রাউটার কি রাউটার কিভাবে কাজ করে

রাউটার কি? রাউটার কিভাবে কাজ করে আপনার কি কোন ধারনা রয়েছে? যদি রাউটার কিভাবে কাজ করে সে সম্পর্কে আপনার কোন ধারণা না থাকে তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব রাউটার কি? রাউটার কিভাবে কাজ করে।তাই আপনি যদি রাউটার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে আজকের আর্টিকেল মনোযোগ সহকারে পড়ুন।
আজকের আর্টিকেলে রাউটার কি? রাউটার কিভাবে কাজ করে ছাড়াও কোন রাউটারটি ভালো হবে বা বাজারের সেরা রাউটার কোনটি? রাউটার সর্বপ্রথম কে আবিষ্কার করে এবং কত সালে আবিষ্কার করে এছাড়াও রাউটার সম্পর্কে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে। তাই আজকের আর্টিকেলটি আপনি যদি মনোযোগ সহকারে পড়েন, তাহলে আশা করি আর্টিকেলটি আপনার উপকারে আসবে।
সূচিত্রঃ রাউটার কি- রাউটার কিভাবে কাজ করে?
.

রাউটার কি?

বর্তমান সময়ে শহর এলাকায় রাউটার চেনে-না এমন ব্যাক্তি হয়তো পাওয়া যাবে না, এর প্রধান কারণ হলো বর্তমানে প্রত্যেকটি বাসা বাড়িতে রাউটার ব্যবহার। কিন্তু আপনি কি জানেন রাউটার কি?কেনই বা প্রত্যেকটি বাসা বাড়িতে রাউটার লাগানো থাকে, চলুন সে সম্পর্কে আলোচনা করা যাক। আমাদের প্রত্যেকের হাতেই স্মার্টফোন রয়েছে, যার মাধ্যমে আমরা খুব সহজেই বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর খুব সহজেই নিতে পারি।

তবে শুধু যে স্মার্টফোনের কারণেই পুরো পৃথিবী আমাদের হাতের মুঠোয়, সেটি ভাবা কিন্তু আমাদের বোকামি হবে। কেননা স্মার্টফোন ছাড়াও আরও বেশ কিছু কাঠামো বা উপাদানের প্রয়োজন হয়। এর মধ্যে অন্যতম হলো ইন্টারনেট বা নেটওয়ার্ক। ইন্টারনেট কে আমরা কমবেশি সবাই ব্যবহার করে থাকি, কেননা ইন্টারনেট ছাড়া স্মার্টফোন বা এন্ড্রয়েড ফোনের কোন মূল্যই নেই। এই ইন্টারনেট কে আবার দুইভাবে বিভক্ত করা যায় এগুলো হলো
  • সিম অপারেটর ইন্টারনেট
  • ওয়ারলেস ইন্টারনেট বা ওয়াইফাই
আর এই wi-fi এর একটি গুরুত্বপূর্ণ কাঠামো হলো রাউটার। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে রাউটার কি? রাউটার হলো হার্ডওয়ার ও সফটওয়্যার মাধ্যমে তৈরি এমন একটি স্মার্ট যন্ত্র যা ডেটা প্রবাহের দিক নির্ধারণ করে। অথবা সহজ কথায় বলতে গেলে রাউটার হলো এমন একটি যন্ত্রাংশ যা ডেটার গতিপথ নির্ধারণ করে ।

রাউটারের কাজ কি?

উপরের আলোচনা থেকে হয়তো বুঝতেই পেরেছেন রাউটারের কাজ কি? তবু রাউটারের কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।সংক্ষিপ্ত কথায় বলতে গেলে রাউটারের কাজ হল ডাটা কে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া। কিন্তু কেনই বা ডেটাকে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য রাউটার ব্যবহার করব?

কেননা ডাটা কে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য আরো বেশ কিছু উপায় বা পদ্ধতি রয়েছে যেমন সেম অপারেটর, যেখানে বাড়তি ঝামেলার সৃষ্টি হয় না। আপনাদের মনে যদি এরকম প্রশ্ন সৃষ্টি হয়, তাহলে আপনাদের উদ্দেশ্যে বলি রাউটার ডেটাকে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য সবচাইতে সহজ পথ (Path)ব্যবহার করে।

সবচেয়ে কম দূরত্বের পথ ব্যবহার করে ডেটা কে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য কম ইন্টারনেটের প্রয়োজন হয়।আর এই কারণে অন্যান্য নেটওয়ার্ক মাধ্যমের চেয়ে রাউটার বা ওয়াইফাই নেটওয়ার্ক মাধ্যম তুলনামূলক সাশ্রয়ী হয়ে থাকে। আর এর প্রধান কারণ হলো ওয়াইফাই বা রাউটারের মাধ্যমে কম ইন্টারনেট খরচে বেশি কাজ সম্পাদন করা যায়।

ওয়াইফাই কি এবং ওয়াই ফাই কিভাবে কাজ করে?

