দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করার নিয়ম 2024

সল্ভ এ টু জেড ওয়েব সাইটে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি বিশেষ প্রয়োজনে জমি কিনতে চাচ্ছেন, কিন্তু জমির সঠিক মালিকানা যাচাই করতে জানেন না। এজন্য আপনি কি খুব চিন্তিত? তাহলে চিন্তার কোন কারণ নেই, আজকের আর্টিকেল এ অনলাইনের মাধ্যমে কিভাবে দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আজকের আর্টিকেল এর মূল আলোচনার বিষয় হলো দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করার নিয়ম। আপনার যদি বিশেষ প্রয়োজনে জমি কিনতে হয় এবং জমির মালিকানা যাচাই করতে হয়, তাহলে আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। কেননা আজকের আর্টিকেল এ দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করার নিয়ম এর পাশাপাশি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে, যা আপনাকে যে কোন জমির মালিকানা যাচাই এ সহায়তা করবে।

সূচিপত্রঃ দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করার নিয়ম 2024

,

দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করার সঠিক পদ্ধতি

এখন আমরা ডিজিটাল বাংলাদেশ বসবাস করছি, যার কারনে আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজের প্রযুক্তির সাহায্য নিয়ে থাকি। এক কথায় বলতে আমরা সকলে কমবেশি প্রযুক্তির ওপর নির্ভরশীল। যদিও আজকের টপিকটি প্রযুক্তি উন্নতির বিষয়ে নয়। আজকের আর্টিকেল এর মূল আলোচনার বিষয় হলো দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করার নিয়ম।
বর্তমানে জমির মালিকানা যাচাইয়ের একাধিক পদ্ধতি বিদ্যমান রয়েছে। যেমনঃ খতিয়ান নম্বর,মৌজা নম্বর, দাগ নাম্বার ইত্যাদি। আমাদের মধ্যে অনেকেই রয়েছে, যাদের জমির মালিকানা যাচাইয়ের পদ্ধতি গুলো সম্পর্কে কোন ধারণা নেই, এজন্য সেই সব ব্যক্তিবর্গ যখন কোন জমি কিনে থাকে এবং দালাল বা অন্য কোন ব্যক্তি বা গোষ্ঠীর চাপে জমির সঠিক মালিকানা যাচাই করতে ব্যর্থ হয়।

এক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ঝামেলার সৃষ্টি হয়।এছাড়াও জমির সঠিক মালিকানা যাচাই করতে না পারলে আপনি প্রতারণার শিকার হতে পারেন। তাই আর সময় নষ্ট না করে চলুন দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যায়।

জমি মালিকানা যাচাইয়ের প্রয়োজনীয়তা কি?

আমরা সবাই অনেক কষ্ট করে টাকা রোজগার করে থাকি, এ কষ্টের টাকা দিয়ে অনেক সময় বিশেষ প্রয়োজনে জমি কিনতে হয়। এদের মধ্যে অনেকেই ভুল কদিন জমি কিনে থাকে,আর ভুল পদ্ধতিতে জমি ক্রয়ের সময় বেশিরভাগ মানুষই প্রতারণা শিকার হয়। এর প্রধান কারণ হলো তারা জমির সঠিক মালিকের নাম জানে না। আপনি যদি সেই সব ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে না চান তাহলে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করার নিয়ম

বর্তমান সময়ে বাংলাদেশে যেসব যুগান্তকারী বিপ্লব ঘটেছে, তার মধ্যে অন্যতম হলো ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন অফিসের কাজ সম্পূর্ণ করা। জমিজমা সংক্রান্ত কাজও এর ব্যতিক্রম নয়। বর্তমানে ঘরে বসে খুব সহজে অনলাইনের মাধ্যমে জমি- জমা সংক্রান্ত তথ্যাবলী সংগ্রহ করা যায়।

অর্থাৎ আপনি চাইলে ঘরে বসে যেকোনো জমির পর্চা বের করতে পারবেন, তবে এর জন্য আপনাকে বেশ কিছু ধাপ অনুসরণ করতে হবে। আপনি যদি দাগ নম্বর দিয়ে জমির মালিকের নাম জানতে চান, অথবা জমির দাগ নাম্বার দিয়ে জমির মালিকানা যাচাই করতে চান, তাহলে আপনাকে বেশ কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে।

