কোড বসিয়ে টাকা ইনকাম করার রিয়েল ওয়েবসাইট
কোড বসিয়ে টাকা ইনকাম করা বা Captcha Job করা বর্তমানে অনলাইন জগতে অত্যন্ত জনপ্রিয়। বর্তমান সময়ে অনেকেই এই কাজ করতে চায়, তবে তারা কোড বসিয়ে টাকা ইনকাম করার সঠিক মাধ্যম ও নিয়ম জানে না। তাই এই মাধ্যমে বেশিরভাগ মানুষ ফ্রড ওয়েবসাইটে তাদের মূল্যবান সময় নষ্ট করে বা প্রতারণার শিকার হয়।
আপনি যদি অন্যান্য মানুষের মতই কোড বসিয়ে টাকা ইনকাম করতে চান, তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। আজকের আর্টিকেল এ কোড বসিয়ে টাকা ইনকাম করার রিয়েল ওয়েবসাইট ও অ্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এছাড়াও কোড বসিয়ে ইনকাম করা টাকা উত্তোলন সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনি যদি কোড বসিয়ে টাকা ইনকাম করতে চান,তাহলে আজকের আর্টিকেল শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। আশা করি “আজকের আর্টিকেলটি আপনার উপকারে আসবে।
সূচিপত্রঃ কোড বসিয়ে টাকা ইনকাম করার রিয়েল ওয়েবসাইট.
ভূমিকা
বন্ধুরা”আপনারা কেমন আছেন, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো যথেষ্ট আছি। আপনাদের মধ্যে অনেকেই অনলাইনে ইনকাম করতে চান,আর সেটি যদি হয় কোড বসিয়ে তাহলে তো আর কোন কথাই নেই।
তাই আপনাদের জন্য আজকের আর্টিকেলে বর্তমান সময়ের সেরা ও রিয়েল ইনকাম করার সাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ সকল ইনকাম করার সাইটে আপনি শুধুমাত্র কোড বসিয়ে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।তবে কোড বসিয়ে অনলাইন থেকে ইনকাম করতে হলে আপনাকে বেশ কিছু নিয়ম নীতি অনুসরণ করতে হবে।
পাশাপাশি বিভিন্ন পর্যায় অতিক্রম করতে হবে। তবে আপনি কোড বসিয়ে একটি ভালো অংকের টাকা ইনকাম করতে পারবেন।কোড বসিয়ে টাকা ইনকাম করতে হলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, তা হলো গুগল প্লে-স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড কৃত অ্যাপ এ কোড বসানোর মাধ্যমে টাকা ইনকাম করতে হবে।
কোড বসিয়ে টাকা ইনকাম করার অ্যাপ
কোড বসিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম করার বেশ কিছু অ্যাপ রয়েছে। তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুইটি অ্যাপ এর নাম নিচে দেওয়া হলো যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে কোড বসে টাকা ইনকাম করতে পারবেন।
- Star Money 2021
- Captcha
Star Money অ্যাপ ডাউনলোড
Star Money অ্যাপ ডাউনলোড করতে হলে প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে Star Money 2021 লিখে সার্চ করতে হবে।এরপর গুগল প্লে স্টোরে Star Money 2021 অ্যাপটি শো করবে, সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। তবে জানিয়ে রাখি কোড বসিয়ে টাকা ইনকাম করার বেশ কয়েকটি অ্যাপ বাংলাদেশে কাজ করে না।