রাউটার কিভাবে কাজ করে বিষয়টি জানতে হলে আপনাকে সর্বপ্রথম জানতে হবে ওয়াইফাই কি কেননা ওয়াইফাই ছাড়া রাউটার ভাবা যায় না।কারণ ওয়াইফাই এর একটি অঙ্গ হল রাউটার। ওয়াইফাই হল একটি তারবিহীন নেটওয়ার্ক সিস্টেম যা অডিও ওয়েব ফ্রিকোয়েন্সি মাধ্যমে দ্রুতগতিসম্পন্ন ইন্টারনেটের সাথে যুক্ত করে।

পাশাপাশি ডেটাকে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়।wifiএর পূর্ণরূপ হল Wireless Fidelity যাIEE 802.11x স্ট্যান্ডারড অনুযায়ী তার কাজ সম্পাদন করে।ওয়াইফাই মূলত কোন ডিভাইসকে তার নেটওয়ার্কের সাথে সংযোগ করে দেয় এবং প্রতিটি ডিভাইস ও তার অ্যাকসেস পয়েন্ট রাউটার থেকে আসা ব্যান্ডউইথের সাথে সংযুক্ত করে ইন্টারনেটের সাথে ডিভাইসটির পরিচয় নিয়ে যুক্ত করে, যাকে আমরা ডিভাইসটির আইপি অ্যাড্রেস বলে থাকি।

রাউটার কিভাবে কাজ করে?

যদিও আজকের আর্টিকেলের মূল আলোচনা , ওয়াইফাই নয় আজকের আর্টিকেল এর মূল আলোচনার বিষয় হলো রাউটার কি এবং রাউটার কিভাবে কাজ করে? উপরে রাউটার কিভাবে কাজ করে? সে সম্পর্কে সামান্য আলোচনা করা হয়েছে ।যদিও এ সামান্য আলোচনা রাউটার কিভাবে কাজ করে তা বুঝার জন্য যথেষ্ট নয় তবুও আপনি যদি উপরোক্ত আলোচনার সঠিক ব্যাখ্যা করতে পারেন তাহলে রাউটার কিভাবে কাজ করে সে সম্পর্কে আপনার বাড়তি কোনো জ্ঞানের প্রয়োজন পড়বে না।

তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে রাউটার কিভাবে কাজ করে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যায়। সাধারণ অর্থে ডেটাকে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য শর্টকাট পথ ইউজ করে রাউটার যার কারণে ইন্টারনেট অন্যান্য মাধ্যমে তুলনায় কম খরচ হয়। এছাড়াও রাউটার যেকোনো ডিভাইসের আইপি অ্যাড্রেস নিয়ে তার ইন্টারনেটের সাথে যুক্ত করে দেয়।

রাউটার ডিভাইস গুলিকে তাদের আইপি অ্যাড্রেস সহ উচ্চ গতি সম্পন্ন নেটওয়ার্কের সাথে যুক্ত করে।আপনি হয়তো উপরোক্ত কথাটি বুঝতে পারেন নি কারো সহজ করে বলি রাউটারের কাজ হল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে ইন্টারনেট গ্রহণ করে আধুনিক ডিভাইসের আইপি অ্যাড্রেস দ্বারা নির্দিষ্ট ডিজিটাল ডিভাইসকে ডাটা প্যাক বা ইন্টারনেট সংযোগ প্রদান করা


রাউটার তার কাজে সম্পাদনের জন্য তিনটি বিষয়ের উপর নির্ভরশীল নিম্নের এগুলো দেওয়া হল
  • Metric Value ( ম্যাট্রিক ভ্যালু)
  • IP Address ( আইপি অ্যাড্রেস)
  • Modem ( মডেম)

মডেমঃ রাউটারের কাজ সম্পাদনের জন্য সর্বপ্রথম প্রয়োজন পড়ে মডেমের।কারন সর্বপ্রথম রাউটারকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা সংক্ষিপে ISP(Internet Service Provider)থেকে ইন্টারনেট সংগ্রহ বা গ্রহণ করতে হয়, আর এর জন্য প্রয়োজন হয় একটি মডেমের। কেননা মডেম এর মাধ্যমে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে রাউটার ইন্টারনেট গ্রহণ করে।