জমির মালিকের নাম বের করার নিয়ম

বাংলাদেশে জমির মালিকের নাম বিভিন্নভাবে বের করা যায়। আপনি চাইলে জেলা. উপজেলা, মৌজার দাগ নম্বর দিয়ে ও জমির অরজিনাল মালিকানা যাচাই করতে পারেন। তবে এর জন্য আপনার বেশ কিছু বিষয় জানতে হবে সেগুলো হলোঃ
  • বিভাগের নাম
  • জেলার নাম
  • উপজেলা বা থানার নাম
  • খতিয়ানের কোয়ালিটি বা ধরন
  • মৌজা নাম্বার
  • খতিয়ান নাম্বার বা দাগ নাম্বার
আপনি যদি কোন জমির মালিকের নাম বের করতে চান তাহলে উপরোক্ত কয়েকটি পয়েন্ট বা তথ্য জানতে হবে তবেই আপনি জমির সঠিক মালিকের নাম বা জমির মালিকানা বের করতে পারবেন।

দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করার নিয়ম ২০২৪

দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করতে হলে আপনাকে সর্ব প্রথম ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এজন্য অবশ্যই আপনার কাছে একটি মোবাইল ফোন অথবা কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে। পাশাপাশি হাই স্পিড নেট কানেকশন থাকতে হবে, এছাড়াও জমির মালিকের নাম বের করার জন্য আরো বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে সেগুলো নিচে পয়েন্ট আকারে দেওয়া হলঃ
  • দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করতে হলে সর্বপ্রথম আপনাকে ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.eporcha.gov.bd তে প্রবেশ করতে হবে।
  • ওয়েবসাইটে প্রবেশ করার পর crowll করে নিচের দিকে আসলে আপনার সামনে নাম জরি খতিয়ান নামক অপশন শো করবে, আপনাকে উক্ত অপশনে ক্লিক করে প্রবেশ করতে হবে।
  • নামজারি খতিয়ানে প্রবেশ করার পর,নামজারি খতিয়ানের অনলাইন মেনুবার থেকে আবেদন নামক অপশন সিলেক্ট করতে হবে এবং উক্ত অপশনটিতে প্রবেশ করলে আপনার সামনে একটি ফর্ম প্রদান করা হবে। উক্ত ফর্মে আপনি যে দাগ নাম্বার বা জমির মালিকের নাম জানতে চান সেই স্থানের বিভাগ, জেলা, উপজেলা, এবং মৌজা সিলেক্ট করতে হবে।
  • পরবর্তী ধাপে আপনি যদি দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম জানতে চান, তাহলে জমির দাগ নম্বর বসাতে হবে। আর যদি জমির মালিকের নাম দিয়ে দাগ নম্বর জানতে চান , সে ক্ষেত্রে সরাসরি নাম বসিয়ে দিতে হবে।( বিঃদ্র আমাদের মধ্যে অনেকে রয়েছেন যারা মনে করেন, জমির দাগ নাম্বার দিয়ে মালিকের নাম বের করতে হলে খতিয়ান নম্বর প্রদান করার আবশ্যক।তবে অনলাইনে দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম জানার সময় নামজারীর আবেদন ফরমে মৌজা সিলেক্ট করলে ক্রম অনুসারে খতিয়ান নাম্বার আপনা আপনি শো করবে)।
  • খতিয়ানে আপনি চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জমির দাগ নাম্বার এবং জমির মালিকের নাম খুঁজে নিতে পারেন।
  • এছাড়াও আপনি চাইলে নামজারি খতিয়ান অনুসন্ধান ফর্মে সকল তথ্য পুনরায় যাচাই করে আপনার কাঙ্খিত দাগ নাম্বার বা নামের উপর ডাবল ক্লিক করে, জমির দাগ নম্বর, জমির মালিকের নাম, জমির পরিমাণ সহ আরো বিভিন্ন তথ্য দেখে নিতে পারেন।
উপরে যে কয়টি পদ্ধতির কথা আলোচনা করা হয়েছে আপনি যদি উক্ত পদ্ধতি গুলো যথাযথভাবে সম্পূর্ণ করেন,তাহলে আপনার জমির দাগ নাম্বার দিয়ে খুব সহজেই জমির মালিকের নাম অথবা জমির মালিকানা জানতে পারবেন।
এছাড়াও আপনি চাইলে অনলাইনের মাধ্যমে নামজারি খতিয়ানের সার্টিফাইড কপি করতে পারেন। আপনি যদি নামজারি খতিয়ানের সার্টিফাইড  কপি তুলতে চান তাহলে আপনাকে নামজারি খতিয়ান থেকে সার্টিফাইড কপির জন্য আবেদন করতে হবে, নিম্নে সার্টিফাইড কপির জন্য আবেদন করার নিয়ম সম্পর্কে আলোচনা করা হলো।