Star Money অ্যাপ এদের মধ্যে একটি। তাই এই অ্যাপে কাজ করার জন্য আপনাকে নির্দিষ্ট ভিপিএন ব্যবহার করতে হবে। যার মাধ্যমে আপনি বাংলাদেশে বসেই Star Money অ্যাপে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। এই অ্যাপে কাজ করার জন্য আপনাকে যে ভিপিএন টি ব্যবহার করতে হবে সেটি হলো Turbo VPN।
Star Money অ্যাপে কাজ করার সময় অবশ্যই ভিপিএনটি কানেক্ট করে তারপর কাজ করবেন। অন্যথায় আপনার শুধুমাত্র কাজ করাই হবে,কাজ করার জন্য আপনি পেমেন্ট পাবেন না।
Star Money App রেজিস্ট্রেশন এর নিয়ম
Star Money App ইন্সটল করার পরে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে ও রেজিস্ট্রেশন নামক অপশনে ক্লিক করতে হবে। এরপর Star Money App কর্তৃক আপনাকে একটি ফর্ম প্রদান করা হবে, আপনি উক্ত ফর্মে আপনার নাম, ইমেইল এড্রেস, পাসওয়ার্ড এবং রেফার কোড প্রদান করে সাবমিট নামক অপশনে ক্লিক করবেন তাহলেই Star Money App রেজিস্ট্রেশন করা হয়ে যাবে। এরপর আপনাকে উক্ত অ্যাপে লগইন করতে হবে, এর জন্য আপনার ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড প্রদান করতে হবে।
Star Money App এ কাজ করার নিয়ম
অনলাইনে ইনকাম করা অত্যন্ত সহজ, যদি আপনি উক্ত কাজে পারদর্শী হন অথবা কাজটি করার সঠিক নিয়ম জানেন। আর যদি আপনি এ কাজে পারদর্শী না হন অথবা কাজ করার সঠিক নিয়ম না জানেন, তাহলে অনলাইন থেকে ইনকাম করা যতটা সহজ ঠিক ততটাই কঠিন।আমরা যখন বলি কোড বসিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম,তখন এ বিষয়টি শুনতে অনেক সহজ লাগে।
তবে আপনি যদি কোড বসিয়ে ইনকাম করার সঠিক নিয়ম না জানেন তাহলে আপনি এই পদ্ধতিতে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন না। তাহলে চলুন আর দেরি না করে অনলাইন থেকে কোড বসিয়ে টাকা ইনকাম করার সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।প্রথমে আপনি Star Money App লগইন করুন, এরপর Daily Check বা Promo Code অপশনে ক্লিক করুন,
এরপর আপনাকে একটি শূন্যস্থানে 8888 কোড বসিয়ে সাবমিট নামক অপশনে ক্লিক করুন। ক্লিক করার কয়েক মিনিটের মধ্যে আপনি উক্ত অ্যাপ থেকে ৪০০ টাকা বোনাস পেয়ে যাবেন।এরপর আপনার দক্ষতা অনুযায়ী আপনি ম্যাথ করে,স্পিন করে ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে রেফার করে, স্কেচ করেও Star Money App থেকে ভালো অংকের টাকা ইনকাম করতে পারেন।
Star Money App Tracking Code:721570
Star Money App ইনকাম কিন্তু টাকা কিভাবে উত্তোলন করবেন
আপনি যদি এই অ্যাপে কোড বসিয়ে 20 ডলার ইনকাম করতে পারেন, তবে তা আপনি আপনার বিকাশ, রকেট, নগদ যেকোনো অ্যাকাউন্টে আপনার টাকা উইথড্র করতে পারবেন। তবে এক্ষেত্রে টাকা উইথড্র রিকোয়েস্ট প্রদানের ২৪ ঘন্টা পর আপনার একাউন্টে টাকা আসবে।
Captcha App ডাউনলোড
বর্তমানে বাংলাদেশে কোড বসিয়ে টাকা ইনকাম করার দ্বিতীয় জনপ্রিয় মাধ্যম হলো Captcha।এই মাধ্যমে কাজ করতে হলে প্রথমে আপনাকে Captcha App ডাউনলোড করতে হবে।এরপর উপরোক্ত পদ্ধতিতে অ্যাপ টি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনার ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