আইপি অ্যাড্রেসঃ রাউটার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আই এস পি থেকে যে ইন্টারনেট গ্রহণ করে তার নির্দিষ্ট গন্তব্যে বা নির্দিষ্ট ডিভাইসে পৌঁছানোর জন্য একটি এড্রেস এর প্রয়োজন হয়। কেননা বর্তমান বিশ্বে আধুনিক ডিভাইজে অভাব নেই তাই নির্দিষ্ট ডিভাইসে সঠিক ডেটা ট্রান্সফারের জন্য একটি নির্দিষ্ট অ্যাড্রেস এর প্রয়োজন হয় যাকে আমরা আইপি এড্রেস বলি।

প্রত্যেকটি ডিভাইসের আই পি এড্রেস আলাদা আলাদা হয় । যার কারণে খুব সহজে রাউটার ডেটা প্যাক কে তার নির্দিষ্ট ডিভাইসে বা গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়।

ম্যাট্রিক ভ্যালুঃ রাউটার কোন ডিভাইসে ডেটা প্যাক স্থানান্তরের জন্য সর্বশেষ যেটির প্রয়োজন হয় তা হল মেট্রিক ভ্যালু। কেননা আমরা কম বেশি সবাই জানে রাউটার কোন ডিভাইসে ডেটা প্যাড বা ইন্টারনেট প্রদান করার সময় সবচেয়ে কম দূরত্বের পথ (Path) পাথ ব্যবহার করে। আর রাউটারের এ কাজটি করার জন্য প্রয়োজন হয়ে থাকে মেট্রিক ভ্যালু পদ্ধতির। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে মেট্রিক ভ্যালু কি?

মেট্রিক ভ্যালু হলো বিশেষ ধরনের সংখ্যার সমষ্টি যা রাউটারের মধ্যে পূর্ব থেকেই বিদ্যমান থাকে। আপনি যেসব ডিভাইসের সাথে রাউটারের মাধ্যমে নেটওয়ার্ক সংযুক্ত করতে চান সেইসব ডিভাইসের মধ্যে যার মেট্রিক ভ্যালু সবচেয়ে কম সর্বপ্রথম সেই ডিজিটাল ডিভাইসে ইন্টারনেট সর্বপ্রথম যুক্ত হবে। এবং যার মেট্রিক ভ্যালু বেশি সে ডিভাইসে পরে ইন্টারনেট বা ডাটা প্যাক সংযুক্ত হবে। আপনাদের মধ্যে আরেকটি প্রশ্ন আসতে পারে ডাটা প্যাক কি? ডাটা প্যাক হলো কতগুলো ডাটা বা তথ্যের সমষ্টি।

বাজারে সেরা  কয়েকটি রাউটার সম্পর্কে বিস্তারিত আলোচনা




রাউটার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

  • রাউটার কি?
রাউটার হল হার্ডওয়ার ও সফটওয়ারের সমন্বয়ে তৈরি এমন একটি আধুনিক যন্ত্রাংশ যা ডেটা প্যাকের প্রবাহের দিক নির্ধারণ করে এবং তা সঠিক গন্তব্যে পৌঁছাতে সবচেয়ে সহজ পথ প্যাথ (Path)ব্যবহার করে।
  • রাউটার কত সালে আবিষ্কার করা হয় ?
বিশ্বে প্রথম ও সত্যিকারের আইপি রাউটার ১৯৭৫ থেকে ১৯৭৬ সালের মাঝে মাঝে সময় আবিষ্কার করা হয়।রাউটারটি সর্বশেষ পরীক্ষা মূলক ব্যবহারের জন্য প্রোটোটাইপ ইন্টারনেটের সাথে সংযুক্ত করা হয়। সর্বপ্রথম পরীক্ষা মূলক রাউটার হল PDP-11।
  • সত্যিকারের রাউটার সর্বপ্রথম কারা তৈরি করেছিল?
এম আই টি এবং স্টান্ডফোর্ডের স্টাফ গবেষকরা সর্বপ্রথম রাউটার আবিষ্কার করেন।

রাউটার কি রাউটার কিভাবে কাজ করে সম্পর্কে লেখকের কিছু মন্তব্য

রাউটার নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম যে বিষয়টি আসে তা হল রাউটার কি? বর্তমানে লক্ষ্য করলে প্রত্যেকটি বাসা বাড়িতে রাউটার দেখা যায়। এখন প্রশ্ন হল মোবাইল ইন্টারনেট থাকা সত্ত্বেও অতিরিক্ত টাকা খরচ করে কেনই বা সবাই রাউটার ক্রয় করছে, এছাড়াও রাউটার কত সালে আবিষ্কার হয়? এবং কোন কোম্পানি আবিষ্কার করে ? ইত্যাদি।

 আপনি যদি আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে থাকেন, তাহলে আশা করি, উপরোক্ত সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এছাড়াও আজকের আর্টিকেলে বাজারে সেরা কয়েকটি রাউটার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকের আর্টিকেল যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনার পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করুন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সলভ্ এ টু জেড এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url