সার্টিফাইড কপি করার জন্য আবেদন করার নিয়ম

সার্টিফাইড কপি করার জন্য প্রথমে আপনাকে অনলাইনে বেশ কিছু ধাপ অবলম্বন করতে হবে এবং কপি করার আবেদন বা অনুসন্ধান প্রক্রিয়া শেষ হলে, খতিয়ান আবেদন ফরমের নিচের দিকে খতিয়ান আবেদন নামক বাটনে ক্লিক করতে হবে।

খতিয়ান আবেদন বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে। উক্ত পেইজের কাঙ্খিত তথ্য আপনার পছন্দ অনুযায়ী যে কোন সাইজের পেজে প্রিন্ট করতে পারেন।খতিয়ান সার্টিফাইড কপির আবেদনের জন্য বেশ কয়েকটি বিষয় সতর্ক থাকা একান্ত জরুরী সেগুলো হলঃ
  • খতিয়ান আবেদনকারীর নাম
  • খতিয়ান আবেদনকারী জাতীয় পরিচয় পত্র নাম্বার
  • আবেদনকারীর ই-মেইল ও মোবাইল নাম্বার
  • সম্পূর্ণ ঠিকানা
  • গাণিতিক ক্যাপচা বা যোগফল প্রদান
  • পেমেন্ট বিবরণ প্রদান
খতিয়ান সার্টিফাইড কপির জন্য অনলাইনে আবেদন করলে আপনার সামনে একটি ফর্ম প্রদান করা হবে। উক্ত ফর্মে উপস্থিত তথ্যগুলো সঠিকভাবে উপস্থাপন করে বা প্রদান করে পেমেন্ট অপশনে ক্লিক করে আপনার নির্ধারিত অ্যাকাউন্ট থেকে আবেদন ফ্রি পরিশোধ করার মাধ্যমে আপনি খুব সহজেই খতিয়ান সার্টিফাইড কপি করতে পারেন।

এছাড়াও আপনি জমির দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করতে পারবেন। দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করতে ও অনলাইনে আপনাকে আবেদন ফ্রি পরিশোধ করতে হবে।

দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করার ধরন

দাগ নাম্বার দিয়ে সাধারণত দুই ভাবে জমির মালিকের নাম বের করা যায়
  • অনলাইনের মাধ্যমে
  • অফলাইনের মাধ্যমে

দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করার নিয়ম ২০২৪ সম্পর্কে লেখকের কিছু কথা

আজকের আর্টিকেলে অনলাইনের মাধ্যমে কিভাবে দাগ নম্বর দিয়ে জমির মালিকের নাম বের করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকের আর্টিকেল টি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে থাকেন, তাহলে আশা করি দাগ নাম্বার দিয়ে জমির মালিকের নাম বের করতে আপনার যতটুকু অভিজ্ঞতার প্রয়োজন তার সবটুকুই আর্টিকেলটি থেকে পেয়ে গেছেন।

আর্টিকেলটি বুঝতে কোন সমস্যা হলে অথবা আপনার কোন মতামত থাকলে তা কমেন্ট অপশনে গিয়ে আমাদের জানিয়ে দিন। এতক্ষণ সলভ এ টু জেড ওয়েবসাইটে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সলভ্ এ টু জেড এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url