য কত সে সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা হয়েছে।
ভালো লেগে থাকলে আপনার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং সলভ ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি ওয়েবসাইটের পোস্ট না বুঝলে বা বুঝতে সমস্যা হলে আমাদের ওয়েবসাইটের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। অথবা যোগাযোগ অপশনে গিয়ে সলভ এ টু জেড ওয়েবসাইটের এডমিনের সাথে যোগাযোগ করতে পারেন, ধন্যবাদ।
সলভ্ এ টু জেড এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url