Captcha App যেভাবে কাজ করবেন
আপনার Captcha অ্যাকাউন্টে লগইন বা সাইন করার পর নিচের দিকে Crwll করলে টেলিগ্রাম নামক অপশন শো করবে, সেখানে ক্লিক করুন।তবে টেলিগ্রাম অপশনে ক্লিক করার পূর্বে অবশ্যই আপনাকে টেলিগ্রামে অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর আপনাকে টেলিগ্রাম গ্রুপের Start Work এ নিয়ে যাওয়া হবে।
Start Work এ ক্লিক করলে Captcha কর্তৃক আপনাকে একটি কোড প্রদান করা হবে, উক্ত কোড লিখে সাবমিট করলেই আপনার একাউন্টে কিছু পরিমাণ টাকা জমা হবে। এভাবে বেশ কয়েকবার কোড প্রদান করে বা সাবমিট করে এই পদ্ধতিতে আপনি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।
Captcha অ্যাপ থেকে টাকা উত্তোলন
টাকা উত্তোলন, যেকোনো কাজের ক্ষেত্রেই একটি বড় ভূমিকা পালন করে। আপনি যদি সারাদিন গাধার মত কাজ করে যান, অথচ আপনি সে কাজের মূল্য অথবা পেমেন্ট উত্তোলন করতে না পারেন,তাহলে সে কাজ করার থেকে না করাই ভালো।
সেই কাজটা যত সহজ হোক না কেন। তাই কোন কাজ করার পূর্বে আপনাকে জানতে হবে উক্ত কাজের টাকা কিভাবে উত্তোলন করা যায়। Captcha App এ কোড বসিয়ে টাকা ইনকাম করাও এর ব্যতিক্রম নয়। তাহলে চলুন Captcha তে কিভাবে টাকা উত্তোলন করা যায়?
Captcha App থেকে থ্রিড ডট মেনুতে ক্লিক করে Payout নামক অপশনে ক্লিক করবেন, তারপর আপনার সামনে Chang Wallet নামক একটি অপশন শো করবে,আপনি সেখানে ক্লিক করুন। এরপর আপনি যেকোনো একটি ওয়ালেট খুলে উক্ত অ্যাপের সাথে সংযুক্ত করুন।
এরপর আপনি আপনার একাউন্ট থেকে কত টাকা বের করতে চান, সেই পরিমাণ অ্যামাউন্ট দিয়ে আপনার একাউন্টে রিকোয়েস্ট করলে,পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে আপনার একাউন্টে আপনার কাজের পেমেন্ট চলে আসবে।
কোড বসিয়ে টাকা ইনকাম করার রিয়েল ওয়েবসাইট সম্পর্কে লেখকের মন্তব্য
Star Money App টি ২০২১ সালে সংস্কৃত হয়েছে,তাই ২০২৪ সালে কেমন কাজ করবে সে সম্পর্কে আমার যথেষ্ট ধারণা নেই তবে ২০২১ সাল ও ২২ সালে ওয়েবসাইট টি রিয়েল ইনকাম করার ওয়েবসাইট হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছিল। তাই বর্তমান সময়ে ওয়েব সাইটটি কতটা রিয়েল তা আপনি ওয়েবসাইটে কাজ করার মাধ্যমে জানতে পারেন।
কোড বসিয়ে টাকা ইনকাম করা অনলাইনে একটি জনপ্রিয় মাধ্যম হলেও বর্তমান সময়ে এই মাধ্যমে বেশিরভাগ ওয়েব সাইটে ফ্রড বা ভুয়া। তাই এই মাধ্যমে ইনকাম করতে চাইলে অবশ্যই আপনাকে ভেবে চিন্তে কোড বসিয়ে টাকা ইনকাম করার সঠিক ওয়েবসাইট খুঁজে বের করতে হবে।নতুবা আপনিও প্রতারণার শিকার হতে পারেন।
আজকের আর্টিকেল টি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে থাকেন, তাহলে আশা করি কোড বসিয়ে টাকা ইনকাম করার বিষয়টি আপনি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সলভ্ এ টু জেড এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url